আমাদের ব্যক্তিগত জীবনের তথ্য গুলো ঠিক কত দূর চলে যায় তা আপনি জানলে অবাক হবেন। আমি চেষ্টা করব সেই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরতে। আপনাদের সামনে নিয়ে আসবো এমন সব তথ্য যা আপনার চিন্তা ধারণার বাহিরে। অবাক হবেন জেনে ফেসবুক এবং Google কি পরিমাণ তথ্য রাখে আপনার সম্পর্কে যা হয়ত আপনার অতি কাছের মানুষো রাখেন না।
Google জানে আপনি কোথায় ছিলেন
Google সংরক্ষণ করছে আপনার সকল অবস্থান (যদি লোকেশন ট্রাকিং চালু থাকে) ঠিক প্রতিবার যখন আপনি মোবাইলটি চালু করেন। আপনি দেখতে পারবেন প্রথম দিনের মোবাইল ব্যবহারের শুরু থেকে আজ পর্যন্ত আপনার সকল অবস্থানের একটি টাইমলাইন।
নিচের লিংকটিতে গিয়ে আপনার ইমেইল আইডি দিয়ে আপনার সকল অবস্থান দেখতে পারবেন।
https://www.google.com/maps/timeline?pb
Google জানে আপনি সার্চ ইঞ্জিনে যা যা লিখে সার্চ দিয়েছেন এবং কি কি মুছে ফেলেছেন
Google সংরক্ষণ করে আপনার প্রতিটি ডিভাইসের সার্চ হিস্টোরি। তার মানে দাঁড়ায় আপনি যদি কোন ডিভাইসের সার্চ হিস্টোরি মুছে ফেলেন সেসব হিস্টরি Google এর কাছে সংরক্ষণ থাকে এবং তা কখনোই মুছে ফেলা যায় না। আপনার নিজের সার্চ হিস্টোরি দেখতে এই লিঙ্কে ক্লিক করুন
https://myactivity.google.com/myactivity
Google এর কাছে আপনার জন্য একটি বিজ্ঞাপণ প্রোফাইল আছে
গুগল আপনার জন্য একটা বিজ্ঞাপণ প্রোফাইল তৈরি করে রেখছে। এই প্রোফাইলটি সম্পূর্ণ নির্ভর করে আপনার তথ্যের উপর। এসব তথ্যের মধ্যে রয়েছেঃ আপনার অবস্থান, লিঙ্গ, বয়স, শখ, পেশা, আগ্রহ, রিলেশনশিপ স্ট্যাটাস, আপনার ওজন, ইনকাম।
আপনার বিজ্ঞাপণ প্রোফাইল দেখতে এই লিঙ্কে ক্লিক করুনঃ
https://www.google.com/settings/ads/
Google আপনার ব্যবহার করা সমস্ত অ্যাপ্লিকেশন জানে
Google সংরক্ষণ করে আপনার প্রতিটি ব্যবহৃত অ্যাপস এবং এক্সটেনশন গুলোর তথ্য কে। Google জানে আপনি কখন অ্যাপস ব্যবহার করছেন, কোথায় করছেন, কাদের সাথে ব্যবহার করছেন। তার মানে দাঁড়ায় ফেসবুকে আপনি কার সাথে চ্যাট করছেন, কখন চ্যাট করছেন কি চ্যাট করছেন এবং ঠিক কখন আপনি ঘুমাতে যাচ্ছেন সকল কিছুই Googleজানে।
আপনার ব্যবহার করা সমস্ত অ্যাপ্লিকেশনের তথ্য দেখতে এই লিঙ্কে ক্লিক করুনঃ
https://security.google.com/settings/security/permissions
Google এর কাছে আপনার ইউটিউব এর সকল ইতিহাস রয়েছে
আপনি যতই ভিডিও দেখে হিস্টরি ক্লিয়ার করুন না কেন আসলে কোন লাভ নেই। হয়তো বা কিছুক্ষণের জন্য আপনার ডিভাইসের হিস্টরি ক্লিয়ার হবে কিন্তু বসের কাছে সব তথ্যই থেকে যায়।
আপনার ইউটিউব এর সকল ইতিহাস দেখতে এই লিঙ্কে ক্লিক করুনঃ
https://www.youtube.com/feed/history/search_history
Google কাছে আপনার সম্পর্কে যে সকল ডাটা রয়েছে তা দিয়ে লক্ষ্য লক্ষ্য শব্দের ডকুমেন্ট তৈরি করা যাবে।
এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে যে সকল তথ্য Google আপনার কাছ থেকে নিয়েছে সেগুলো কি দেখার সুযোগ আপনার রয়েছে? উত্তর হ্যাঁ রয়েছে। Google আপনাকে সেই সুযোগটি দিচ্ছে। আপনি যদি Google কাছে রিকোয়েস্ট করেন তাহলে আপনাকে একটি ফাইল ধরিয়ে দিবে। ফাইলটির সাইজ কয়েক জি বি হতে পারে।
ফাইলটিতে যে সকল তথ্য থাকবেঃ
আপনার নিজের সকল তথ্য দেখতে এই লিঙ্কে ক্লিক করুন
https://www.google.com/takeout
ফেসবুকের কাছেও আপনার সম্পর্কে অগণিত তথ্য রয়েছে
ফেসবুকও Google এর মতোই আপনার সকল তথ্য ডাউনলোড করার একটি অপশন দিয়েছে। যেখান থেকে আপনার সম্পর্কে আপনি অনেক তথ্য পেতে পারেন।
আপনি কাকে মেসেজ করেছেন কাদের সাথে আপনার কথা হয় কাকে মেসেঞ্জারে কল করেন, কোন মেসেজ গুলো আপনি ডিলিট করে দিয়েছেন। কোন টিউনে আপনি লাইক দিয়েছেন। আপনার সকল স্ট্যাটাস, ভিডিও শেয়ারিং, অডিও শেয়ারিং, টিউমেন্ট সবকিছুই আপনি ডাউনলোডকৃত সে ফাইলটিতে পেয়ে যাবেন। একটি বিষয় লক্ষণীয় আপনি যদি ভাবেন আপনার ফাইলে যে সকল স্ট্যাটাস, ম্যাসেজ ডিলিট করে দিয়েছিলেন তা থাকবে না তাহলে আপনি বোকার রাজ্যে বসবাস করছেন। ডিলিটকৃত সকল তথ্য পেয়ে যাবেন সেই ফাইলটিতে।
ফেসবুকের কাছে আপনার তথ্য পেতে এই লিঙ্কে ক্লিক করুন
https://www.facebook.com/help/131112897028467
ফেসবুক আপনার স্টিকার থেকে আপনার লগইন অবস্থান সবকিছু সংরক্ষণ করে
ফেসবুক আপনার সকল চিন্তা, ধারণা, আগ্রহ কে সংরক্ষণ করে। এমনকি আপনি আপনার বন্ধুর সাথে কি বিষয় নিয়ে কথা বলছেন সেই বিষয়টিও সংরক্ষন করে থাকে। প্রত্যেকবার আপনার লগইন এর জায়গা কোথায় থেকে লগইন করছেন, কোন সময় লগইন করছেন, এবং কোন ডিভাইসের মাধ্যমে লগইন করছেন সে সকল তথ্য ফেসবুক সংরক্ষনে রাখে। ফেসবুক আরো সংরক্ষণ করে আপনার সকল অ্যাপ্লিকেশন যা ফেসবুক দিয়ে কানেক্টেড। যা দিয়ে আপনার আগ্রহ, আপনার রাজনৈতিক মতাদর্শ, আপনি কি সিংগেল নাকি সিঙ্গেল না বা আপনি কোন ফোনটি ইউজ করছেন সকল তথ্য ফেসবুক জানে।
তারা আপনার ওয়েবক্যাম এবং মাইক্রোফোন অ্যাক্সেস করতে পারে
সবচাইতে ভয়ংকর বিষয়টি এখন আপনাদের সামনে তুলে ধরবো। আপনার লোকেশন ট্রাকিং করা বা আপনি কোন সফটওয়্যার টি ইন্সটল করেছেন এবং তা কখন ব্যবহার করছেন এবং কিসের জন্য ব্যবহার করছেন তা তাদের কাছে জানা আছে। আপনার ওয়েব ক্যামেরার এক্সেস নেওয়া এবং মাইক্রোফোনের অ্যাক্সেস নেওয়া, আপনার লোকাল টাইম, আপনার সকল কন্টাকস, আপনার ই-মেইল, আপনার কল হিস্টরি, সকল মেসেজ যেগুলো আপনি পাঠিয়েছেন বা রিসিভ করেছেন, যে সকল ফাইল ডাউনলোড করেছেন, যে সকল গেম খেলেছেন আপনার ছবি এবং ভিডিও আপনার শোনা গান, আপনার সার্চ হিস্টোরি, আপনার ব্রাউজিং হিস্টরি এবং আপনি কোন রেডিও স্টেশনে গান শুনেছেন সকল তথ্য তারা অ্যাক্সেস করতে পারে।
আজ এই পর্যন্তই। লিখাটি ভাল লেগে থাকলে follow করবেন এবং টিউমেন্টে জানাবেন কেমন লেগেছে লিখাটি আপনার কাছে। আর আমার একটি ছোট সাইট আছে যেখানে আপনি ঘুরে আসতে পারেন।
এই আর্টিকেলটি Dylan Curran এর লিখা “Are you ready? Here is all the data Facebook and Google have on you” থেকে অনুবাদ করা হয়েছে। যা the guardian পত্রিকায় ৩০ শে মার্চে, ২০১৮ তে প্রকাশ করা হয়েছিল।
আমি তরিকুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 15 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।
" ক্ষুধার্ত থেকো বোকা থেকো " স্টিভ জবস আমি বোকা মানুষ জ্ঞান আরোহণ করে বেড়াই।