অ্যাফিলিয়েট অথবা সিপিএ (CPA) মার্কেটিং শেখার জন্য ১ বছর অথবা ৬ মাস এর কোন ডিগ্রী ভিত্তিক কোর্স এর দরকার নেই। ভালো কোন আইটি ফার্ম থেকে ২ বা ৩ মাসের কোর্স এ যথেস্ট!
ওয়েব সাইট– (CPA) মার্কেটিং করার জন্য আপনার একটি ওয়েব সাইট থাকতে হবে! এই কথাটি শুনেই হইত অনেকেই হতাশ হবেন!
কিন্তু হতাশ হবারকিছু নেই। শুধু মাত্র একটি ব্লগ সাইট খুলেও আপনি (CPA) মার্কেটিং করতে পারবেন। অথবা কোন ওয়েব সাইট এর সাব ডোমেইন (যা কিনা একদম ফ্রী তে খোলা যায়) দিয়ে আপনি (CPA) মার্কেটিং করতে পারেন!
Pay-Per-Click (PPC) Advertising – CPA মার্কেটিং করার জন্য আপনার পে-পার-ক্লিক সম্পর্কে ধারনা থাকতে হবে!
গুগল অ্যাড সেন্স এবং ইউটিউব ভিডিও মার্কেটিং সম্পর্কে ধারনা থাকতে হবে এবং কিভাবে অ্যাডসেন্স থেকে অথবা ইউটিউব থেকে ইনকাম করা যায়
এটা জানতে হবে!
CPA মার্কেটিং এর জন্য আপনাকে কোন বিনিয়োগ করতে হবে না। শুধুমাত্র কোম্পানির মার্কেটিং করে লিড তৈরি করার জন্য আপনাকে কমিশন দেওয়া হবে। যেমনঃ আপনার মাধ্যমে কেউ ফর্ম পূরণ করলে, ফর্ম পূরণের জন্য আপনাকে নির্দিষ্ট পরিমাণ কমিশন দেওয়া হবে।
অথবা আপনার মাধ্যমে কেউ আমার কোম্পানির গেইম ডাউনলোড করলে কিংবা গেইম খেলার জন্য অ্যাকাউন্ট তৈরি করলে আপনি কমিশন পাবেন।
আর এ কারণেই CPA মার্কেটিং অধিক জনপ্রিয় ও আয়ের সহজ মাধ্যম।
উত্তরঃ ফ্রিল্যান্সিং বিড করে কাজ করতে হয় এবং বায়ার থেকে কাজ নিয়ে কাজ করতে হয় আর সিপিএ (CPA) মার্কেটে আপনাকে বিড করতে হবেনা, নিজের একাউন্টে নিজেই কাজ করতে পারবেন। যেকোন সময় কাজ করতে পারবেন। এবং আপনি নিজের বিজনেস নিজেই করবেন, চাইলে আপনি
টাকা খরচ করে কাজ করতে পারেন অথবা ফ্রি মার্কেটিং ম্যাথডে কাজ করতে পারেন।
#আরও বিস্তারি রয়েছে >>>এখানে ক্লিক
আমি ইমরান হোসেন। Owner, Mollik IT, Barisal। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 12 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।