সাইটের পেজরেঙ্ক এবং এর গুরুত্ব

পুরাতনদের কাছে পেজরেঙ্ক পরিচিত। কিন্তু যারা নতুন তাদের এ বিষয়ে তেমন জ্ঞান নেই। তাই সবাই যাতে বুঝত পারে সেভাবেই লিখলাম।

পেজরেঙ্ক কি?

সহজ ভাবে পেজরেঙ্ক বলতে আপনার সাইট কতটা গুরুত্বপুর্ন সেটায় বোঝায়

কিভাবে নির্নয় করা হয়:

পেজরেঙ্ক প্রতি ৩ মাস পরপর গুগল র্কতৃক সয়ংকৃয় ভাবে আপডেট করা হয়। যে বিষয়ের আপডেট করা হয় তা হল ব্যাক লিংক। অর্থাৎ আপনার সাইট গুরুত্বপুর্ন হলেই অন্য সাইট লিংক করবে।যে সব সাইটের ব্যাকলিংক বেশি হয় সাধারনত তাদের পেজরেঙ্কও বেশি

ব্যাক লিংক কি?

আপনার সাইটরে লিংক অন্য সাইটে কত গুলো আছে এটাকে আমরা বলবো ব্যাকলিংক।

ব্যাকলিংক কিভাবে নির্নয় করবেন?

নিচের সাইট থেকে আপনি আপনার সাইটের ব্যাকলিংক এর মোট সংখ্যা বরে করতে পারবেন।
http://www.backlinkwatch.com/

পেজরেঙ্ক কিভাবে নির্নয় করবেন?

আপনার সাইটের পেজরেঙ্ক বের করার জন্য এই সাইটগুলোতে ভিজিট করুন।
http://www.prchecker.info/check_page_rank.php
http://www.iwebtool.com/pagerank_checker

পেজরেঙ্ক বৃদ্ধির উপায়:

  • ০১. আপনার সাইটের ব্যাকলিংক বৃদ্ধি করুন।
  • ০২. আপনার সাইটের সাবডোমেইন বাড়ান। সর্বাধিক সাবডোমেইন যুক্ত সাইটের  পেজরেঙ্ক    বেশি হয়ে থাকে।
  • ০৩. প্রতিদিন আপনার সাইটে একটি করে নতুন পেজ যুক্ত করুন।
  • ০৪. যে সমস্ত সাইটের পেজরেঙ্ক বেশি সেগুলোতে আপনার লিংক দিন। যেমন-blogspot.com
  • ০৫. একই টাইটেল একাধিক পেজ এ ব্যবহার করবেন না।

কঠিন বিষয়: ব্যাকলিংক কিভাবে বাড়াবেন?

  • ০১. বিভিন্ন ওয়েব ডিরেক্টরিতে আপনার সাইট সাবমিট করুন।
  • ০২. বিভিন্ন ব্লগে আপনার সাইটের লিংক দিয়ে কমেন্ট করুন।
  • ০৩. বন্ধুদের অনুরোধ করতে পারেন, তাদের সাইটে আপনার লিংক দেওয়ার জন্য।
  • ০৪. ফ্রি হোস্টিং দাতাদের কাছ থেকে একাধিক ফ্রি সাইট খুলে সেখানে আপনার লিংক দিয়ে দিন।

পেজরেঙ্ক এর গুরুত্ব:

  • ০১. পেজরেঙ্ক কম হলে আপনি সার্চ রেজাল্টে শর্ষ ১০ এ থাকতে নাও পারেন।
  • ০২. র্পযাপ্ত ভিজিটর নাও পেতে পারেন।

আমার নিজস্ব সাইট http://www.bdwebzone.com এর পেজরেঙ্ক ২। আমার সাবডোমেইন এর সংখ্যা ৮ টি। আমি দু:খিত যে সময়ের কারনে বিস্তারিত লিখতে পারলামনা। কারো কোন প্রশ্ন থাকলে কমন্টে করতে পারনে।

Level 0

আমি হাবিবুর ফিরোজ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 52 টি টিউন ও 223 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

ইন্টারনেট সম্পর্কে সামান্য কিছু জানি। ইন্টারনেটেই সারাদিন ঘুরি। আমার নিজ্বস্ব সাইট www.bdwebzone.com. কারো প্রয়োজনে আসলে ধন্য মনে করবো। [email protected]


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ। হাবিবুর ভাই, খুবই দরকারী।আমার ঠিকানা জানতে চেয়েছিলেন বোধ হয়। যোগাযোগ: [email protected] mobile:01915634328, 01673621064

Level New

হুম। mix69 besttop ইত্যাদি site দিয়ে hits অনেক বাড়িয়েছি।

Level 0

হাবিবুর ভাই … লিংক দেয়ার জন্য ধন্যবাদ । আর http://www.alexa.com সাইটেও সাইটের র‌্যাংকিং দেখা যায় । আমার সাইটটি একেবারেই নতুন বলে র‌্যাংকিং এ পিছিয়ে আছে । তবে প্রতিদিনই এগিয়ে আসছে ।

আমার ব্লগের http://foisal.wordpress.com পেইজ রেন্ক ২ ;-(

কিন্তু ভাই আমার এত ব্যাকলিংক থাকার পরও আমার পেজরেংক কেন বাড়ে না? আর পেজ রেংক না বাড়লেও আমার সাইটের সার্চ অবস্থান ভাল এর ব্যাখ্যা কি?

শাকিল ভাই আপনার এব্যাপার নিয়ে আমি কয়েকজনের সঙ্গে কথা বলেছিলাম। এর কারন হল আপনারটার সাবডোমেইন নেই। বা আপনার সাইট নিজেই সাবডোমেইন ছিল। আমার ব্যাকলিংক মাত্র 22 টি । আর আপনার 50 টিরও উপরে। কিন্তু আপনার 1 আর আমার 2। এর কারন আপনার সাবডোমেইন নেই। আর আমার সাবডোবেইন 8 টি। আর আপনার সার্চ এ অবস্থান ভালো SEO এবং অধিক পেজ ইম্প্রেশন এর কারনে। আমি কিন্তু বলিনি যে, রেঙক কম হলে সার্চে থাকবেই না। তবে এটা সত্য যে সকল সাইটের রেংক বেশি তাদের অগ্রাধিকার আগে। আশাকরি বুঝাতে পেরেছি।

আপনার পেইজ খুবই সুন্দর।
আমি এরকম একটি সাইট বানাতে চাই।
ফটোশপ জানি। Dreamwever কিছুটা জানি।Wysing builder কিছুটা পারি। HTML পারি। আমাকে হেল্প করবেন।
আমার মেইল – [email protected]

‌’এখানে ক্লিক করুন‌‌‌‌‌‌’ এমন কমান্ড কিভাবে লেখার মাঝে দিতে পারব?

Level 0

আজিজ ভাই… মন্তব্যের মাঝে দিতে চান নাকি টিউনে ?

@ আশরাফুল HTML, Dreamweaver, photoshop এসব জানলেই আপনি সাইট ডিজাইন করতে পারবেন। [email protected] এই ইমেইল ম্যাসেনজারে অ্যাড করে নিন।
@ আজিজ: আপনি কোড ভিউতে গিয়ে ” এখানে ক্লিক করুন” সিলেক্ট করে মেনু থেকে link এ ক্লিক করলেই লেখাটি লিঙক হয়ে যাবে।

Level 0

ভাই প্রতিদিন কমপক্ষে 100 ভিজিটর কিভাবে পাব। এই বিষয়ে যদি কেউ লিখেন তাহলে অন্যরা উপকৃত হত।

ভাল এবং কাজের টিউনস। ধন্যবাদ।

@mahfuzit আমার সাথে যোগাযোগ করতে পারেন।

Hi,

This related topics are really helpful for us who has a web site. I have a web site for songs. All of you are invited to visit
http://www.y2zmusic.com.

Thanks

Level 0

সহজ ভাবে পেজরেঙ্ক বলতে কি

এর কিছু কিছু জানতাম তবে এত বিস্তারিত জানতাম না,হাবিবুর ভাইকে ধন্যবাদ।

পেজরেঙ্ক-ই কি একটা ওয়েবসাইটের মাপকাঠি? আর একটু বিস্তারিত জানাবেন?

Level 0

আপনার লেখাটা অনেক ভালো লাগলো তবে কিছু কিছু জিনিস বুঝিনি। সাইটের আমার সাইটের আবার সাব ডোমেইন কি। কিভাবে বাড়াব? বর্তমানে আমি একটি blogspot সাইট নিয়ে কাজ করছি। ভিজিট করে মুল্যায়ন করুন প্লিজ click here for movie

অনেক ভাল লাগলো পোষ্ট টি পোরে
এই সাইট টিতে জেতে পারেন আরো জানতে http://livetech24.com/

vi post pora valo laglo kintu daily daily to ekta kora new page open kora possible na