সবাই কে সালাম ও শুভেচ্ছা।
আশা করি সবাই খুব ভাল আছেন ,আমিও সব সময় ভাও থাকি।
যাই হক কাজের কথায় আসি।আজ আমরা দেখব Google Latitude মাধমে কি ভাবে বন্ধুর আবস্থান দেখা যায়।
প্রথমে আপনাকে এই লিঙ্ক এ গিয়ে জিমেইল আইডি দিয়ে লগ ইন করুন
লগ ইন হলে নিচের মত একটা পেইজ আসবে
এর পর set your locatuion বাটন এ কিলিক করে নিচের ঘরে আপনার জেলার বা উপজেলা লিখে তার পর কমা দিয়ে বাংলাদেশ লিখে দিন(বাংলাদেশ হলে এই ভাবে লিখবেন ) এবং ডাব দিকে কোনায় স্যাটেলাইট বিরবাছন করুন এতে আপনার লোকেশব এর ছবি দেখাবে।
আপনি ইচ্ছা করলে যুম করে আপনার বাড়ির ছাঁদ ও নিরবাচন করতে পারেন
আপনার অবস্থান নিরবাচন শেষ হলে add friends কিলিক করে আপনার বন্ধুদের এ্যাড রিকোয়েস্ট পাঠান।
আপনার বন্ধুরা যখন আপনার মত করে তাদের লোকেশন সেট করবে তখন আপ্নিও তাদের অবস্থান দেখতে পাবেন।আমার অনুরোধে প্রথম যিনি সারা দিছেন তিনি হলেন আমাদের সবার পরিচিত টিউটো বিডি মানে ভেরামারার রাসেল ভাই।তাকে ধনবাদ জানাই আমার অনুরোধ গ্রহন করার জন্য। নিচে উদাহরন হিসেবে আমার ও তার বাড়ির অবস্থান এর ছবি দিয়ে দিলাম।যারা উপরের নিয়ম অনুসরন করে Google Latitude বেবহার করতে পারবেন পিলিজ আমাকে একটা এ্যাড রিকোয়েস্ট([email protected]) পাঠাবেন তাহলে খুব খুশি হব এবং বুজব যে আমার টিউনটি করা সারথক হয়েছে ।
আশা করি সবাই বুজতে পেরেছেন। আরে না পারলে ত আমি আছি। মন্তব্য করতেই হবে।
ফ্রী একটা কৌতুক
বিদেশের এক রেস্টুরেন্ট। তিনজন বাবুর্চি সেখানে কাজ করে। একজন চাইনিজ, একজন জাপানিজ আরেকজন বাংলাদেশী। তিনজনের ভিতর খুব রেষারেষি। একদিন একটা মাছি ঢুকছে কিচেনে। সাথে সাথে চাইনিজটা একটা ছুরি নিয়া এগিয়ে গেলো। কিছুক্ষন সাইসাই করে চালালো বাতাসে। মাছিটা পরে গেলো চার টুকরা হয়ে। সে বাকি দুইজনের দিকে তাকিয়ে বলল, “এইভাবে আমরা আমাদের শত্রুদের চার টুকরা করে ফেলি।”
আরেকদিন মাছি ঢুকতেই জাপানিজটা এগিয়ে গেলো। সাইসাই করে ছুরি চালালো। মাছি আট টুকরা হয়ে গেলো। সে বাকি দুইজনের দিকে তাকিয়ে বলল, “এইভাবেই আমারা আমাদের শত্রুদের আট টুকরা করে ফেলি”
পরেরদিন মাছি ঢুকছে একটা। বাংলাদেশীটা এগিয়ে গেলো। বেচারা অনেকক্ষন ছুরি চালালো। হাপিয়ে গিয়ে এক সময় চলে এলো। বাকি দুইজন বলল-
- কি তোমরা তোমাদের শত্রুদের কিছুই করো না?
-হুমমমম…তোরা বুঝোস না কিছুই।এমন কাম করছি যে অই মাছি আর কোনোদিন বাপ হইতে পারবো না।
সব শেষে একটা আনুরোধ
এই লিঙ্ক এ গিয়ে লাইক দেবেন এবং আপনার বন্ধুদের সাথে সেয়ার করবেন।আমরা সবাই যদি তুসার এর পাশে দাড়াই তাহলে হয়তো বা ছেলে তা বেচে যাবে।
সবাই ভাল থাকবেন।আগামীতে নতুন কোন টিউন নিয়ে আবার কোথা হবে
খোদা হাফেজ
আমি little_raj। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 23 টি টিউন ও 347 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
"যায় দিন ভাল আসে দিন আরও ভাল" ""http://adf.ly/12u16""
খুব সুন্দর হয়েছে………………