কপিরাইট ফ্রি ছবি খুঁজে পাওয়ার একটা সহজ উপায় হচ্ছে গুগলে image সার্চ দিয়ে সেখান থেকে টুল সিলেক্ট করে 'labeled for reuse' কিংবা 'labeled for reuse with modification' সিলেক্ট করে পাওয়া ছবি ব্যবহার করা। সেক্ষেত্রে আমরা অনেকেই ছবির বর্ণনা না পড়েই ছবিটা নিয়ে ব্যবহার করতে শুরু করে দেই যা ঠিক না। অনেক ছবিই আছে যেগুলো ক্রিয়েটিভ কমন্সের অন্তর্ভুক্ত হলেও সেগুলো বাণিজ্যিকভাবে ব্যবহার করার জন্য এর চিত্রগ্রাহকের নাম এবং লাইসেন্স এর লিংক দিতে হয়। আমি গুগল সার্চ ছাড়া নিচের পাঁচটি ওয়েবসাইট ব্যবহার করি এই ধরনের ছবি খুঁজে পেতে-
এর ভেতরে একটি উইকিপিডিয়ার প্রডাক্ট বাকিগুলো ছবির ওয়েবসাইট। প্রতিটি ছবির সাথে লাইসেন্স এর বর্ণনা প্রত্যেকটি ওয়েবসাইটেই পাবেন। সেখানে যদি কোন ছবির বর্ণনায় লেখা থাকে এর ফটোক্রেডিট দিতে হবে তাহলে সেটার ক্ষেত্রে দেয়াই ভালো। আমি প্রথম ওয়েবসাইটটিকে এক নম্বরে রেখেছি কারণ এটির বেশীরভাগ ছবি এমনিতেই নিয়ে ব্যবহার করা যায়। এই টিউনের থাম্বনেইলে যে ছবি দেখতে পাচ্ছেন সেটিও আসলে এখান থেকে নেয়া। দুই নম্বরে রেখেছি Pixbangla কে, কারণ এটিই একমাত্র কপিরাইট ফ্রি ছবির বাংলা ওয়েবসাইট(আর কোন ওয়েবসাইটের নাম আমার জানা নেই)। তিনে ফ্লিকার, চারে রেখেছি উইকিমিডিয়াকে- ফ্রি ছবির অফুরন্ত ভাণ্ডার এই দুটি সাইট। পাঁচ নম্বর সাইটটিও প্রথম দুটির মত।
আপনার ব্লগ, ওয়েবসাইট বা, যেকোন জায়গায় ভালো মাণের ছবি ব্যবহার করুন, বৈধভাবে ব্যবহার করুন, ফ্রিতেই ব্যবহার করুন।
আমি Tutorialsbangla। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 22 টি টিউন ও 15 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 6 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 27 টিউনারকে ফলো করি।
আমার ওয়েবসাইট চাইলে দেখতে পারেন- http://www.tutorialsbangla.com