সবাই কে সালাম জানিয়ে আমার প্রথম টিউন করলাম । সবাই কেমন আছেন ? আশা করি সবাই ভাল আছেন। আমি টেকটিউন এ আছি এর প্রাই শুরু থেকেই সময় এবং সাহস এর অভাবে টিউন করা হয় না। প্রতিদিন টেকটিউন পড়ে বিছানা থেকে ওঠি। বাংলাদেশর ব্লগ সাইট এর মধ্যে টেকটিউন ই আমার প্রথম পছন্দের। কি নিয়ে প্রথম টিউন করবো ভেবে পাচ্ছিলাম না। তাই সবার জন্য উপকারী একটা জিনিস শেয়ার করলাম।
অনেক কথা বললাম আসল কথাই আসি, 'ফ্রী ইন্টারনেট ব্রাউজ করুন মোবাইল ওপেরা মিনি থেকে" অনেক এ হয়ত বিশ্বাস করতেছেন না । কথা টা একদম সত্যি । অনেক এ হয়ত এই অপেরা মিনি টাকা দিয়ে কিনছেন, আমি সবার জন্য এই সফটওয়্যার টা ফ্রী ডাউনলোড লিঙ্ক দিচ্ছি। http://goo.gl/YfbBE
ফ্রী ব্রাউজ করতে ছোট একটা ট্রিক আছে তা হল : সফটওয়্যার টা ইন্সটল হবার পর সফটওয়্যার টা অপেন করে slipperz1 টা সিলেক্ত করে মোডিফাই ট্রিক (Modify Trick) এর জায়গায় http://202.56.4.225.server4.operamini.com:80 এটা দিতে হবে এই কাজ শেষ । আপডেট এটাও ইউজ করে দেখতে পারেন (http://202.56.4.225.server4.operamini.com) । তো আর পায় কে? শুরু করে দিন ফ্রী ইন্টারনেট ব্রাউজ।
এই সফটওয়্যার টা দিয়ে শুধু মাএ গ্রামীনফোন গ্রাহক রা ফ্রী ইন্টারনেট ব্রাউজ করতে পারবেন। কিন্ত কোন ফাইল ডাউনলোড দিলে টাকা যাবে , কারন আপনি এই অপেরা দিয়ে ডাউনলোড করতে চাইলে তা আপনার মোবাইল এর মেইন ব্রাউজার এ নিয়ে যাবে। তাই সুধু মাএ ব্রাউজ করার জন্য এই সফটওয়্যার টা ব্যবহার করবেন।
এই সফটওয়্যার টা সকল জাভা সমর্থিত মোবাইল এ সাপোর্ট করে। যে কোন ধরনের সাহায্যের জন্য আমাকে বলেন আমি সমাধান দিয়ে দিব। ইনসাল্লাহ ১০০% ফ্রী ইন্টারনেট ব্রাউজ করতে পারবেন।
আপডেট:
আমার প্রথম টিউন সবাই গ্রহন করার জন্য সবাই কে হাজার হাজার ছালাম। আমার প্রিয় টিউনার ভাইদের অনুরুধ বা উপদেশ বা ইচ্ছা থেকে টিউন টা আপডেট করলাম। এখন আমি যে সফটওয়্যার এর কথা বলব তা দিয়ে ফ্রী ডাউনলোড কুরতে পাবেন। এটা আমি প্রথম শেয়ার করিনাই কারন, ডাউনলোড অনেক সময় সঠিক ভাবে কাজ করে না। যাই হক এই সফটওয়্যার টি বা বিস্তারিত পাবেন https://www.techtunes.io/internet/tune-id/58112/ টিউন টিতে।
আমি বাংলা খুব ভাল লিখতে জানিনা এবং এটা আমার প্রথম টিউন তাই ভুল হলে মার্জনা করবেন। সবাই ভাল থাকবেন। নিজের বেপারে একটু বলি, আমি সব সময় ভাল থাকি... লাইফ এ ২ বার খারাপ ছিলাম। সবাই দোয়া করবেন আমি যেন এরকম ভাল থাকতে পাড়ি...। খোদা হাফেজ ।
আপডেটঃ এই পদ্ধতি এখন আর কাজ করছে না। গ্রামীনফোন কোনভাবে বিষয়টি জানতে পেরে বন্ধ করে করে দেয়
আমি জোবায়ের আলম বিপুল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 34 টি টিউন ও 426 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Contact Information : Skype : bipulbd08 Email : [email protected] Mobile : 01713305324
ভাল ই বাশ খেলো গ্রামীনফোন…ফ্রী অপেরা টা নেট এ ছাইরা দিসে…..আপনারা ডাউনলোড করে দেখেন আমি তো আমার এক দিনের নেট এর বিল তুইলা ফেলসি।