অনেকদিন আগের কথা, ইন্টারনেটে ঘুরতে ঘুরতে আমি একটি লিংক পেয়েছিলাম আর তাতে ঢুকে রীতিমত চমকে গেলাম। সেটি ছিল জিমেইল অ্যাকাউন্টে সাইন আপের জন্য একটি লিংক, কিন্তু দেখি যে সেখানে Login Name -এর পাশে @googlemail.com লেখা। দেরি না করে তাড়াতারি সাইন আপ করে ফেললাম এবং আজও সেই অ্যাকাউন্টটি ব্যবহার করছি।
তারপর ঘাটাঘাটি করে জানতে পারলাম যে, UK এবং Germany তে ট্রেডমার্ক বিতর্কের সূত্রধরে গুগল এই নতুন অ্যাড্রেস চালু করে। তখন গুগল এই দুই দেশে কিছু সংখ্যক ওয়েবমেইল সার্ভিসের নাম দেয় Google Mail । অর্থাৎ শুধুমাত্র UK এবং Germany -এর ইউজাররা সাইন আপ করতে গেলে ডিফল্ট হিসেবে @googlemail.com -এ সাইন আপ করে। আর যারা UK এবং Germany -এর বাহিরে থেকে সাইন আপ করে তারা ডিফল্ট হিসেবে @gmail.com পায়। তাই আমরাও বাংলাদেশ থেকে সাইন আপ করার কারণে ডিফল্ট হিসেবে @gmail.com -এ সাইন আপ করি।
আমি আপনাদেরকে সেই লিংকটি দিচ্ছি যেটি দিয়ে আপনারা @googlemail.com -এ নতুন অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। এখানে ক্লিক করে Google Mail -এ আপনার নতুন ইমেইল অ্যাকাউন্টটি তৈরি করে নিন।
আমি m.h.mithu। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 54 টি টিউন ও 45 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ধন্যবাদ, ফয়সাল ভাই।আসলে..
শাকিল সাহেবের সব টিউনই..নতুন..এবং হিট..? আর সবার গুলো..পুরাতন…।
মহাজাতকের উক্তিটা..মনে পড়লো…দৃষ্টিভঙ্গি বদলান..জীবন বদলে যাবে।
Faisal Vai, Salam, What’s extra facilyty for google mail. plz write something. I see no facility except address change.
If u find any new plz write.
প্রথমেতো চমকে গিয়েছিলাম। দ্রুত ঢুকে পড়লাম যে অন্য কেউ নেয়ার আগে সরাসরি আমার নামে ইউজার নেম পাই কিনা। কিন্তু হতাশ হলাম কারণ জিমেইল এবং গুগলি মেইলের ইউজার ডাটাবেস একই। বিধায় পেলাম না। অযথা নামের সাইজ বড় হবে।
তারপরও চমকে দেয়ার এবং বিষয়টি খুজে বের করার জন্য ধন্যবাদ।