এখন একদম ফ্রিতে চালান ইন্টারনেট। কোনো ডাটা চার্জ লাগবে না।
যে কোনো সিমে কাজ হবে।
প্রতিটি মানুষের জানার দরকার আছে- দেখুন এখানে।
.
তথ্যপ্রযুক্তির যুগে গুগলকে চিনেনা এমন লোক কমেই আছে। তবুও বলি গুগল হলো একটি জনপ্রিয় সার্চ ইঞ্জিন। তো সেই গুগল সার্চ ইঞ্জিন কিভাবে ফ্রিতে ব্রাউজ করা যায় তা এখন আমরা জানবো। হ্যাঁ! আমি আপনাদেরকে শিখাবো কিভাবে FreeBasics-এর মাধ্যমে ফ্রিতে Google ভিজিট করবেন। সবাই জানেন যে, ফেসবুক একটি ফ্রী ওয়েবসাইট চালু করেছে। ওয়েবসাইটটির নাম হলো – FreeBasics যার মাধ্যমে জনপ্রিয় বেশ কয়েকটি ওয়েবসাইট ফ্রিতে ব্রাউজ করা যায়। যা কিনা এই সাইটে এড করা আছে। কিন্তু এই সাইটে গুগল এড করা নাই। তাই ভিজিট করবেন কিভাবে। . তো আমি আজকে আপনাদের শিখাবো ফেসবুকের সেই ফ্রী ওয়েবসাইটের মাধ্যমে Google ফ্রী ব্রাউজ করবেন যেভাবে। তবে আগেই বলে রাখি গুগলে ঢুকতে পারলেও আপনার সার্চকৃত যেই ওয়েবসাইটের লিঙ্ক আসবে সেগুলোতে কিন্তু ভিজিট করতে পারবেন না।
আমি সুমন হোসেন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 40 টি টিউন ও 5 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।