আমরা যারা ব্লগিং এর জন্য wordpress, blogspot, freehostia ইত্যাদি ব্যাবহার করি তাদের প্রধান সমস্যা হচ্ছে বিশাল ডোমেইন নেম। যেমনঃ http://www.yoursite.blogspot.com । বড় ডোমেইন এর প্রধান সমস্যা হচ্ছে অনেকেই বড় ডোমেইন লিখতে বিরক্ত বোধ করে। তাছাড়া ডোমেইন নেমটি শুনতেও ভালো লাগে না । এ সমস্যা থেকে আপনাকে মুক্তি দিতে পারে .co.cc ।
আমার ই-বুক ডাউনলোডের ওয়েবসাইট এর এড্রেস ছিল http://www.ebooksdock.blogspot.com আর এখন http://www.ebooksdock.co.cc । এতে করে আর বড় ডোমেইন লিখতে হচ্ছেনা ।
আপনার ডোমেইননেমটি ছোট করতে চাইলে নিচের পদ্ধতি অনুসরন করুন ।
প্রথমে http://www.co.cc সাইটে যান । এরপর নিচের চিত্রের মত দেখতে পাবেন ।
এবার এখানে আপনার পছন্দের ডোমেইন টি লিখুন । এবং চেক এভেইলেবলিটি বাটনে ক্লিক করুন । ডোমেইনটি available হলে আপনাকে সাইন আপ করার অপশন দিবে । available না হলে অন্য একটি নাম দিয়ে চেক করুন ।
তারপর ফরম পূরন করে সাইন আপ করুন ।
এরপর আপনাকে ৪৮ ঘন্টার মধ্যে ডোমেইনটি সেটাপ করতে বলবে । set up এ ক্লিক করুন ।
এরপর নিচের মত দেখতে পাবেন এবং আবার সেটাপ এ ক্লিক করুন ।
তারপর নিচের মত দেখতে পাবেন এবং তিন নম্বর অপশনটি সিলেক্ট করুন অর্থাৎ url forwarding.
এখানে Ridirect url এর ফিল্ডে আপনার সাইটের এড্রেসটি লিখে এবং টাইটেল লিখে
set up বাটনে ক্লিক করুন । ব্যস । কাজ শেষ ।
এবার ব্রাউজারের এড্রেসবারে আপনার নতুন ঠিকানা লিখে এন্টার চাপুন আর উপভোগ করুন ছোট ডোমেইনের মজা ।
আমি ইমতিয়াজ মাহমুদ সজিব। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 19 টি টিউন ও 98 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
.tk তো উপরদিয়ে ব্যানার এড দেয় । co.cc কোন এড দেয়না । শাকিল ভাই আপনার ফোন নাম্বারটা একটু দিবেন … প্রয়োজনীয়
কিছু কথা ছিল । [email protected]
এটা শুধুমাত্র ফ্রী ডোমেইন সার্ভিস । ফ্রী হোস্টিং এর জন্য http://www.byethost.com ব্যবহার করতে পারেন । এখানে সব ধরনের ফাইল আপলোড করতে পারবেন ।
দুঃখিত ভুলে আমার নামের জায়গায় আমার সাইটের নাম লিখে ফেলেছি। আসলে নতুন করে এসইও করতেছিতো তাই বিভিন্ন জায়গায় ব্যাকলিংক তৈরী করার জন্য এভাবে কমেন্ট দিচ্ছি তাই সেইভাবে এখানেও লিখে ফেলেছি।
জানা ছিল তবে MX record, A record, C Name যে সাপোর্ট করে তা খেয়াল করিনি। তবে এর চাইতে খুব সহজেই dot.tk থেকে শুধুমাত্র .tk ডোমেইন নেয়া যায়। তবে MX record, A record, C Name সাপোর্ট করায় নিজের ডোমেইনে ইমেইল, সাবডোমেইন, আর ডোমেইন এটাচিং এর সুযোগ থাকে।