পুরাতনদের কাছে পেজরেঙ্ক পরিচিত। কিন্তু যারা নতুন তাদের এ বিষয়ে তেমন জ্ঞান নেই। তাই সবাই যাতে বুঝত পারে সেভাবেই লিখলাম।
সহজ ভাবে পেজরেঙ্ক বলতে আপনার সাইট কতটা গুরুত্বপুর্ন সেটায় বোঝায়
পেজরেঙ্ক প্রতি ৩ মাস পরপর গুগল র্কতৃক সয়ংকৃয় ভাবে আপডেট করা হয়। যে বিষয়ের আপডেট করা হয় তা হল ব্যাক লিংক। অর্থাৎ আপনার সাইট গুরুত্বপুর্ন হলেই অন্য সাইট লিংক করবে।যে সব সাইটের ব্যাকলিংক বেশি হয় সাধারনত তাদের পেজরেঙ্কও বেশি
আপনার সাইটরে লিংক অন্য সাইটে কত গুলো আছে এটাকে আমরা বলবো ব্যাকলিংক।
নিচের সাইট থেকে আপনি আপনার সাইটের ব্যাকলিংক এর মোট সংখ্যা বরে করতে পারবেন।
http://www.backlinkwatch.com/
আপনার সাইটের পেজরেঙ্ক বের করার জন্য এই সাইটগুলোতে ভিজিট করুন।
http://www.prchecker.info/check_page_rank.php
http://www.iwebtool.com/pagerank_checker
আমার নিজস্ব সাইট http://www.bdwebzone.com এর পেজরেঙ্ক ২। আমার সাবডোমেইন এর সংখ্যা ৮ টি। আমি দু:খিত যে সময়ের কারনে বিস্তারিত লিখতে পারলামনা। কারো কোন প্রশ্ন থাকলে কমন্টে করতে পারনে।
আমি হাবিবুর ফিরোজ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 52 টি টিউন ও 223 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ইন্টারনেট সম্পর্কে সামান্য কিছু জানি। ইন্টারনেটেই সারাদিন ঘুরি। আমার নিজ্বস্ব সাইট www.bdwebzone.com. কারো প্রয়োজনে আসলে ধন্য মনে করবো। mhrf.habibur@yahoo.com
হাবিবুর ভাই … লিংক দেয়ার জন্য ধন্যবাদ । আর http://www.alexa.com সাইটেও সাইটের র্যাংকিং দেখা যায় । আমার সাইটটি একেবারেই নতুন বলে র্যাংকিং এ পিছিয়ে আছে । তবে প্রতিদিনই এগিয়ে আসছে ।
আপনার পেইজ খুবই সুন্দর।
আমি এরকম একটি সাইট বানাতে চাই।
ফটোশপ জানি। Dreamwever কিছুটা জানি।Wysing builder কিছুটা পারি। HTML পারি। আমাকে হেল্প করবেন।
আমার মেইল – micromission@gmail.com
Hi,
This related topics are really helpful for us who has a web site. I have a web site for songs. All of you are invited to visit
http://www.y2zmusic.com.
Thanks
ধন্যবাদ। হাবিবুর ভাই, খুবই দরকারী।আমার ঠিকানা জানতে চেয়েছিলেন বোধ হয়। যোগাযোগ: info@tutorialbd.com mobile:01915634328, 01673621064