প্রতিটা প্রশ্ন খুবি ব্যাসিক কিন্ত নতুন যারা ব্লগিং সেক্টরে সফল হতে চায় বা কাজ শুরু করতে চায় তাদের জন্য অনেকটাই গুরুত্বপূর্ন এমনকি আমার কাছেও তো আজকে সেই প্রশ্ন গুলোর উত্তর দিব আমি যতটুকু জানি খুবি সর্টকাটে।
প্রশ্নঃ ১/ কিভাবে ব্লগিং শুরু করবো Click?
উত্তরঃ আপনি যদি ব্লগিং করতে চান তাহলে প্রথমে চিন্তা করতে হবে। গুগলের ফ্রি ব্লগার দিয়ে শুরু করবেন নাকি? ওয়ার্ডপ্রেস দিয়ে শুরু করবেন?
যদি আপনি ফ্রি ব্লগার দেয় শুরু করতে চান তাহলে যেভাবে শুরু করতে পারেন। প্রথমে একটা জিমেইল খোলবেন তারপর Blogger.com এই সাইট থেকে জিমেইল দিয়ে লগইন করে ইউটিউবে অনেক ভিডিও টিউটোরিয়াল পাবেন যেখান থেকে দেখে একটা ফ্রি ব্লগার সাইট খুব সহজে সাজিয়ে নিতে পারবেন মানে রেডি করে নিতে পারবেন।
আর যদি আপনি ওয়ার্ডপ্রেস দিয়ে শুরু করতে চান তাহলে একটি ডোমেইন কিনে নিতে হবে। ডোমেইন কি? ডোমেইন হলো একটি ওয়েব সাইটের নাম বা আপনার ব্লগ সাইটের নাম যা আপনাকে কিনে নিতে হবে। তারপর ডোমেইন সাথে হোস্টিং কিনে নিতে হবে। হোস্টিং কি? হোস্টিং হলো একপ্রকার অনলাইন সার্ভার মেমরি যা আপনার ব্লগ সাইটের ভিবিন্ন তথ্য গুলো জমা রাখবে এবং আপনার ব্লগ সাইটে কেউ ভিজিট করলে সেই হোস্টিং থেকে সো করবে। তারপর আপনি ডোমেইন হোস্টিং যুক্ত করে ওয়ার্ডপ্রেস দিয়ে একটি সাইট নিজে বানিয়ে নিতে পারেন ইউটিউবের ভিডিও দেখে নয়তো বা কোন ব্লগ সাইট বানাতে পারে এমন কাউকে কিছু টাকা দেওয়ার মাধ্যমে বানিয়ে নিতে পারেন।
তারপর সেখানে মানসম্মত আর্টিকেল লেখার মাধ্যমে আপনি ব্লগিং শুরু করতে পারেন। কি কি লেখবেন আপনি যে যে বিষয় ভালো পারবেন সেই বিষয় লেখবেন।
প্রশ্ন ২/ ব্লগিং করে আয় করা কি সম্ভব?
উত্তরঃ হ্যা ব্লগিং করে আয় করা সম্ভব। এমনও ব্লগ সাইট রয়েছে যেগুলো থেকে হাজার হাজার ডলার প্রতি মাসে শুধু মাত্র গুগল এডসেন্স থেকে আয় করছে। আপনাদের উদ্দেশ্যে করে আমিও একটা ভিডিও দেওয়ার চেষ্টা করবো আমার একটা আয় করার রিপোর্ট নিয়ে সো অফ জন্য না শুধু মটিভেট করার জন্য।
https://web.facebook.com/groups/sofolfreelancer/permalink/509697853300272/ ব্লগ সাইটের আয়ের বেপারে আরও একটু পড়তে উপরের লিংক ক্লিক করে আমার আরেকটা টিউন পরে আসতে পারেন।
প্রশ্নঃ ৩/ মোবাইল দিয়ে কি ব্লগিং করতে পারব ভাইয়া?
উত্তরঃ হ্যা করতে পারবেন। তবে অবশ্যই মোবাইলে টাইপ করার মত ক্ষমতা আপনার থাকতে হবে সেই সাথে ক্রোম ব্রাউজার করে আপনি ইজিলি কাজ করতে পারবেন। তবে ক্রোম ব্রাউজার এর ভিবিন্ন অপশন সম্পর্কে আপনার ভালো ধারণা থাকতে হবে। আমার টিমে এমন অনেকে আছে যারা মোবাইল দিয়ে ভালো কাজ করছে এবং করতেও পারছে। মোবাইল দিয়ে চাইলে শুরু করে দিতে পারেন।
প্রশ্ন ৪/ ফ্রি ডোমেইন দিয়ে এডসেন্স পাব নাকি?
উত্তরঃ ফ্রি ডোমেইন বলতে.tk.kr.oc এমন টাইপের ডোমেইন নিয়েই অনেকে কাজর করতে চান এবং নিজেকে নিজে প্রশ্ন করতে থাকেন এডসেন্স পাবেন নাকি এই ডোমেইন নিয়ে কাজ করলে। আমি যদি উত্তর দেই তাহলে উত্তর দিব হ্যা কারণ আমার কাছে প্রমাণও রয়েছে। এডসেন্স পলিসিতে কোথাও উল্লেখ্য নেই যে আপনার ফ্রি ডোমেইন দিয়ে এডসেন্স পাবেন না। তবে হ্যা একটা কথা ক্লিয়ার করে দিতে চাই সেটা হলো ফ্রি ডোমেইন দিয়ে আপনি এডসেন্স এপ্লাই করার আগে অবশ্যই আপনার সাইটের কোয়ালিটি ভালো থাকতে হবে। কারণ গুগল কোয়ালিটি ভালো পেলেই আপনাকে এডসেন্স দিবে তাছাড়া এডসেন্স দিবে না।
আমার সাজেশন হলো ফ্রি ডোমেইন নিয়ে কাজ না কারণ এতে করে আপনি রেংকে আসতে একটু সময় লাগবে সাথে এডসেন্স পেতেও জামেলা পোহাতে হবে। সেজন্য ডোমেইন একটি নিজে কিনে নিন তেমন বেশি মূল্য না ডোমেইন এর ডটকম 350 টাকা থেকে শুরু করে 1100 টাকার ভিতরে কোম্পানীর উপর ডিপেন্ট করে পাওয়া যায়।
প্রশ্নঃ ৫/ এডসেন্স পেতে হলে কি কি লাগবে ব্লগ সাইটে?
উত্তরঃ এডসেন্স পাওয়া নিয়ে অনেকের অনেক রকম মতামত রয়েছে। তবে আমি যেভাবে এডসেন্স এপ্রুভাল নিয়ে থাকি বা এক্সপিরিয়েন্স যা আছে সেই সব বলে দিচ্ছি।
1। আপনার সাইটে কমপক্ষে 8-30টা টিউন থাকতে হবে।
2। ভিজিটর কোন বেপার না ভিজিটর দেখে এডসেন্স দেয় না তবে আয় করতে হলে অবশ্যই ভিজিটর দরকার আছে। কিন্ত এডসেন্স এপ্রুভাল পেতে ভিজিটর দরকার নেই।
3। সাইটের লোক প্রফেশনাল রাখা অনেকাই জরুরী বিষয় না হয় টেম্পেলেট রিজন দিয়ে আপনাকে এডসেন্স দিবে না।
4। About, Contact এই দুইটা পেইজ যুক্ত করে নিবেন।
5। সাইটের তেমন বয়স লাগে না 5দিন বয়সেও এডসেন্স এপ্রুভাল দিয়ে দেয়।
6। ইউনিক কন্টেন্ট।
মোটামোটি উপরের কয়েকটা জিনিস অনুসরণ করলেই এডসেন্স পেয়ে যাবেন।
প্রশ্নঃ ৬/ গুগল থেকে কিভাবে ট্রাফিক পাবো?
উত্তরঃ যারা ব্লগিং করেন তাদের একটাই হতাশা হবার কারণ হলো গুগল থেকে সার্চ ভিজিটর না পাওয়া আর ব্লগ সাইট শূন্য ভিজিটরে পরে থাকা যা একটা অকেজো বলা চলে। আপনাকে গুগল থেকে ভিজিটর পেতে হলে অবশ্যই ভালো কিওয়ার্ড এবং ভালো কোয়ালিটি সম্পন্ন কন্টেন্ট লেখতে হবে এবং সাথে সাথে এসইও করতে হবে সঠিক কিওয়ার্ড নিয়ে কাজ করতে হবে তাহলে আপনার সাইটে গুগল মামার ট্রাফিক যাবে এবং আপনি ডলার আয় করতে পারবেন😀Blogging Tips
প্রশ্নঃ ৭/ ব্লগিং করতে গেলে টাকা খরচ করতে হবে নাকি?
উত্তরঃ হ্যা করতে হবে যদি আপনি প্রফেশনাল মানের ব্লগ সাইট ক্রিয়েট করতে চান তাহলে অবশ্যই আপনাকে টাকা খরচ করতে হবে কারণ ফ্রিতে কিছু হয় না ভাইয়া।
প্রশ্নঃ ৮/ আমি কি ব্লগিং করতে পারবো পারলেও কি কি যোগ্যতা প্রয়োজন?
উত্তরঃ হ্যা আপনিও ব্লগিং করতে পারবেন 1-2মাস সময় নিয়ে শিখলে। যোগ্যতা বলতে আপনি লেখালেখি পারতে হবে মানে আপনার লেখা পড়ে যাতে করে আপনাকে কেউ ভালোবাসে তেমন ভালো লেখতে পারতে হবে বা কোন ভালো লেখালেখি করে তাকে টাকা দিয়ে লেখাই নিতে পারেন।
তারপর আপনার সাইটকে সার্চ রেংকে মানে গুগলের মত সার্চ ইঞ্জিনের সাথে কান্টেক্ট অর্থাৎ কেউ সার্চ দিলে যাতে করে আপনার সাইট পেয়ে যায় এবং প্রথমে পাওয়া যায় সেই বিষয়টা করার জন্য এসইও জানতে হবে।
প্রশ্নঃ ৯/ ফেসবুক আমার ডোমেইন ব্লক করে দিয়েছে কি করতে পারি?
উত্তরঃ কি আর করবেন ক্ষেতা আর কম্বল নিয়া ঘুমাবেন🤣 ফেসবুকের রোলস মেনে কাজ করবেন এবং আপনার লিংক শেয়ার করবেন তাহলে আপনার লিংক ব্লক করবেন না।
কিছু রোলস:- সেক্সুয়াল কোন কিছুর লিংক শেয়ার করবেন না। লিংক দ্বারা স্পামিং করবেন না। ডোমেইনটি অবশ্যই ডটকম রাখার চেষ্টা করুন তাহলে ব্লক করে দিলেও আবেদন করে আনব্লক করা যাবে।
প্রশ্নঃ ১০/ ব্লগ সাইট থেকে কিভাবে আয় হয়?
উত্তরঃ ব্লগ সাইট থেকে অনেকে অনেক ভাবে আয় করছে। এডসেন্স, স্পন্সর, অ্যাফিলিয়েট, ব্লগ সাইট রেংক করিয়ে সেল করে দিয়ে ইত্যাদি।
প্রশ্নঃ ১১/ ব্লগিং করতে হলে কি লেখক হতে হবে?
উত্তরঃ হ্যা অবশ্যই লেখক হতে হবে। একটা কথা আছে কন্টেন্ট ইজ কিং আপনার জীবনকে সুন্দর করে গড়ে তোলার জন্য তেমন আপনি অনেক অনেক জ্ঞান অর্জন করে তারপর সেগুলোকে আউটপোট দিয়ে সবার কাছে পরিচিতি লাভ করেন। তেমনি ভাবে একটা ব্লগ সাইটের লেখা তারপর পরিচিতি গঠিয়ে থাকে আর পরিচিতি কে গঠায় একজন লেখক যাবে আমরা ব্লগার বলে থাকি। আর আপনাকে ব্লগারের পরিচিতি পেতে হবে অবশ্যই লেখালেখি করতে হবে করতে করতে শিখতে হবে।
প্রশ্নঃ ১২/ ব্লগিং করলে কি এসইও এক্সপার্ট হতে হবে?
উত্তরঃ হ্যা অবশ্যই হতে হবে না হলে আপনার ব্লগিং ক্যারিয়ার অন্ধকার কারণ অনেকে দেখা যায় এসইও এক্সপার্ট হায়ার করে নিজের ব্লগ সাইটকে এসইও করে গুগলের প্রথম পজিশনে নিয়ে আসে কিন্ত আপনি যদি একজন প্রফেশনাল ভাবে ব্লগিং করতে চান তাহলে অবশ্যই এসইও জানতে হবে তাছাড়া এই সেক্টরে বেশি দিন টিকতে পারবেন না।
আমি আলেক্স মাহমুদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।