আমাদের প্রত্যেকেরই নিশ্চয়ই ইমেইল এবং ফেসবুক আছে। যদি আমাদের ইমেইল থেকে থাকে তবে কি আমরা তা দিয়ে আমাদের প্রিয় সুন্দরবনকে ভোট করতে পারি না??? আপনি যদি আপনার ইমেইল দিয়ে ভোট করতে চান তাহলে এই লিঙ্কে গিয়ে প্রথমে সুন্দরবনকে নির্বাছন করুন। তারপর পিছনের সারির অর্থাৎ যারা পিছিয়ে আছে তাদের সিলেক্ট করুন। কেউ আমাজনকে সিলেক্ট করবেন না। নিচের ৭ টাকে সিলেক্ট করুন-
১. Sundarbans ২. Yushan ৩. Uluru ৪. Vesuvius ৫. Table mountain ৬. Mud volcanoes ৭.El yunque.
প্লিজ তাড়াতাড়ি করে ভোট দিন। আমাদের সুন্দরবনকে হারতে দিবেন না। সুন্দরবন হারলে আমাদের দেশের হার হবে। আমরা নিশ্চয় আমাদের দেশকে হারতে দিব না। আর ফেসবুকের মাধ্যমে আপনারা এই বার্তা সবার কাছে পৌছিয়ে দিন।
এবং আপনার ফেসবুক অ্যাকাউন্ট থাকলে আপনার ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে আমাকে একটা ভোট দিন। আমি একটা PHOTO CONTEST এ অংশগ্রহণ করেছি। আপনার ফেসবুক অ্যাকাউন্ট এ লগ ইন করে এই লিঙ্কে যান। এবং শুধু Like বাটনে ক্লিক করুন। আমার একটা ভোট হয়ে যাবে।আমি বর্তমানে প্রথম স্থানে আছি। আপনাদের সহযোগিতা পেলে আমি প্রথম স্থানে থেকেই Contest শেষ করতে পারব।
শেষে আরেকটা কথা আমাকে ভোট না দিলেও সমস্যা নাই, কিন্তু সুন্দরবনকে আপনারা প্লিজ ভোট করুন। সবাইকে এই একটা অনুরোধ করলাম। সবাই ভাল থাকবেন।
আমি ভূত রাকিব। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 151 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
বিবেকের দংশনে মরে গিয়ে আজ ভূত আমি?? আপনি??
আপনি এই বিষয়ে টিউন করেছেন দেখে খুব ভালো লাগলো।এই টিউন টি দেখুন https://www.techtunes.io/review/tune-id/68124/