CPA মার্কেটিং কি? ঘরে বসে “CPA” মার্কেটিং শিখে মাসে হাজার হাজার টাকা আয় করুন

টিউন বিভাগ ইন্টারনেট
প্রকাশিত
জোসস করেছেন
  • CPA মার্কেটিং কি?

CPA (Cost Per Acquisition Or Cost Per Action) একটি অ্যাডভারটাইজিং মেথড।

অনলাইনে আয়ের সহজ মাধ্যম গুলোর একটি CPA মার্কেটিং।

কেননা, এখানে আপনাকে কোন প্রোডাক্ট সেল করতে হবে না।

কোম্পানির জন্য লিড জেনারেট করার বিনিময়েই পাবেন কমিশন।

    • কোন ধরনের ব্যক্তি CPA মার্কেটিং শিখতে পারবেন?

  1. ইন্টারনেট সম্পর্কে যার নুন্যতম জ্ঞান রয়েছে।

  2. যিনি অনলাইন থেকে আয় করতে ইচ্ছুক।

  3. যিনি কম্পিউটারে ৩ থেকে ৪ ঘন্টা সময় দিতে পারবেন।

অ্যাফিলিয়েট অথবা সিপিএ (CPA) মার্কেটিং শেখার জন্য ১ বছর অথবা ৬ মাস এর কোন ডিগ্রী ভিত্তিক কোর্স এর দরকার নেই। ভালো কোন আইটি ফার্ম থেকে ২ বা ৩ মাসের কোর্স এ যথেস্ট!

  • CPA মার্কেটিং করার জন্য কি কি দরকার?

ওয়েব সাইট– (CPA) মার্কেটিং করার জন্য আপনার একটি ওয়েব সাইট থাকতে হবে! এই কথাটি শুনেই হইত অনেকেই হতাশ হবেন!
কিন্তু হতাশ হবারকিছু নেই। শুধু মাত্র একটি ব্লগ সাইট খুলেও আপনি (CPA) মার্কেটিং করতে পারবেন। অথবা কোন ওয়েব সাইট এর সাব ডোমেইন (যা কিনা একদম ফ্রী তে খোলা যায়) দিয়ে আপনি (CPA) মার্কেটিং করতে পারেন!
Pay-Per-Click (PPC) Advertising – CPA মার্কেটিং করার জন্য আপনার পে-পার-ক্লিক সম্পর্কে ধারনা থাকতে হবে!
গুগল অ্যাড সেন্স এবং ইউটিউব ভিডিও মার্কেটিং সম্পর্কে ধারনা থাকতে হবে এবং কিভাবে অ্যাডসেন্স থেকে অথবা ইউটিউব থেকে ইনকাম করা যায়
এটা জানতে হবে!

  • CPA মার্কেটিং কিভাবে কাজ করে?

CPA মার্কেটিং এর জন্য আপনাকে কোন বিনিয়োগ করতে হবে না। শুধুমাত্র কোম্পানির মার্কেটিং করে লিড তৈরি করার জন্য আপনাকে কমিশন দেওয়া হবে। যেমনঃ আপনার মাধ্যমে কেউ ফর্ম পূরণ করলে, ফর্ম পূরণের জন্য আপনাকে নির্দিষ্ট পরিমাণ কমিশন দেওয়া হবে।
অথবা আপনার মাধ্যমে কেউ আমার কোম্পানির গেইম ডাউনলোড করলে কিংবা গেইম খেলার জন্য অ্যাকাউন্ট তৈরি করলে আপনি কমিশন পাবেন।
আর এ কারণেই CPA মার্কেটিং অধিক জনপ্রিয় ও আয়ের সহজ মাধ্যম।

  • ফ্রিল্যান্সিং এবং সিপিএ (CPA) এর মধ্যে পার্থক্য কি?

উত্তরঃ ফ্রিল্যান্সিং বিড করে কাজ করতে হয় এবং বায়ার থেকে কাজ নিয়ে কাজ করতে হয় আর সিপিএ (CPA) মার্কেটে আপনাকে বিড করতে হবেনা, নিজের একাউন্টে নিজেই কাজ করতে পারবেন। যেকোন সময় কাজ করতে পারবেন। এবং আপনি নিজের বিজনেস নিজেই করবেন, চাইলে আপনি
টাকা  খরচ করে কাজ করতে পারেন অথবা ফ্রি মার্কেটিং ম্যাথডে কাজ করতে পারেন।

  • সিপিএ (CPA) কোথায় শিখবো?

উত্তরঃ সিপিএ মার্কেটিং আপানকে অবশ্যই যে কোনো ভাল আইটি প্রতিষ্ঠান থেকে শিখতে হবে।

যেমনঃ এই আইটি টি হতে পারে আপনার জন্য পারফেক্ট_“আমরা ফিজিক্যাল ক্লাসের পাশাপাশি নিয়ে এসেছি অনলাইন ক্লাস করার সুযোগ অথবা আমাদের কাছ থেকে “আউটসোসিং ও ফ্রিল্যান্সিং কোর্স এর যেকোন DVD" কিনে ঘরে বসেই খুব সহজে আপনি সিপিএ (CPA) মার্কেটিং সহ অনলাইন ইনকামের কোর্স সম্পন্ন করতে পারবেন। ধন্যবাদ।

#আরও বিস্তারি রয়েছে >>>এখানে ক্লিক

ইমেইল মার্কেটিং করে অনলাইনে টাকা আয় করবেন? জানেন কি যে ৫ টি ভুল ইমেইলের ওপেন রেট কমিয়ে দেয় Click

“মল্লিক কম্পিউটার্স”

"Mollik Computers"
'Total IT Solutions' & Online Advertising Agency
Mathbaria, Pirojpur,  Barishal,  Bangladesh.
Phone: ✆ 01756290095,  ✆ 01811290095,  ✆ 01976290095
E_mail: md.emran01756290095@yahoo/gmail/hotmail.com
Facebook: Facebook.com/MollikComputer

Website: http://www.mollikcomputers.info

Level 3

আমি ইমরান হোসেন। Owner, Mollik IT, Barisal। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস