টেকটিউন্স এ অপেরা মিনি দিয়ে গ্রামীনফোন নেট ফ্রী ব্যবহার করার অনেকগুল পোস্ট দেয়া হয়েছে। সবাই একটা বিষয় জানতে চায় অপেরা দিয়ে ডাউনলোড করা যাবে কিনা। আমি একটা অপেরা মিনি ডাউনলোড করেছি যেখানে অপেরা মিনি দিয়েই ফ্রী তে ডাউনলোড করা যাচ্ছে। যদিও এর জন্য আমাকে পরীক্ষা করতে গিয়ে ২০ টাকা লস করে তারপরে সফল হতে হয়েছে।
1. প্রথমে নিচের লিংক থেকে অপেরা মিনি ডাউনলোড করে নিন।
2. এখন অপেরা মিনি ইন্সটল করে নিন।
৩। অপেরা মিনি ওপেন করুন।
৪। অপশন এ যান।
৫। নেটওয়ার্ক অপশন এ ক্লিক করুন।
৬। proxy url বক্সে এই লাইন টা লিখুনঃ
৭। সেভ করে বেরিয়ে আসুন।
৮। এবার গ্রামীনফোন ইন্টারনেট ব্যবহার করুন ফ্রী তে
৯। কোন ফাইল ডাউনলোড করার সময় ডাউনলোড লিংক এ ক্লিক করলে ২ তা অপশন আসবে। ২য় অপশন এ লেখা আছে opera. ২য় অপশন সিলেক্ট করলে ডাউনলোড হবে তবে ফ্রীতে। ইয়াহু!! নিচের ছবিটি খেয়াল করুনঃ
১০। এই টিউন্ টি অন্যান্য টিউনের সংমিশ্রন। এর জন্য সংশ্লিষ্ট টিউনারদেরকে অনেক ধন্যবাদ।
১১। পিসি তে কিভাবে উপরের অপেরা মিনি সহ অন্যান্য .jar ফাইল ব্যবহার করবেন তা জানার জন্য আমার নিচের টিউনটিতে চোখ বুলিয়ে আসুন:
পিসি তে .jar ফাইল চালাবেন কি করে তাই ভাবছেন? kemulator ব্যবহার করুন।
আমি রায়হান কবীর। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 44 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Doctor by profession.
পুনশ্চঃ এই অপেরা মিনি টা ৪.২ ভার্সন এর modified version. তাই অপেরা মিনি দিয়েই সরাসরি ডাউনলোড করা যাবে।