বদলে দিন বাংলালায়ন ওয়াইম্যাক্স কানেকশান ম্যানেজারের স্কিন (আপডেটেড ৮-৬-২০১১)

আমরা এখন অনেকেই বাংলালায়ন ওয়াইম্যাক্স এর ইউএসবি মডেম বাব্যহার করি। যারা প্রথমদিকে বের হওয়া ZTE AX226 মডেলের মডেমটি কিনেছেন তা দেখতে ছিল এরকম।

ZTE AX226

এর সাথে দেওয়া ড্রাইভার ইন্সটল করলে ওয়াইম্যাক্স কানেকশান ম্যানেজার দেখা যেত নিচের ছবিটির মত যা হয়ত কারো কাছে পছন্দের না।

Old Skin

না হওয়ারই কথা, এত টাকা দিয়ে মডেম কিনলেন আর তার ইউজার ইন্টারফেস এত খারাপ? তাছাড়া "Banglalion Banglalion" ভাব ও নেই। কেউ দেখলে হয়ত বলবে যে অজানা কোনো ISP এর কানেকশান ম্যানেজার। তাই চলুন এখনি বদলে দেই কানেকশান ম্যানেজার এর স্কিন।

যারা পুরনো মডেম কিনেছেন তাদের কানেকশান ম্যানেজারে শুধু ডাউনলোড আর আপলোড স্পীড দেখাতো। পরে যারা মডেম কিনেছেন তাদের কানেকশান ম্যানেজারে ডাউনলোড আর আপলোড স্পীড সহ আইপি অ্যাড্রেস, বেজ স্টেশান ইত্যাদিও দেখায়। কাজেই যাদের পুরানো মডেম তারা পুরনোটা আর নতুন মডেমের মালিকরা নতুন লেখা ফাইলটা ডাউনলোড  করুন -

ডাউনলোড পুরনো স্কিন ফাইল

ডাউনলোড নতুন স্কিন ফাইল

যারা পুরনো মডেম ব্যবহার করেন => ৩২বিট উইন্ডোজ বাব্যহারকারীরা জিপ ফাইলটিকে C:\Program Files\ZTE WiMAX CM\cm\Skin\default এই ফোল্ডার এ এক্সট্রাক্ট করুন। আর ৬৪বিট বাব্যহারকারীরা C:\Program Files (x86)\ZTE WiMAX CM\cm\Skin\default এ এক্সট্রাক্ট করুন। ১৫টি স্কিন ফাইল রিপ্লেস করে দিন। অর্থাৎ জিপ ফাইলটার ভেতরের ১৫টা ফাইল উপরের ফোল্ডার এ রাখতে হবে।

আর যাদের নতুন মডেম => ৩২বিট উইন্ডোজ বাব্যহারকারীরা জিপ ফাইলটিকে C:\Program Files\Banglalion WiMAX CM\cm\Skin\default এই ফোল্ডার এ এক্সট্রাক্ট করুন। আর ৬৪বিট বাব্যহারকারীরা C:\Program Files (x86)\Banglalion WiMAX CM\cm\Skin\default এ এক্সট্রাক্ট করুন। একইভাবে ফাইল রিপ্লেস করে দিন।

এবার আপনার ওয়াইম্যাক্স কানেকশান ম্যানেজার চালু করে দেখুন নিচের মত লাগে কিনা।

Splash Screen

Main Interface

কী খুশি তো? সবার ভালো না ও লাগতে পারে। না লাগলে আমার উপর রাগ করে আবার মডেম এর সফটওয়্যার রি-ইন্সটল করার দরকার নাই। নিচের লিঙ্ক এ ক্লিক করে ডাউনলোড করে নিন আসল স্কিন ফাইল গুলো। তারপর আগের মতই রিপ্লেস করে নিন।

ডাউনলোড আসল স্কিন ফাইল

বোনাস: যাদের মডেম পুরনো কিন্তু নতুন মডেমের ড্রাইভার চাচ্ছেন তারা নিচের লিঙ্কে ক্লিকান।

ডাউনলোড নতুন বাংলালায়ন ওয়াইম্যাক্স ড্রাইভার

পোস্ট টি পড়ার জন্য ধন্যবাদ। ভালো লাগলে কমেন্ট করবেন। আর হ্যা, যাদের মডেম ZTE AX226 মডেলের, শুধু তারাই এভাবে স্কিন বদলাতে পারবেন। 🙂

Level 0

আমি মো মিনহাজুল হক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 22 টি টিউন ও 2958 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 6 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

    সাইদুল ভাই আপনি বেশিরভাগ পোস্ট এ খালি OK Good Thanks এই টাইপ কমেন্ট দেন, বড়ই আজিব 😀 যাই হোক, ধন্যবাদ 🙂

শাওন ভাই খুবই সুন্দর টিউন।আপনার টিউন গুলা সব সময়ই খুবি সুন্দর হয়।আমি তো আপনার fan হয়ে গেছি।fb তে add দিলে খুবই খুশি হব- http://www.facebook.com/dweep08

    আয় হায়! আপনি তো জয়ন্ত ভাইয়ের ব্যাচের! প্রবলেম নাই, দেখা হবে রুয়েটেই 🙂

    আর মন্তব্যের জন্য ধন্যবাদ 🙂

কেন যেন মনে হচ্ছে এই টিউনের প্রথম ছবিটা http://www.cellbazaar.com/web/item-details/title/Banglalion-WiMAX.aspx?i=abcb44f5-38c5-4aa5-8a84-e332e1026889&m=%2fitems%2fcategory%2fused%2fcomputerparts%2fModem%2flocation%2fKhulna%2fpage-1%2fsort%2f0.aspx থেকে নেয়া হয়েছে। আসলে ওই ছবিটা আমার তোলা। আপনার দেয়া ছবিটা আমার ছবির এডিট ভার্সন মনে হচ্ছে।

    ওহ ভাই আমি তাহলে দুঃখিত। banglalion zte ax226 লিখে গুগল এ সার্চ দিলে ৫ নাম্বার ছবিতে এইটা ছিল। ভাইয়া যদি প্রাইভেসি ইস্যু বা সমস্যা থাকে তাহলে বলুন, আমি বদলে দেব 🙂

valo laglo

Level 0

ধন্যবাদ খুবই ভালো । বাংলালায়ন/কিউবি free net ব্যবহারের কিছু থাকলে দিয়েন ।

Level 0

by ja dilen kisu blar nai,kenona juri nai.Just awossom sala!!!!!!!!!!

ধন্যবাদ ভাই আপনাকে । আপনি সবার মধ্যে অনন্য ! পিয়ারলেস । এই উপলব্ধি আমার অনেক দিনের , কিন্তু কখোনো তেমন পরিচয় না থাকায় কমেন্ট করতাম না । আজ করে ফেললাম । মনটা অনেক হালকা লাগছে ।

Level 0

যে লিংকটি দেওয়া ছিল তা মুছে ফেলা হয়েছে। তাই আমি নিজে নতুন বাংলালায়ন ওয়াইম্যাক্স ড্রাইভার তৈরী করেছি। নিচে তার লিংকটি দিলাম ডাউনলোউ করে নিন।
http://www.mediafire.com/download/kdngjk2obulr71o/New+skin+designed+by+sonjoy.rar

    @sonjoy133: জনাব সঞ্জয়, আপনি যা বানিয়েছেন সেটা ড্রাইভার না, স্কিন। আপনি দয়া করে একটা পোস্ট করে আপনার স্কিনটি পাবলিশ করতে পারেন। 🙂 ধন্যবাদ

আপনি দয়া করে আমাকে নতুন ড্রাইভার সফটওয়্যার দিতে পারেন? [email protected]

কোন লিংক কাজ করছে না