অনেকেরই প্রিয় ব্রাউজার মজিলা ফায়ার ফক্স। আমার ক্রোম। কারন হচ্ছে ব্রাউজ করার মজা এবং স্পীড। যাই হোক আজ এদের ফেসবুক ফান ফেইজে দেখলাম কিছু ছবি এড হয়েছে। তার সাথে আগের কিছু ছবি নিয়েই এ টিউন। চলুন দেখি প্রিয় ব্রাউজার ক্রোমকে নিয়ে কিছু ছবিঃ
নিছের ছবি গুলো Google Chrome @ I/O 2011 এলবাম থেকে নেওয়া।
যারা খাবার দবারকে একটু বেশি ভালোবাসেন তাদের জন্য Chrome Food এলবামের ছবি গুলোঃ
হাতের আঙ্গুল দিয়ে কি সুন্দর ভাবে ক্রোমকে ফুটিয়ে তুলছে তা নিছের ছবি গুলো দেখলে বুঝতে পারবেনঃ
ক্রোমের কিছু মজার স্টিকার
সারা বিশ্বে ক্রোমের ইভেন্ট গুলো থেকে বাচাই করা কিছু ছবিঃ
আর কোন কাজ না থাকায় ছবি গুলো শেয়ার করলাম। অলস সময়ে ছবি দেখতে ভালোই লাগে। আপনাদের আরো ছবি দেখতে ইচ্ছে হলে
http://www.facebook.com/googlechrome গিয়ে দেখে আসতে পারেন। ধন্যবাদ সবাইকে।
আমি জাকির হোসাইন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 224 টি টিউন ও 1487 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
পৃথিবীতে অল্পকয়েক দিনের জন্য অনেকেই আসে, হেঁটে খেলে চলে যায়। এর মধ্যে অল্প কয়েক জনই পায়ের চাপ রেখে যায়।ওদের একজন হতে ইচ্ছে করে। প্রযুক্তির আরেকটি সেরা ব্লগ টেকটুইটস। আপনাদের স্বাগতম, যেখানে প্রতিটি বন্ধুর অংশ গ্রহনে গড়ে উঠেছে একটি পরিবার। আপনাদের পছন্দ হবে আশা করি। ফেসবুকে আমি - ?জাকির!
I/O album 2011 fb তে দেখলাম ভালই লাগল……আপনার টিউটিও সুন্দর হয়েছে…সুন্দর ছবির জন্য ধন্য বাদ…