ফেব্রুয়ারি মাসে চেক জমা দিলাম ব্র্যাক ব্যাংক এ, দুই মাস পড় বাসায় চিঠি আসলো সেই জমা দেওয়া চেক সহ !
ব্র্যাক ব্যাংক থেকে কিছু ডকুমেন্ট চাওয়া হয়েছে আমার কাস থেকে। নিচে ব্র্যাক ব্যাংক এর চিঠির ছবি দেওয়া হল
টেকটিউনস এ ব্লগার ভাইদের কাসে শুনতে চাই যে আপনারা যখন চেক ভাঙ্গিয়েছিলেন তখন কি কোন বাড়তি কাগজের প্রয়োজন হয়েছিল কি ? এবং কন ব্যাংক থেকে কোন প্রকার ঝামেলা ছারাই চেক ভাঙ্গান যাবে ?
দেশ ত দেখি দিন দিন এনালগ হয়তিসে, একটা চেক ভাঙ্গাইতে এত তালবাহানা !
Nasif A. Razzaque
আমার অনন্য টিউনসঃ
ভিবিন্ন বিষয়ে যেমন পণ্য এবং সার্ভিস নিয়ে ব্লগ করে টাকা আয় করুন
বিজয় and অভ্র – মোস্তফা জব্বারের প্রতারনা
কিভাবে তৈরি করবেন নিজের মতো করে 404 page ( ওয়ার্ডপ্রেস থেসিস থিম )
আমি ণাসিফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 24 টি টিউন ও 57 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আপনি সিনিয়র টিউনার অথচ এই টিউনটি লিখলেন ইন্টারনেট এই বিভাগে ?
এই টিউনটিতো সাহায্য/জিজ্ঞাসা বিভাগে দেওয়া উচিত ছিল।