সাধারনত দেখা যায় আমরা চ্যাটিং করার সময় টেক্স্ট করতে করতে বোর হয়ে পড়ি। অতপর চ্যাটিং এর প্রতি এক রকম অনিহা জন্মে যায়। তাই না?? সেজন্যই আপনার চ্যাটিং এ নতুনত্ব আনতে আমার আজকের এই মজাদার টিউন!
আজ মূলত আপনাদের আমি একটি সফ্টওয়্যারের কথা বলতে যাচ্ছি। যার নাম SWEET IM । না না এটা কোন চ্যাটিং সফ্টওয়্যার নয়। এটা মূলত আপনার চ্যাটিং সফ্টওয়্যার(Yahoo Messenger, Windows Live Messenger, GTalk, etc)এর সাথে ব্যবহার উপযোগী একটি সফ্টওয়্যার।
এই সফ্টওয়্যারটি ইন্সটল করলে নিচের ছবির মত আপনার কম্পিউটারে ইন্সটলড সকল মেসেন্জারের নিচে একটি নতুন টেব আসবে।
এবার চ্যাটিং রত অবস্থায় আপনি আপনার বন্ধুকে এই টেব থেকে বিভিন্ন মজার মজার ফান, স্মাইলস, সাউন্ডস ইত্যাদি পাঠাতে পারেন। তবে মনে রাখবেন আপনার বন্ধুরও এই সফ্টওয়্যার ইন্সটলড থাকতে হবে। এজন্য আপনার উচিত আপনার সকল বন্ধুকে এই সফ্টটি পাঠিয়ে ইন্সটল করার জন্য বলা। ব্যস তারপর থেকে মজা শুরু!!
আমি আমার প্রায় সকল বন্ধুকে এই সফ্ট দিয়ে দিয়েছি এবং সবারই ইন্সটলড আছে। নিচের ছবিগুলো দেখে আপনি কিছুটা আন্দাজ করতে পারবেন এ সফ্টটি দিয়ে কিরকম মজা করা সম্ভব!!
ডাউনলোডঃসফ্টওয়্যারটি ডাউনলোড করতে http://www.sweetim.com এ প্রবেশ করে Download এ ক্লিক করুন।
বিঃদ্রঃ সফ্টওয়্যারটি নিয়ে আগে টিউন করা থাকতে পারে। সেক্ষেত্রে আমায় ক্ষমা করবেন। এই সফ্টওয়্যারটি নতুন কোন সফ্ট নয়, তাই আপনারা আগে থেকেই জেনে থাকতে পারেন তবে সবাই নিশ্চয় জানে না। যারা জানে না তাদের জন্যই আমার এই টিউন!
ভাল লাগলে কমেন্ট দিবেন।
আমি ফয়সল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 47 টি টিউন ও 149 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
জানতে হলে আরও অনেক ঘাটতে হবে!!
ফয়সল কি খবর। অনেক দিন পরে । ভালো টিউন। ধন্যবাদ