আমি গ্রামে বাস করি তাই আপনাদের সমান আমার জানা নাই তাই ভুল হলে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আপনারা যারা মোডেম দিয়ে কল করতে চান তাদের জন্য আমার টিউন আমি অনেক খুজার পর পারিনি কল করতে তাই আমি একা একা চেষ্টা করতে থাকি অবশেষে হয়ছে। যারা আমার মত খুজেছেন তাদের জন্য এই টিউন। গ্রামীণ মোডেম দিয়ে কল করার জন্য একটা সিটিসেল মোডেমের সফ্যটওয়ার দরকার তা ইন্সিটল করার পর। গ্রামীণ মোডেম দিয়ে কল করা যাবে।
এটা কিন্তু সিমথেকে টাকা কাটবে।
এখান থেকে যাকে খুশি কল করুন। ভাল লাগলে মন্তব্য করুন। আমার মোবাইল নম্বর ৮৮০১৭২২৫০২৪৫১ আমার জীবনের প্রথম টিউন তো দূরের কথা আমার টেকনিউন প্রথম ফোরাম। আমার যদি ভুল হয় ক্ষমা চোখেবেন।
আমি আব্দুর রব। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 633 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমার শিক্ষার নেশা বেশী। আমি যে কোন কাজ শিক্ষতে চাই। আমার কোন প্রকার নেশা নেই, এমন কি চা পর্যন্ত খাই না। নেশা আমার শুধু কম্পিউটারে কাজ শিক্ষা।
bi ata to citycell modem r upne bollen grameen modem thik bojte parlam na bi please bolben