সবাইকে আমার সালাম। আশা করি সবাই ভালই আছেন? যাই হোক গত ২ এপ্রিল শেষ হল আই.সি.সি ক্রিকেট ওয়াল্ড কাপ ২০১১। এবারে ওয়াল্ড কাপ নিয়েছে আমার ২য় ফেবারেট ক্রিকেট দল ইন্ডিয়া। তবে বাংলাদেশ প্রথম পর্ব হতে বাদ পরায় মনটা একটু খারাপ হয়ে গিয়েছিলো। তবে ইন্ডিয়া কাপ জেতার একটু হলেও মনে শান্তি পাইছি। আর সেই ইন্ডিয়া ৮ এপ্রিল থেকে শুরু হচ্ছে আর এক বড় ক্রিকেট উৎসব DLF IPL4(ডি.এল.এফ আই.পি.এল৪)।অনেকে কাজের ব্যস্তায় হয় তো টিভির সামনে বসে হয় তো খেলা দেখা হবে না। তবে চিন্তার কিছু নাই , সময় পেলে আপনি অনলাইন থেকে লাইভ ক্রিকেট ম্যাচ গুলো দেখে নিতে পারবেন। তাই আমার আজকের এই পোস্ট। এখানে আমি এমন কিছু ওয়েব সাইটের লিঙ্ক দেবো যা হতে লাইভ ক্রিকেট ম্যাচ দেখতে পারবেন। তো দেরি কেন? এখনেই বুকমার্ক করে রাখুন! IPL Schedule 2011 ডাউনলোড করুন (PDF ফাইল)
কেমন লাগলো !! আশা করি ভাল লেগেছে। আমি কলকাতা নাইট রাইডার্স এর সাপোর্টার !! আপনি? তবে একটি কথা যাদের ইন্টারনেট স্পিড কম তারা মনে হয় এই ওয়েব সাইট গুলো হতে খেলা দেখে মজা পাবেন না।
আমি ফাহিম রেজা বাঁধন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 116 টি টিউন ও 1427 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Domain, Hosting, WebDesign, Logo Design, SEO: http://w3solutionsbd.com
থাঙ্কস ভাইয়া….