আজ আমরা ৫টি টেক ফ্যাক্ট সম্পর্কে জানব যেগুলোর বেশীর ভাগই আপনি জানেন না!
১) Google এমনিতেই তাদের হেড কোয়াটারে তাদের অদ্ভুত কিছু কাজের জন্য আলোচিত, তবে মজার এই তথ্যটি হয়তো অনেকেই জানেন না। Google Headquarter অনেক বড় জায়গা নিয়ে অবস্থিত। এই বিসাল জায়গার আগাছা এবং ঘাস পরিস্কার করতে প্রায়শই তাদের হিমসিম খেতে হয়। তো Google তাদের এই আগাছা এবং ঘাস পরিস্কার করার জন্য California Grazing নামক একটি Company থেকে ছাগল ভাড়া করে।
নিচের ভিডিওটি থেকে দেখে নিতে পারেন (ছোট ভিডিও)
২)আমরা বর্তমানে টেকনোলজির সাথে ওতপ্রোত ভাবে জড়িত। আমাদের কাজে কিনবা আমাদের বিনোদনে দেখা যায় দিনের অনেকটা সময় আমরা কম্পিউটার, ট্যাবলেট বা মোবাইল ফোনের স্কিনে কাটাই। স্ক্রিনের সামনে বসে এ ধরনের পরিস্থিতিতে আমরা মিনিটে গড়ে মাত্র ৭বার চোখের পলক ফেলাই যেখানে একজন সাভাবিক মানুষের মিনিটে গড়ে ২০ বাড় করে চোখের পলক ফেলানর কথা।
৩) ৩ নাম্বারে আবারো Google সম্পর্কিত একটি মজার তথ্য জানিয়ে দেই আপনাদের। Google এ প্রতেক সেকেন্ডে ৪০, ০০০ সার্চ করা হয় এর মধ্যে শতকরা ৯৭ ভাগ সার্চ কোয়েরিতে থাকে বিভিন্ন রেন্ডম ওয়ার্ড, যেগুলো সাধারণত বানান এবং শব্দের অর্থ চেক করার জন্য করা হয়ে থাকে।
৪) বড় বড় বেশির ভাগ টেক কম্পানির বর্তমানটা যেভাবে সাফল্লে ভরা তাদের শুরুটা ছিল তার একদম বিপরীত, অনেক উচু নিচু পথ পাড়ি দিয়ে এক একটি প্রথস্থান আজ এ অবস্থায় পৌঁছেছে! Hp, Google, Microsoft এবং Apple বর্তমান সময়ের জায়েন্ট ৪টি টেক কম্পানি। মজার ব্যাপার হলো এই ৪টি প্রতিস্থানই তাদের যাত্রা শুরু করেছিল গ্যারেজ থেকে।
৫) যারা IT Professional আছেন তাদের প্রায়শই একটু ঝামেলায় পড়তে হয় যখন তাদের বন্ধু কিনবা আত্মীয়-স্বজনদের কেউ তাদের কাছে Tech সম্পর্কিত কোন কাজের জন্য ফ্রী সাপোর্ট চান। এক গবেষণায় দেখা গেছে IT professional দের ২৮ শতাংশ লোক তাদের বন্ধু এবং আত্মীয়-স্বজনদের কাজ থেকে তারের careen কে লুকিয়ে রাখতে পছন্দ করেন যাতে করে ফ্রিতে কোন সার্ভিস দিতে না হয়।
আমি জেমস্ প্রিন্স। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 46 টি টিউন ও 49 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।