ফরেক্স শিখুন আয় করুন ১

ফরেক্স কি?

foreign exchenge market কে ই forex বা fx বলা হয় ।internatinal forex market এ মুদ্রা বেচা কেনা হয়ে থাকে ।forex হল world এর বৃহত্তম financial market. যেখানে প্রতিদিন ৪ ট্রিলিয়ন ডলার turn over হয় ।মুদ্রা লেনদেনে যা new york stock exchange এর চেয়ে ১৬০ গুন বেশী ।বেশিরভাগ forex trading ঝুকির মাধ্যমে  হয়ে থাকে ।মনে করেন আপনি ভাবছেন ইউরোর দাম ডলারের বিপরীতে বাড়তে পারে ।তাই forex market থেকে কিছু ডলার কিনে রাখলেন ।পরে দাম বাড়লে বিকরি করে দিলেন ।এতে আপনার লাভ হল ।কিনতু যদি দাম কমে যায় তাহলে আপনার ক্ষতি হবে ।

কে forex ব্যবসা করতে পারে ।

ঐতিহ্যগত ভাবে forex ব্যবসা করে থাকে central bank, commercial bank এবং মুলধনী fund ।

internet এর ব্যাপক প্রসার এখন forex কে রাশিয়ান ছাএ থেকে শুরু করে জাপাণি housewife বা আমেরিকা retired person বড় কথা হল ক্ষুদ্র পুজির মানুষের জন্য  open করে দিয়েছে ।আসলে একজন মানুষের forex trading শুরু করার জন্য প্রয়োজন ১টি কমপিউটার, internet সংযোগ ।এবং starting capital ১ ডলার ।মুদ্রা সাধারনত broker house এর মাধ্যমে ট্রেড হয়ে থাকে ।broker দের নিয়ে আমি পরবতী তে ধারনা দিবো ।

কখন ও কোথায় forex ট্রেড হয় ।

forex এর ট্রেড ২৪ ঘনটা হয় এবং সপতাহে সাড়ে ৫ দিন হয় ।

stock market এর মত forex market এর কোন physical location নাই ।এটি পরিচালিত হয় ব্যাংক ও broker দের electronic network এর মাধ্যমে ।

কোন কোন মুদ্রা forex market এ বিনিময় হয় ।

forex মুদ্রার প্রতীক হল থ্রী লেটার ।উদাহরন :usd  দিয়ে বোঝানো হয় us dolar কে ।EUR দিয়ে বোঝানো হয় euro কে ।আরো কিছু উদাহরন

  • American dollar (USD) = Greenback
  • British pound (GBP) = Cable or Sterling
  • Swiss franc (CHF) = Swissy
  • Canadian dollar (CAD) = Loonie
  • Australian dollar (AUD) = Aussie
  • New Zealand dollar (NZD) = Kiwi

ফরেক্সে সবসময় দুটো কারেন্সির জোড়া ব্যবহার করা হয়।

এদের মধ্যে জনপ্রিয় currency pairs হল (EUR/USD, USD/JPY, GBP/USD, USD/CHF)

এদেরকে majors বলা হয় ।এবং commodity pairs হল (USD/CAD, AUD/USD, NZD/USD)

অন্যান্য combination হল (for example EUR/GBP or AUD/JPY) এগুলোকে বলা হয় currency cross  ।অনেক forex broker ই বিদেশী currency এর offer করে ।যেমন : HKD, TRY, and ZAR

Quote কি ?

Quote মানে হল বাজার দর ।quote ১টি মুদ্রার বিপরীতে আর ১টি মুদ্রার যে মূল্যমান তা record রাখে ।দেখবেন airport এর cash converter screen এ এক এক বার একেক রকম মূল্য দেখায় ।

EUR/USD quoted at 1.5102 তার মানে হল ১ EURO ১.৫১০২ dolar এ sell করা যাবে

Pip কি ?

Pip মানে হল percentage in point. pip হল মুদ্রার জোড়ার সবচেয়ে smallest change .ধরুন EUR/USD এর মূল্য change হয়ে ১.৫২৩০ থেকে ১.৫৪৩২ হল ।তাহলে বলতে হবে এটা ২ pip বেড়েছে ।বেশিরভাগ মুদ্রাতেই দশমিক এর পর ৪ টি সংখ্যা দেখা যায় ।শুধুমাএ জাপানী ইয়েনের বেলায় দশমিক এর পর ২ টি সংখ্যা দেখা যায় ।USD/JPY হার বেড়ে দাড়ালো ১০৮.১১ থেকে ১০৮.১৩ ।তার মানে ২ pip বেড়েছে ।

কতটুকু বুঝলেন comments করে জানাবেন ।আর আমার সাইট http://www.outsourcingbd.com ভিজিট করবেন ।

Level 2

আমি শারাফাত হোসেন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 20 টি টিউন ও 43 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

ফরেক্স ট্রেডিং এর সাথে যুক্ত আছি সেই ২০১০ থেকে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Atai to khujsilam. Caliea jan guru , ami asi plus deower jonno. Kishu legal forex trading site er address den plz.
Ar akta kotha, forex er jonno ki alertpay er $ use kora jabe?

jottillllllllllllll………… vai please……. amader o akto sojog kore den……

আরও বিস্তারিত আশা করছি। চালিয়ে যান। আমরা আপনার সাথেই আছি

Thanks for the Tune.
Kintu Business ta suru korte hoy ki vabe ?

সুন্দর টিউন… ভাই আমি মাস ২ এর মত ফরেক্স এর সথে আছি। আপনার টিউন দেখে ভাল লাগল, চালায় যান।
+ দিচ্ছি ও প্রিয় টিউন এ যোগ দিলাম।

Level 0

many many thanks for this useful tune.
We wish more information about forex trading in future with pics and video.
Thanks..

Level 0

thnx u so much. jotho tuku shombob chalai jan. mone mone kuste silam. "Etoro" shopporke jana takle aktu details janaben. next tune taratari chai plzzzzzzzz. bhalo takben.

Level 0

like dilam

Level 0

"ধরুন EUR/USD এর মূল্য change হয়ে ১.৫২৩০ থেকে ১.৫৪৩২ হল ।তাহলে বলতে হবে এটা ২ pip বেড়েছে "

এখানে একটু ভূল আছে। সংশোধন আশা করছি। FOREX MARKET-এর গভীরতা অনেক বেশি। কোন দেশের রাজনৈতিক অস্থিরতা বা জাতীয় পর্যায়ের কোন ঘটনা সেই দেশের মূদ্রা তথা FOREX MARKET-এ প্রভাব পড়ে। যেমন, জাপানের সুনামি মূদ্রা বাজারে প্রভাব ফেলেছিল।

আপনাকে ধন্যবাদ FOREX নিয়ে TUNE করার জন্য।

Level 0

vai taratari process bolen..

Level 0

TUNER-এর পাশে দাড়ালাম………

FOREX MARKET সম্পর্কিত A-Z জানতে 01913923947

Level 0

ধন্যবাদ ভাই। চালিয়ে জান……….

Vaiya , request korsi… Amar satha aktu jugajog korun. Ami ata korbo… Bt kebhaba korta hoi ta janle subida hoi…. Amare email den : [email protected], fb te facebook.com/shantodatta , apnr contact info den…..@mujahid…..

সharafat ভাই ভাল লাগলো টিউন টি দেখে। খুব ভাল হয়েছে।

আসলে আমাদের অনেকের ই এ বিষয়ে অনেক অনেক আগ্রহ। তবে এটাতে লাভের লেবেল যেমন বেশি লসের লেবেল ও কিন্তু বেশি। আগে ভাল ভাবে বুঝে তার পর Capital নিয়ে নামতে হবে। তবে আশার বিষয় হচ্ছে যে এখানে প্রাথমিক পর্যায়ে প্রাকটিস করার ব্যবস্থা রয়েছে ।

ধন্যবাদ FOREX নিয়ে TUNE করার জন্য।

ফরেক্স সম্পর্কে জানার ইচ্ছা অনেক দিনের।আপনার টিউনটি অনেক কাজে আসবে।তবে লেখার মাঝে ইংরেজী শব্দ বেশী ব্যবহার করলে লেখাটার সৌন্দর্য কমে যায় এবং ইউজারদের বুঝতে একটু সমস্যা হয়।

Level 0

ফরেক্স সম্পর্কে আমার ও জানার খুব ইচ্ছা। আমি বিগত তিন মাস ধরে ফরেক্স নিয়ে পড়াশুনা করছি।
একটা কথা ভুললে চলবে না যে ফরেক্স এর ৭০ শতাংশ সদস্য ক্ষতির সম্মুখীন হয়, ২০ শতাংশ অল্প কিছু মুনাফা করে, ৭ শতাংশ ভালো মুনাফা করে আর বাকি ৩ শতাংশের কথা না বললেও আপনারা বুঝবেন। অনেকে ফরেক্স এ প্রতিদিন হাজার হাজার ডলার কামাচ্ছে আর অধিকাংশ হারাচ্ছে সর্বস্ব।
ফরেক্স এর ইসলামিক দিকটা ও আপনাদের ভেবে দেখতে হবে। আমি গুগলে অনেক খুজে দেখেছি কিন্তু হালাল কোন ফরেক্স সাইট পাইনি, যদিও অনেক সাইট দাবি করে তারা হালাল। আমার বিশ্বাস আপনারা ফরেক্স এ টাকা ইনভেস্ট করার আগে অবশ্যই চিন্তা ভাবনা করবেন।

    অনেক ফরেক্স সাইট এ ইসলামিক অ্যাকাউন্ট খোলা যায়। অ্যাকাউন্ট খোলার সময় ইসলামিক অ্যাকাউন্ট সিলেক্ট করতে হয়। ইসলামিক অ্যাকাউন্ট এ swap থাকে না তাই হারাম কিছু নেই।

ধন্যবাদ সুন্দর একটি টিউনের জন্য। ফরেক্স সম্পর্কে জানার আগ্রহ অনেকদিনের। কিন্তু গাইড লাইন পাচ্ছিলাম না। অবশেষে ইন্টারনেট থেকেই ইনফরমেশন নিয়ে ডেমো ট্রেড শুরু করলাম না বুঝেই , এবং পাশাপাশি পিডিএফ টিউটরিয়াল , ভিডিও টিউটোরিয়াল গুলোও ফলো করছি। এখন মোটামুটি বুঝতে পারছি। ডেমো ট্রেড ও চালিয়ে জাচ্ছি। ফরেক্স মার্কেট অনেক বিশাল । না বুঝে করলে সর্বস্ব হারানোর সম্ভবনাই বেশি। এক্সপার্ট এবং নতুনদের জন্য babypips.com সাইট আমার মতে অবশ্যই একটি প্রয়োজনিও সাইট। বেশিরভাগ জানতে পেরেছি এখান থেকেই। আমি ডেমো ট্রেড আলপারি ইউকেতে করছি। অবশ্যই নতুনদের মিনিমাম ৪-৬ মাস (বেশি হলে আরো ভাল) ডেমো ট্রেড করতে হবে ভালভাবে বুঝার জন্য (থিউরি বুঝার পর)।
১.৫২৩০ থেকে ১.৫৪৩২ হলে ২০২ পিপ হয় ( এটি সম্ভবত টিউনারের টাইপ মিস্টেক)।

ভাই আরো বিস্তারিত চাই। কী ভাবে শুরু করব এটি? ক্রয় বা বিক্রয় করব কী ভাবে। ধন্যবাদ সুন্দর একটি টিউনের জন্য। চালিয়ে জান……….

Level 0

ভাই আরেকটু বুযাইয়া বলিবেন । plz

Level 0

vaya demo trade kibabe abong kon website theke korthe hoi akto bolben.nice tune

Level 0

আপনাকে অসংখ্য ধন্যবাদ এমন একটি সময়োপোযোগী পোষ্ট লিখার জন্য । আমি এটাতে যুক্ত হতে চাচ্ছি কিন্তু কোন গাইডলাইন পাচ্ছি নাা। আমাকে একটু সাহায্য করতে পারেন। আমার জিটক আইডি: [email protected] and mobile: 01925456626

Level 0

Thanks for sare. I am student of finace.