সবাই কে সালাম শুভেচ্ছা
আশা করি সবাই ভালো আছেন।আজ আমি আপনাদের দেখাব কিভাবে আপনার পিসি থেকে একই সময়ে ২ টি আই পি ব্যাবহার করবেন AOL এর সাহাযযে।আমাদের মাঝে অনেকেই আছেন যারা একটা আইপি হিডেন সফট ওয়ার এর জন্য গোটা গুগল উল্টায় ফেলেন।আসা করি এইবার তাদের আর গুগল উল্টাতে হবে না।
এর জন্য আপনাকে যা করতে হবে তা হল
১। এই লিঙ্ক এ গিয়ে একটা ফ্রী একাউন্ট খুলে নিন
২।তার পর এই লিঙ্ক থেকে AOL সফটওয়ার টা ডাউন লোড করে নিন।
৩। নিচের ছবি গুলো দেখে ভালো ভাবে সফট ওয়ার টি ইন্সটল করুন ।
প্রথমে বলেছিলাম যে এক পিসিতে ২ টি আই পি এর বেবহার এবার তা দেখার জন্য একপাশে আমেরিকান অন লাইন ও পাশে যে কনো ওয়েব ব্রাউজার ওপেন করে http://whatismyipaddress.com/ এই লিঙ্ক টা দিয়ে পরিক্ষা করে দেখতে পারেন ।আমি নিচে এর একটি ছবি ও দিয়ে দিলাম।
যাই হোক আমেরিকান অনলাইন কনো আইপি হিডেন সফটওয়ার না এটি মুলত এন্টারনেট সেবা প্রদান কারি প্রতিস্টান।আমরা বাংলাদেশ এ থাকি বিধায় আমাদের আইপি তখন আমেরিকান দেখায়।আমেরিকান অনলাইন সম্পরকে আমি তেমন কিছু জানিনা তবে ওদের সাইট এ টাকা মানে মাস্টার কাড দিয়ে অনেক কিছু কেনা কাটা করা যায়।আমার অতকিছু কেনা কাটা নাই বাট আমার আইপি হিডেন করার দরকার ছিল তাই এটা বেবহার করছি।
আপনাদের কারও যদি আইডি খুলতে আসুবিধা হয় তাই আমি কিছু আইডি ও পাস ওয়াড দিয়ে দিলাম।দেইখেন আমারে আবার আমারে কেও ফাসায়েন না। হি হি হি হি
user is: osfbd111
pass:987654321
----------------------
user is: osfbd222
pass:987654321
---------------------
user is: osfbd333
pass:987654321
---------------------
user is: osfbd444
pass:987654321
আসা করি সবাই বুজতে পেরেছেন।আরে না বুজলে তো আমি আছি একটু কস্ট করে মন্ততবের ঘরে লিখবেন সমাধান দেবার চেস্টা করব।
শিক্ষক: মশা মাছি অনেক রোগ ছড়ায়, তাদের বংশবৃদ্ধি রোধ করতে হবে।
ছাত্র: হা হা হা হি হি হি হি হি হি…..
শিক্ষক: হাসির কি হলো?
ছাত্র: স্যার এতো ছোট বেলুন বানাবেন ক্যামনে!!!
এই লিঙ্ক এ গিয়ে লাইক দেবেন এবং আপনার বন্ধুদের সাথে সেয়ার করবেন।আমরা সবাই যদি তুসার এর পাশে দাড়াই তাহলে হয়তো বা ছেলে তা বেচে যাবে।
সবাই ভাল থাকবেন।আগামীতে নতুন কোন টিউন নিয়ে আবার কথা হবে.
খোদা হাফেজ
আমি little_raj। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 23 টি টিউন ও 347 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
"যায় দিন ভাল আসে দিন আরও ভাল" ""http://adf.ly/12u16""
ধন্যবাদ,ভালো লাগলো।ভাই অন্যের IP USE করে কিভাবে নেট ব্যবহার করা যায়।সেটা একটু বলবেন।