!!চ্যাটিং এর আসল মজা তো এখানে!!

সাধারনত দেখা যায় আমরা চ্যাটিং করার সময় টেক্স্ট করতে করতে বোর হয়ে পড়ি। অতপর চ্যাটিং এর প্রতি এক রকম অনিহা জন্মে যায়। তাই না?? সেজন্যই আপনার চ্যাটিং এ নতুনত্ব আনতে আমার আজকের এই মজাদার টিউন!

আজ মূলত আপনাদের আমি একটি সফ্টওয়্যারের কথা বলতে যাচ্ছি। যার নাম SWEET IM । না না এটা কোন চ্যাটিং সফ্টওয়্যার নয়। এটা মূলত আপনার চ্যাটিং সফ্টওয়্যার(Yahoo Messenger, Windows Live Messenger, GTalk, etc)এর সাথে ব্যবহার উপযোগী একটি সফ্টওয়্যার।

এই সফ্টওয়্যারটি ইন্সটল করলে নিচের ছবির মত আপনার কম্পিউটারে ইন্সটলড সকল মেসেন্জারের নিচে একটি নতুন টেব আসবে।

179.jpg 260.jpg

এবার চ্যাটিং রত অবস্থায় আপনি আপনার বন্ধুকে এই টেব থেকে বিভিন্ন মজার মজার ফান, স্মাইলস, সাউন্ডস ইত্যাদি পাঠাতে পারেন। তবে মনে রাখবেন আপনার বন্ধুরও এই সফ্টওয়্যার ইন্সটলড থাকতে হবে। এজন্য আপনার উচিত আপনার সকল বন্ধুকে এই সফ্টটি পাঠিয়ে ইন্সটল করার জন্য বলা। ব্যস তারপর থেকে মজা শুরু!!

আমি আমার প্রায় সকল বন্ধুকে এই সফ্ট দিয়ে দিয়েছি এবং সবারই ইন্সটলড আছে। নিচের ছবিগুলো দেখে আপনি কিছুটা আন্দাজ করতে পারবেন এ সফ্টটি দিয়ে কিরকম মজা করা সম্ভব!!

348.jpg 434.jpg

533.jpg 629.jpg

ডাউনলোডঃসফ্টওয়্যারটি ডাউনলোড করতে http://www.sweetim.com এ প্রবেশ করে Download এ ক্লিক করুন।

বিঃদ্রঃ সফ্টওয়্যারটি নিয়ে আগে টিউন করা থাকতে পারে। সেক্ষেত্রে আমায় ক্ষমা করবেন। এই সফ্টওয়্যারটি নতুন কোন সফ্ট নয়, তাই আপনারা আগে থেকেই জেনে থাকতে পারেন তবে সবাই নিশ্চয় জানে না। যারা জানে না তাদের জন্যই আমার এই টিউন!

ভাল লাগলে কমেন্ট দিবেন।

Level 0

আমি ফয়সল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 47 টি টিউন ও 149 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

জানতে হলে আরও অনেক ঘাটতে হবে!!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ফয়সল কি খবর। অনেক দিন পরে । ভালো টিউন। ধন্যবাদ

আমি ভাল আছি। তবে আমি অনেক দিন পরে নই বরং আপনি অনেক দিন পরে!!! হা হা।

ভালই আর আপনি অনেকদিন পর না হলেও আরো নিয়মিত হলে ভাল হবে। ধন্যবাদ।

hello faisal,kemon acen vai???asa kori valo thakben!!valo valo tune korar jonno dhonnobad.

জটিল টিউন। ধন্যবাদ ফযসল ভাই।

Level 0

Thanks ফয়সল ভায়

Level 0

ভালো লাগলো, ধন্যবাদ

Level 0

vai ato kisu na kore chatting take sudhu chatting of kajer jonno lagale valo na..
agulan time nosto kore onek
ami apnake choto korar jonno bolchi na
tader uddeshe bolchi jara chatting kore saradin jeta tader addict kore fele

Gr8 thanks

ফয়সল ভাই ভালো লাগলো,ধন্যবাদ।

মজা পেলাম তো! ধন্যবাদ।