গ্রামীণফোনের ইন্টারনেট চালু থাকা প্রতিটি সিমে গড়ে মাসে এক জিবির বেশি ডেটা ব্যবহার হচ্ছে।
গ্রাহক বিচারে শীর্ষ মোবাইল ফোন অপারেটরটিতে ২০১৮ সালের ডিসেম্বর শেষে মোট তিন কোটি ৭১ লাখ ইন্টারনেট সংযোগ ছিল। গত বছর প্রতি মাসে গড়ে এসব সংযোগের বিপরীতে ডেটার ব্যবহার ২০১৭ সালের চেয়ে বেড়েছে ৪০০ এমবির বেশি।
২০১৭ সালের শেষে তাদের গ্রাহক প্রতি ডেটার ব্যবহার ছিল ৮০৭ এমবি। তখন কার্যকরি ইন্টারনেট সংযোগের সংখ্যাও ছিল অনেক কম।
সোমবার অপারেটরটি ২০১৮ সালের আর্থিক প্রতিবেদন প্রকাশ করে। এতে দেখা যাচ্ছে, শেষ হওয়া বছরে গ্রামীণফোনের ডেটার ব্যবহার যেমন বেড়েছে, তেমনি বেড়েছে ডেটা থেকে আয়ও। আগের বছরের তুলনায় ডেটা থেকে আয় বেড়েছে ২১ শতাংশের বেশি।
শুধু ডেটা বিক্রি করে তারা দুই হাজার ৫৫০ কোটি টাকা আয় করে। এর মধ্যে অক্টোবর থেকে ডিসেম্বর প্রান্তিকে ডেটা থেকে এসেছে ৭০০ কোটি টাকা।
বছরজুড়ে অপারেটরটি মোট আয় করেছে ১৩ হাজার ২৮০ কোটি টাকা।
২০১৮ সালে গ্রামীণফোনে যুক্ত হয়েছে ৫৯ লাখ নতুন ইন্টারনেট সংযোগ। এতে অপারেটরটির নেটওয়ার্কে মোট কার্যকর ইন্টারনেট সংযোগ বেড়ে দাঁড়িয়েছে মোট গ্রাহকের ৫১ শতাংশ।
বছর শেষে অপারেটরটির মোট গ্রাহক সংখ্যা সাত কোটি ২৭ লাখ।
২০১৭ সাল শেষে মোট সিমের মধ্যে ৪৭ দশমিক ৭ শতাংশতে ইন্টারনেট সেবা চালু ছিল। ওই বছর ডেটা থেকে আয় ছিল দুই হাজার ১১০ কোটি টাকা।
এর আগে ২০১৬ সালে ডেটা থেকে গ্রামীণফোনের আয় ছিল এক হাজার ৪৪০ কোটি টাকা। ২০১৫ বছর যা ছিল ৮৫০ কোটি টাকা।
এ অগ্রগতি সম্পর্কে গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা মাইকেল প্যাট্রিক ফোলি সোমবার প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বলেন, ২০১৮ সালে বাজারে খুবই প্রতিযোগিতামূলক পরিবেশে ছিল। এরপরও তাদের পরিকল্পনার সঠিক বাস্তবায়ন একটি শক্তিশালী ব্যবসায়িক ফলাফল এনে দিয়েছে।
ফোলি বলেন, ফেব্রুয়ারিতে ফোরজি চালু করা হয়। এর মধ্যে কঠিন প্রতিযোগিতামূলক পরিবেশ ও নিয়ন্ত্রক সংস্থার বিভিন্ন নির্দেশাবলীর কারণে নানাবিধ চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে। তবুও ভয়েস ও ডেটা খাতে প্রবৃদ্ধি সন্তোষজনক ছিল।
জিপির প্রতিবেদনের ইন্টারনেট ব্যবহারের অংশ পর্যালোচনা করে দেখা যায়, বছর শেষে প্রতিটি কার্যকর ইন্টারনেট সংযোগের বিপরীতে আয় হয়েছে মাসে ৫৭ টাকা। অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে এর পরিমাণ ছিল ৬৩ টাকা।
আরো পড়ুন ঃ-
অনলাইনে আসছে ৩ হাজার সরকারি সেবা
অ্যাডসেন্স বিকল্প রেভিনিউহিটস দ্বারা ব্লগিং করে অনলাইনে আয়
আমি ওয়েব মাস্টার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 46 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।
আমি রাকিব। ভালো লাগে টেকটিউন কে ভালোবাসি বললে ভালো হয় , আর তাই বার বার ফিরে আসি। নতুন কে জানার টানে। নতুন কে জানানোর টানে।