সবাই কেমন আছেন ? আশা করি সবাই ভাল আছেন। আমি আপনাদের দোয়ায় আগের মতই ভাল আছি।
একবার ভাবেন তো গুগল চেয়ারম্যানের বেতন কত হতে পারে?? একটু ভেবে বলুন?আচ্ছা আপনি ভাবতে থাকেন আমি একটু কথা বলি।
বর্তমানে গুগলের নির্বাহী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব আছে স্মিড। স্মিড এর পুরু নাম হল “এরিক স্মিড”। এরিক স্মিডের পদবীটা ছিলো গুগল সিইও।বর্তমানএ সিইও হিসেবে নতুন দায়িত্ব গ্রহণ করেছেন সার্চ জায়ান্ট গুগলের সহ-প্রতিষ্ঠাতা ল্যারি পেজ। ১৯৯৬ সালে ছাত্রাবস্থাতে সার্চ ইঞ্জিন গুগল উদ্ভাবন করেছিলেন ল্যারি পেজ এবং সার্গেই ব্রিন ।
কি ভেবে বলছেন তো গুগল চেয়ারম্যানের বেতন কত হতে পারে?? এবার আমি বলে দিচ্ছি।এরিক স্মিডের বার্ষিক বেতন হচ্ছে ১.২৫ মিলিয়ন ডলার। (সুএ রয়টার্স)
সবাই ভাল থাকবেন। সবাই দোয়া করবেন আমি যেন ভাল থাকতে পাড়ি…। খোদা হাফেজ ।
আমি জোবায়ের আলম বিপুল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 34 টি টিউন ও 426 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Contact Information : Skype : bipulbd08 Email : [email protected] Mobile : 01713305324
মাত্র কথা টা বলতে ভুলে গেছেন মনে হয়। 😉