স্থায়ী ভাবে ফেইসবুক এ্যাকাউন্ট ডিলিট করুন।

ফেইসবুকের এ্যাকাউন্ট সেটিং থেকে Deactivate করা যায় কিন্তু স্থায়ী ভাবে ডিলিট করা যায় না। যদি কোন কারনে এ্যাকাউন্ট স্থায়ী ভাবে ডিলিট করতে হয় তবে এই লেখাটি আশা করি আপনার উপকারে দিবে। ভয় নেই কাজটি করার সাথে সাথে ডিলিট হবে না। আপনাকে আর ১৫দিন সময় দেওয়া হবে ভেবে দেখার যে আসলেই ডিলিট করবেন কিনা। এখন আপনি যদি ডিলিট করে চান তবে এই টিউনটি পড়ুন এবং যা করতে বলা হয় তাই করুন।

[ডিলিট করার আগে আরো একবার ভেবে দেখুন আসলেই ডিলিট করার প্রয়োজন আছে কিনা, যদি না ভাবতে পারেন তাও সমস্যা নাই, Submit  করার পর আরো ১৫দিন সময় পাবেন ভাবার ]

এজন্য আপনাকে যা করতে হবে তা হল যে ফেইসবুকে লগইন করার পর ব্রাউজারের এড্রেসবারে নিচের লিংকটি কপি করে পেস্ট করুন বা লিখুন।

http://www.facebook.com/help/contact.php?show_form=delete_account

তার পর যা আপনার জন্য অপেক্ষা করবে তা হবে নিম্ন রূপ

Submit বাটনে ক্লিক করার পর আপনা ১৫ দিন অপেক্ষা করতে হবে ডিলেট হওয়ার জন্য। এই সময়ের মাঝে আপনি যদি লগইন করেন তবে এ্যাকাউন্ট ডিলিট হবে না।

যা যা হারাবেন

  1. আপনার সমস্ত তথ্যই আজীবনের জন্য হারাবেন।
  2. আপনার বন্ধুদের হারাবেন।
  3. আপনার Status গুলো হারাবে
  4. এক কথায় সবই হারাবেন।

কেন করবেন এই কাজ

আপনে কেন করবেন জানি না তবে আমি করেছি আমার একটা প্রয়োজনে।

Level 0

আমি লতিফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 5 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

জন্ম সূত্রে বাংলাদেশী মুসলমান নাগরিক। নামত জানেনই, এই আর কি আমার বিস্তারিত।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভালো টিপস। সময়মতো কাজে লাগবে।

এই নিয়ে যদিও টিউন হয়েছিল তবুও আপনাকে ধন্যবাদ

    তথ্যের জন্য ধন্যবাদ, একটু লিংকটা দিলে আর ভাল হয়।

মাঝে মাঝে শখের বসে deactive করি। delete করুম না। 😀

Level 0

আহা!