প্রযুক্তি প্রেমিকরা সবাই কেমন আছেন? প্রায় ৩ বছর লেখতে বসলাম।
ব্রাউজার সম্পর্কে আমরা কমবেশি সকলেই জানি তা কিন্তু আজ একটি চমৎকার ব্রাউজার নিয়ে কথা বলব।
আমি আবার কোন উপকারি জীনিস সম্পর্কে জানতে পারলে তা সবার সাথে শেয়ার না করা পর্যন্ত শান্ত থাকতে পারি না।
কাজের কথা চলে আসি- গুগুলো এর ক্রোম ব্রাউজার প্রচুর ক্যাশ মেমোরি ব্যবহৃত হয় এবং তার জন্য তা মিনিমাইজ করে অন্য সফট ব্যবহারে স্পীড একেবারেই কম পাওয়া যায়। কম্পিউটার হ্যাং হওয়া এবং স্পীড কমে যাওয়া তারই একটি
তাই একই অসাধারন ব্রাউজারের খোঁজ দিচ্ছি Microsoft edge এই ব্রাউজারটি সত্যিই অসাধারন। এটি ওপেনসোস হওয়ায় তা ব্যবহারে জটিলতা কম।
-Microsoft Edge অসাধারন একটি ব্রাউজার। এখানে আপনি ক্রোম ব্রাউজারের সকল এক্সটেনশনও ব্যবহার করতে পারবেন।
কথা না বাড়িয়ে ডাউনলোড লিংক নিম্মে দিয়ে দিলাম ডাউনলোড করে নিয়েন-
1. Download Source: https://bit.ly/2YyJag1
ফেইসবুকে আমি- fb.com/rahat46
পেইজ-fb.com/rahat46
আমি রাহাত খান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 82 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 11 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 3 টিউনারকে ফলো করি।
I am a simple boy with a creative mind....love to make new things.That's y my dad think one day i'll b a really famous person.and that day i'll make my country proud.....so FRNDZ always b with me...i really need u beside me.. :D