আসসালামু আলাইকুম।এটি আমার প্রথম টিউন যদি আপনারা এটি থেকে লাভবান হন তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আজ আমি আপনাদের সাথে একটি বিষয় শেয়ার করতে চাই তা হল উইন্ডোজ থেকে ইন্টারনেট কানেকশান শেয়ার কিন্তু কোন রকম রউটার ব্যবহার না করে। শুনে সবাই বিশ্বাস করতে পারছেন না তাই না। রউটার ছাড়া আবার কেমন করে ইন্টারনেট কানেকশান শেয়ার করা যায় । অবিশ্বাস্য হলেও সত্যি কারন আমি নিজে এটা ব্যবহার করি। আমরা সবাই ওয়াইফাই সম্পর্কে জানি এটা এমন একটি নেটওয়ার্ক সিস্টেম যার আওতায় গেলে অটোমেটিক নেট কানেকশান পাওয়া যায়।যদি আপনার কম্পিউটার ওয়াইফাই সার্ভার হয় তাহলে কেমন হয়। হা মাত্র ১ মেগাবাইট এর একটি সফটওয়্যার ব্যবহার করে আপনি ইন্টারনেট কানেকশান শেয়ার করতে পারেন যত খুশি তত পিছি তে। প্রথম এ আপনার কম্পিউটার এ নেট কানেকশান দিন। এরপর সফটওয়্যার টি ইন্সটল করুন। এবার দেখুন স্ক্রিন শট
এখান থেকে আপনি ইচ্ছা মত নেটওয়ার্ক নেম এবং পাসওয়ার্ড দিতে পারেন তবে পাসওয়ার্ড হতে হবে কমপক্ষে ৮ ডিজিট। এরপর দেখবেন আপনার পাশের কম্পিউটার এ অটোমেটিক আপনার দেওয়া নেটওয়ার্ক নেম পেয়ে গেছে। এখন একটি মডেম দিয়ে অনেক গুলো ল্যাপটপ এ নেট ব্যবহার করুন। এটা প্রায় ১০০ মিটার পর্যন্ত কাজ করে। তবে রুম এর ভিতর ব্যবহার এর জন্য খুবই উপযোগী।
শর্ত আপনার কম্পিউটার এ অবশ্যই WLAN বা ওয়্যারলেস লোকাল এরিয়া নেটওয়ার্ক থাকতে হবে। সাধারণত সকল ল্যাপটপ এ ওয়ারলেস লোকাল এরিয়া নেটওয়ার্ক (WLAN)থাকে।
যারা ডেক্সটপ ব্যবহার করেন বা যাদের WLAN নেই তারা মাত্র কয়েক শত টাকা দিয়ে wifi device কিনতে পারেন।
আমি উইন্ডোজ সেভেন ব্যবহার করি উইন্ডোজ এক্সপি তে কাজ করবে কিনা জানি না।
নিচের লিঙ্ক থেকে সফটওয়্যার টি ডাউনলোড করুন
http://virtualrouter.codeplex.com/releases/view/36035
গত তিন বছর যাবৎ এক পেজও বাংলা লিখি নাই বানান ভুল হলে মাপ করবেন।
আমার এ টিউন এ যদি কোন ভুল থাকে তবে নতুন টিউনার হিসেবে আমাকে ক্ষমা করবেন।আর কমেন্ট করতে ভুলবেন না কিন্তু।
আল্লাহ হাফেজ।
আমি মানিক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 61 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
I am a Student of Bangladesh Agricultural University.I have on interest to Know about Internet And computer Programming
হুমম দারুন জিনিস… আমি অনেক দিন যাবত ব্যাবহার করছি তবে আমার ডেস্কটপের জন্য D-Link এর Wireless USB Adapter কিনতে হয়েছে। এখন মোবাইল, ল্যাপটপে এবং ডেস্কটপে wifi ইন্টারনেট ব্যাবহার করছি এক কানেকশন দ্বারাই। ধন্যবাদ টিউনের জন্য 🙂