মাত্র এক দোস্তের ফোন, কিরে তোর নামে টেকটিউনস এ কি সকল আজেবাজে লেখা দেখতে পাচ্ছি ব্যাপারটা কি? আমি ঘুম থেকে উঠে চোখ মুছতে মুছতে বলি কি হইছে? ও বলতেছিলে টিটি তে ঢুক তাইলেই বুঝবি।
কথা হচ্ছে দুইটা টিউন করা হয়েছে আমার নামে বদনাম করার জন্য। একটা করেছেন রাফছান ভাই এবং দ্বিতীয়টা রুবায়েত ভাই আমি উনাদের সকল প্রশ্নের উত্তর দিতে যাচ্ছি।
১ম এ রাফছান ভাই...
উনি উনার টিউন এ প্রমান দেখালো যে [email protected] নামে একটা একাউন্ট এ উনার কিছু টাকা পাচার হয়েছে। উনি xtremefaisal নামে গুগোল এ সার্চ দিয়ে একটা উয়েব সাইট পেল freepacc.blogspot.com নামে যাতে নাকি একটা ইউটিউব ভিডিও ছিল(ছিল মানে আমি এখন ঢুকে পাইনাই)। ঐ ইউটিউব ভিডিও লিংক থেকে যিনি ঐ ভিডিও বানিয়েছেন তার নাম faisalbinarob পেলেন। এবার faisalbinarob লিখে পাওয়া গেল কিছু ওয়েব সাইট(আরে faisalbinarob লিখে সার্চ করলে তো আমাকে পাবেন ই কারন আমি তো faisalbinarob ই) যা থেকে faisalbinarob এর ডিটেইলস পাওয়া গেল, পাওয়া গেল তার টেকটিউনস এর টিউনার পেজ। এবং তিনি বুঝতে পারলেন ঐ হেকার আমি।
যেসকল ভুল হয়েছে: রাফছান ভাই জানেন কিনা জানি না, আপনি ইচ্ছা করলেই যেকোনো ইউটিউব ভিডিওকে আপনার সাইটে শেয়ার করতে পারেন। সেহেতু কোনো ওয়েব সাইটে কোনো ইউটিউব ভিডিও দেখে বলার কোনো উপায় নাই যে ঐ সাইটের মালিক ই ভিডিওটি শেয়ার করেছেন। এবং রাফসান ভাই এর এই ইনভেস্টিগেশানের সকল কিছুর মোড় ঘুরিয়ে দেয় ঐ faisalbinarob ই। তাই যদি ঐ ভিডিওটির ক্রিয়েটর আমি হই এতে প্রমান করে না যে ঐ সাইটের মালিক আমি। এবং ঐ হেকার আমি। Hacker [email protected] but all the results are for faisalbinarob আমি সত্যিই অবাক হচ্ছি। দুনিয়াতে আমি একাই ফয়সাল জন্মাইছি এবং ফয়সাল নামে যত আইডি আছে সব আমার তাই না?
২য় রুবায়েত ভাই....
রুবায়েত ভাই আবিস্কার করল তার ইমেইল রিকোভারি এড্রেস এ xtremefaisal নামে নতুন একটি মেইল যুক্ত হয়েছে। আইপি খুজতে গিয়ে পাওয়া গেল একটি গ্রামীন এর আইপি। এবার faisalbinarob যে গ্রামীনফোন ব্যবহার করেন তার প্রমান পেলেন তাহার গ্রামীনফোন সংক্রান্ত টিউন থেকে। টিউনগুলো হলো:
!!!গ্রামীনফোনের P4 Service দিয়ে 150 MB এর বদলে Unlimited ডাউনলোড করুন!!!
!!!! তিনদিন আনলিমিটেড ইন্টারনেট ভ্যাটসহ মাত্র 32 টাকায় !!!!
তাহলে তিনি গ্রামীনফোনের কিছু ট্রিক দিয়েছিলেন অন্তত একবছর আগে তার মানে হচ্ছে তিনি এখনও গ্রামীণফোনে পড়ে আছেন এবং ঐ গ্রমীন আইপি উনার ই তাহা প্রমানিত হয়ে গেল। তাই না??? আজগুবি কান্ডকারখানা।
আরও আছে ! ঢুকা হল আমার ফেসবুক পেজে পাওয়া গেল আমি ঢাকা কলেজ এ পড়ি বা পড়তাম কেননা আমি যে ঢাকা কলেজ এর ফোরামে সাবক্রাইব করে আছি! এবার মিলিয়ে দেখার জন্য faisalbinarob এর ব্লগার পেজ দেখা হল যাতে শিউর হওয়া গেল যে ফয়সাল বিন এ রব ঢাকা কলেজ এ পড়ে। আরে faisalbinarob তো ঢাকা কলেজ এই পড়ে কিন্তু xtremefaisal ঢাকা কলেজ এ পড়েছে তা বুঝা গেল কিন্তু ঐ ফয়সাল ই যে আমি তা কেমনে বুঝলেন? আরে মরার ঢাকা কলেজে ফয়সাল নামে যে কোনো ছেলে যে কোনো বছরই পড়ুক না কেন সবই কি এই অভাগা ফয়সাল??????
ফয়সাল এর প্রফাইল এ পাওয়া গেল
আর এক্সট্রিম ফয়সাল এ পাওয়া গেল
দুইটা কি একই???? এরপর দেখানো হল রেব এ ভয়। আরে আপনারা যে আমার মান হানির চেষ্টা করছেন তার জন্য আমি যদি মানহানির মামলা দেই তাইলে???
শেষে রুবায়েত ভাই বললেন আমি নাকি ট্রজান ছাড়ছি।
https://www.techtunes.io/news/tune-id/56247/
এই পোষ্টটা আগে যারা পড়েছেন তারা কমেন্টগুলো কি ছিল তাও আশা করি জানেন। আসলে আসল নাটের গুরু কে? কমেন্ট পড়তে বলছি কারন টিউনটি রুবায়েত ভাই মুছে দিয়েছেন। কিন্তু ঐ টিউন এর প্রতিবাদ এ যে টিউনটি করা হয়েছিল তা তো আর মুছা যাবে না তাই রয়ে গেছে। এবং রুবায়েত ভাইয়ের যে টাকা চুরি গেছে তারও কিন্তু কোনো প্রমান দেয়া হয় নাই।
আমি মূলত দীর্ঘদিন ধরে টিউন করি না কারন টিউন করার টপিক পাই না যা জানতাম সবই শেয়ার করে ফেলেছি। আপনারা যদি xtremefaisal ফয়সালের আইপি, গুগলি, ফেসবুক, টিটি পেইজ নিয়া গুতাইতেন তাইলে কিছুই বলতাম না, বলার কিছু থাকত ও না কিন্তু faisalbinarob নিয়া গুতাইলে আমারে তো পাবেন ই?? এখন এই পাওয়াই কি আমার দোষ?? আপনাদের সকলের কাছে প্রশ্ন রইল উনাদের টাকা হেক হয়েছে xtremefaisal নামের কেউ একজনের হাতে কিন্তু সব কেন faisalbinarob এর নামে যাইয়া পড়তাছে???
আমি ফয়সল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 47 টি টিউন ও 149 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
জানতে হলে আরও অনেক ঘাটতে হবে!!
ঘুমের ঘোরে পুরা টিউন করেছি মাথা গরম + আউলাইয়া রইছে। আপনারা RAB, Police, BDR যারে পান তারে গিয়া এই আজগুবি গল্প শুনান তারা আপনাগোরে চুম্মা দিবো এবং আমারে শাহজাহানপুরে খুজে বের করব যেখানে আমি ঐ এলাকা ছেড়ে মিরপুর এসে ১৪ মাস হইল প্রায়।এবং ব্রডব্যান্ড নিয়েছি ৫ মাস হতে চলেছে।
আমি ঘুম গেলাম সকালে কমেন্ট পড়ে তার উত্তর দিব ইনশাল্লাহ। আমার টিউনগুলোর মধ্যে ৯০% ই মোবাইল সংক্রান্ত কেননা আমার জ্ঞান মোবাইল সম্পর্কেই বেশী পিসি নিয়া কম ই জানি। শেষ কথা হল: এলার্ট পে হেক করা কোনো ট্রজান দিয়াও সম্ভব না কারন ঐখানে দুইটা পাসওয়ার্ড থাকে। প্রথম পাস যদি কেউ ট্রোজান প্রোজান যা দিয়াই হোক পাইয়াও যায় তবুও দ্বিতীয়টা কেমনে পাইল??? আমি নিজেই আতঙ্কে আছি। ভাবছিলাম এলার্টপেতে কিছু টাকা পাঠাবো নাহ হবে না।
যদি কেউ আমারে ১ম ও ২য় পাসওয়ার্ড কেমনে পাওয়া যায় তা শিখায় তাকে আমি পুরস্কার স্বরুপ মোবাইলে ৫০ টাকা ফ্লেক্সি করব। আমার ঐতিহ্যবাহী মেইল এড্রেস [email protected] এ মেইল করবেন।