আসসালামুআলাইকুম
প্রিয় টেকটিউনসবাসী কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন? আমিও আলহামদুলিল্লাহ ভাল আছি 🙂।
আমরা বা আমাদের বাবা/ভাই বিদেশ থেকে ছুটিতে আসছিলেন কিছু দিনের জন্য। কিন্তু করোনা ভাইরাসের জন্য ফেরত যেতে পারেন নাই, কারণ সবদেশেরেই ইন্টারন্যাশনাল ফ্লাইট বন্ধ ছিল। সম্প্রীতি কয়েকদিন হলো সৌদিআরবের ফ্লাইট খোলা হয়েছে। যারা সৌদি প্রবাসী, ছুটিতে দেশে আসছিলেন ফেরত যেতে পারেন নি…… তারা এখন ফেরৎ যেতে পারবেন, যদি! ভিসার মেয়াদ থাকে।
এখন ভিসার মেয়াদ আছে নাকি জানবেন কিভাবে? নিশ্চয় আশাপাশের কোন কম্পিউটারের দোকানে গিয়ে চেক করাতে হবে! আর সেখানে আপনাকে ১০০ থেকে ২০০ টাকা দিয়ে চেক করাতে হবে। কিন্তু এই ছোট্ট কাজটা নিজেরাই করতে পারি, আমাদের ফোন থেকে 😊।
তো কথা না বাড়িয়ে কাজে চলে যাই……
আপনার ফোনের যেকোন ব্রাউজারে ঢুকুন এবং টাইপ করুন https://muqeem.sa/ বা এখানে ক্লীক করুন।
ক্লীক করার পরে ছবির মত এরকম আসবে।
প্রথম বক্সে আপনার যদি ভিসা নাম্বার জানা থাকে তাহলে ভিসা নাম্বার সিলেক্ট করে ভিসা নাম্বার দিন, আর যদি ভিসা নাম্বার না জানা থাকে তাহলে ইকামার নাম্বার দিন। (দুটোর যেকোন একটা লাগবেই)
দ্বিতীয় বক্সে আপনার পাসপোর্ট নাম্বার/ভিসা নামাবার/আপনার নাম/আপনার জন্মতারিখ/ ইত্যাদি ওখানে লিখা আছে! যেকোন একটা সিলেক্ট করে সেটা টাইপ করে দেবেন। আমি পাসপোর্ট নাম্বার দিয়েছি। দেবার পর চেক বাটনটিতে চাপ দিন।
সবকিছু ঠিকঠাক থাকলে
এরকম আসবে ছবির মত! খেয়াল করুন ওখানে লিখা আছে Active. তারমানে ভিসার মেয়াদ আছে, আর যদি না থাকতো তাহলে Active লিখা আসত না।
আর ওখানে বিস্তারিত পাবেন কবে ছুটিতে গেছিলেন, কত দিন ভিসার মেয়াদ আছে, কত তারিখের আগে সৌদিআরবে ফেরত আসতে হবে।
-
এখনও যদি বুঝতে অসুবিধা হয় তাহলে এখান থেকে ভিডিও দেখুন
ফেসবুকে আমি Shariful Islam
ধন্যবাদ সবাইকে, খোদা হাফেজ|
আমি শরিফু্ল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 5 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।