বিকাশে পল্লী বিদ্যুৎ বিল পরিশোধের নিয়ম ও বিল চেক ২০২০

টিউন বিভাগ ইন্টারনেট
প্রকাশিত
জোসস করেছেন

বিদ্যুৎ আমাদের দৈনন্দিন প্রয়োজনীয় একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে। বিদ্যুৎ বা কারেন্ট ছাড়া আমরা আধুনিক জীবন ১ সেকেন্ডও কল্পনা করতে পারিনা। আজকে বিকাশে পল্লী বিদ্যুৎ বিল পরিশোধের নিয়ম কানুনগুলো আপনাদের জানাবো।

কেন বিকাশের মাধ্যমে বিদ্যুৎ বিল পরিশোধ করবেন?

আমরা বাংলাদেশে বাস করি। মাস শেষে বিভিন্ন বিল যেমনঃ বিদ্যুৎ বিল, গ্যাস বিল, পানির বিল ইত্যাদি পরিশোধ করতে হয়। কিন্তু এসব বিল পরিশোধ করতে আমরা ব্যাংকের সাহায্য নেই।

ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকে আমরা এসব বল প্রদান করি। এতে যেমন আমাদের কষ্ট হয়, তেমনি মূল্যবান সময়ও অপচয় হয়।

তাই আমাদের এমন কোনো উপায় জানা দরকার যেটার মাধ্যমে আমরা ঘরে বসেই এসব বিল পরিশোধ করতে পারি। আর আমাদের পাশে এই সুবিধা নিয়ে হাজির হলো ব্র‍্যাক ব্যাংকের বিকাশ ও টেলিটক।

বিকাশের মাধ্যমে আপনি ঘরে বসেই বিদ্যুৎ সহ আরো অনেক কিছুর বিল দিতে পারবেন। তবে সেজন্য আপনার বিকাশ একাউন্টে টাকা থাকতে হবে। তবে আমরা আজকে শুধু বিকাশ থেকে পল্লী বিদ্যুৎ বিল দেওয়ার নিয়ম জানবো।

অনলাইনে বা বিকাশে পল্লী বিদ্যুৎ বিল চেক করার নিয়ম

আপনি বিকাশ একাউন্টের মাধ্যমেই অনলাইনে পল্লী বিদ্যুৎ বিল চেক করতে পারবেন। অনলাইনে বিদ্যুৎ বিল চেক করার নিয়ম খুবই সহজ। বিকাশ অ্যাপের মাধ্যমে ও কোড ডায়াল করে বিল চ্যাক করতে পারবেন।

বিকাশ অ্যাপের মাধ্যমে বিল পরিশোধ করার সময়ই বিলের পরিমাণ দেখতে পারবেন। অনলাইনে পল্লী বিদ্যুৎ বিল চেক করার জন্য প্রথমে বিকাশ অ্যাপে লগিন করুন।

পে বিল থেকে ইলেক্ট্রিসিটি অপশনে যান। সেখানে আপনার বিলের কাগজে থাকা এসএমএস একাউন্ট নম্বর দিলেই বর্তমান মাসের পল্লী বিদ্যুৎ বিল দেখতে পাবেন। বিগত মাসের বিল দেখতে সেই মাসটি সিলেক্ট করুন।

এভাবেই বিকাশের মাধ্যমে অনলাইনে পল্লী বিদ্যুৎ বিল চেক করা যায়। এটি খুবই সময় সাশ্রয়ী ও সহজ।

নিছে বিকাশ অ্যাপের মাধ্যমে বিল পরিশোধের নিয়ম দেওয়া আছে। তাই এখানে আর এই বললাম না। নিচে থেকে দেখে নিবেন।

ইউএসএসডি কোডের মাধ্যমে পল্লী বিদ্যুৎ বিল চেক করার জন্য নিচের ধাপ অনুসরণ করুন।

  • প্রথমে *247# ডায়াল করুন।
  • ৫ নম্বর থেকে বিল পে সিলেক্ট করুন।
  • ১ নম্বর থেকে Electricity বাছাই করুন।
  • তারপর, ১ নং অপশন থেকে Pally bidyut সিলেক্ট করুন।
  • ১ নম্বর থেকে Check bill সিলেক্ট করুন।
  • বিলে কাগজ থেকে SMS bill A/C দিন।
  • mmyyyy ফর্মেটে বিলের মাস ও বছর দিন।
  • বিকাশ পিন দিয়ে বিল চেক নিশ্চিত করুন।

সব ঠিক থাকলে আপনার মোবাইলে এসএমএস আসবে। সেখানে বিলের পরিমাণ দেখতে পারবেন।

বিকাশে বিদ্যুৎ বিল পরিশোধের নিয়ম ২০২০

বিকাশে দুইটি পদ্ধতিতে বিদ্যুৎ বিল পরিশোধ করা যায়। একটা হচ্ছে ইউএসএসডি কোড *247# ডায়াল করে। আর অপরটি হচ্ছে বিকাশ অ্যাপের মাধ্যমে। আমরা উভয় পদ্ধতি শিখবো।

বিকাশে পল্লী বিদ্যুৎ বিল ও গ্রাহকের সুবিধাসমূহ:

যেকোনো সময়, যেকোনো জায়গা হতে নানাধরনের বিল সহজেই  অনলাইনে প্রদান করা যাবে

বিল প্রদান করার জন্য গ্রাহককে বিলার নির্ধারিত পয়েন্টে উপস্থিত থাকতে হবে না

পেমেন্ট প্রদান করার পূর্বেই প্রদেয় বিলের এমাউন্ট এবং স্ট্যাটাস চেক করা যাবে

আশা করি আর্টিকেল টি আপনাদের উপকারে আসবে, এই সম্পর্কিত কোন তথ্য জানতে চাইলে নিচে কমেন্টস বক্স্রে প্রশ্ন করুন।

Level 0

আমি শারমিন আক্তার। CEO, Wiki Of Info, Uttara। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস