বিশ্বের বড় অনেক প্রতিষ্ঠান তাদের পণ্যের প্রচারে নির্ভর করছে ফেসবুকের ওপর।
বাংলাদেশেও ব্যক্তিগত উদ্যোগে এবং স্বল্প পুঁজিতে অনেকেই এখন এফ-কমার্স বা ফেসবুকের মাধ্যমে ব্যবসা করছেন, দিচ্ছেন নানা সেবা।
আপনিও শুরু করতে পারেন.
বিস্তারিত জানাচ্ছেন মোঃ ইমরান হোসেন
লেখাপড়া চলছে সাথে দীর্ঘদিন বেকার থাকার পর “ইমরানের” মাথায় হঠাৎ এক খেয়াল চাপল। আগে ফেসবুকে বন্ধু-বান্ধবের সঙ্গে চ্যাট করে, টিউন দিয়ে বেশির ভাগ সময় কাটিয়ে দিতেন। এবার ফেসবুকে তিনি একটা পেজ খুললেন।
নাম দিলেন “মল্লিক কম্পিউটার্স” এবং "www.Ëasy Shopping.Club
বিভিন্ন যায়গা থেকে বিভিন্ন আনস্টিচ ও স্ক্রিন প্রিন্টের থ্রিপিস, বিভিন্ন ধরনের কসমেটিক্স ক্রিম, ওষুধ, ইলেকট্রনিক্স পন্য ইত্যাদি কিনে সেসব ছবি পেজে আপলোড দিতে থাকলেন।
তাতে উল্লেখ থাকল দরদামসহ ডেলিভারি দেওয়ার নিয়ম।
পেজে লাইকের সংখ্যা দ্রুত বাড়তে থাকল এবং ইনবক্সে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসতে শুরু করল পণ্য সরবরাহের অর্ডার।
দিনে দিনে বাড়তে থাকল অর্ডারের পরিমাণ। ইমরান জানান, কাস্টমাররা বিকাশের কুরিয়ার ফিঃ এর জন্য নির্দিষ্ট অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেন।
এরপর তাদের ঠিকানায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পোশাক পাঠিয়ে দেওয়া হয়।
(ক্যাশঅন ডেলিভারীতে)
এখন প্রতিদিন তিন থেকে চারটা অর্ডার পাচ্ছেন তিনি। মাসে তার গড় আয় ২০ হাজার থেকে ২৫ হাজার টাকা।
“সাগর” ভালো ছবি তোলেন। বিষয়টা ফেসবুকের একটা পেজের মাধ্যমে জানালেন তাঁর সার্কেলে।
বিয়েসহ বিভিন্ন ইভেন্টে তাঁর তোলা ছবি আপলোড করতেন নিয়মিত।
এখন তিনি রীতিমতো ব্যস্ত ফটোগ্রাফার। প্রতিদিনই বিভিন্ন অনুষ্ঠানে তাঁর ডাক পড়ে।
একটি কম্পিউটার ফার্মে থাকাকালে পিসি মেরামতের কাজটা ভালোভাবেই রপ্ত করেছিলেন “পূর্ন” এ সময়টাতে শিখে নিয়েছিলেন টিভি মেরামতের কাজও।
এখন তিনি তার আশপাশে কম্পিউটার ও কম্পিউটার যন্ত্রাংশ বিক্রি করেন।
পাশাপাশি বাসাবাড়িতে গিয়ে কম্পিউটার ও টিভি মেরামতের কাজ করেন।
“শিহাব” জানান, তার বেশিরভাগ অর্ডার আসে ফেসবুকের একটা পেজের মাধ্যমে।
এখন তিনি ভালো আয় করছেন।
এভাবে এফ-কমার্সের মাধ্যমে বাংলাদেশের অনেক বেকার তরুণ-তরুণী এখন স্বাবলম্বী।
শুধুমাত্র ফেসবুকের মাধ্যমে দেশে ব্যবসা করছে বা নানা ধরনের সেবা দিচ্ছে, এই ধরনের পেজ এখন চার শর ওপর। যেমন তার মধ্যে একটি পেইজঃ "Mollik Computers"
ঘরে বসেই এসব ব্যবসা পরিচালনা করছেন উদ্যোক্তারা।
ওয়েবসাইটে পণ্য বা সেবার তথ্য সাজানো থাকে ই-কমার্সে, থাকে একটি পেমেন্ট গেটওয়ে, যার সাহায্যে ক্রেতারা পণ্য অর্ডারের পর মূল্য পরিশোধ করতে পারেন।
ই-কমার্স প্রতিষ্ঠান পণ্য পৌঁছে দেয় ক্রেতার কাছে।
অন্যদিকে এফ-কমার্সে কোনো ওয়েবসাইটের দরকার হয় না।
ব্যবসা পরিচালনা করা যায় ফেসবুকে একটা ব্যবসায়িক পেজে খুলে।
এতে থাকে বিভিন্ন পণ্যের ছবি, বিবরণ, দরদাম, যোগাযোগের ঠিকানা প্রভৃতি তথ্য।
এখানে কোনো পেমেন্ট গেটওয়ে থাকে না। পণ্য বা সেবা নিতে হলে ফেসবুক পেজে পণ্যের অর্ডার দিতে হয়। চাইলে শোরুমে গিয়েও পণ্য বা সেবা নিতে পারেন ক্রেতা বা গ্রাহক।
বাংলাদেশে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা ০১ জানুয়ারি ২০১৮ পর্যন্ত ৩০+ লক্ষ্য। ১৮ থেকে ৪০ বছর বয়সী ব্যবহারকারী রয়েছেন প্রায় ২৫ লক্ষ। এর মধ্যে পুরুষ ১৭+ লক্ষ এবং নারী প্রায় ৮+ লক্ষ। অথচ ২০০৯ সালেও দেশে ফেসবুকের ব্যবহারকারী ছিল এক লাখের কম। বিশ্বের সবচেয়ে বড় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক এখন অনেক বড় বাজার।
একে কেন্দ্র করে তৈরি হচ্ছে নতুন নতুন উদ্যোক্তা। অনেকেই এখন ফেসবুকেই শুরু করেছেন ব্যবসা।
নিজের একটি বিজনেস পেজ খুলে তাতে প্রোডাক্টের ছবি আপলোড করে পণ্য বিক্রি করছেন।
আপনি হয়তো মাটির তৈজসপত্র বানাতে পারেন। কিংবা বাইরে থেকে উপহারসামগ্রী বা অন্য কোনো পণ্য আনার সোর্স আছে আপনার। হতে পারে, একটা নির্দিষ্ট এলাকায় ভালো মানের খাবার সরবরাহ করতে চান। অথবা কোনো এলাকায় টিভি, ফ্রিজ বা কম্পিউটার মেরামতের সেবা দিতে চান। শুরু করে দিন। প্রথম প্রথম হয়তো অর্ডার কম পাবেন। আস্তে আস্তে দেখবেন ভোক্তারা আপনাকে ঠিকই বেছে নিচ্ছে। একপর্যায়ে দেখবেন আপনি আর একা সামলাতে পারছেন না, ব্যবসার পরিসর বাড়ানোর জন্য তখন দরকার হচ্ছে লোকবল।
ব্যস, আপনি হয়ে গেলেন একজন সফল ব্যবসায়ী।
প্রথমে ফেসবুকে আপনার আইডি থেকে facebook.com/pages/create ঠিকানায় যান।
এখানে Local Business or Place; Company, Organization or Institution; Brand or Product; Artist, Band or Public Figure; Entertainment; Cause or Community নামে ছয়টি ক্যাটাগরি দেখা যাবে। ধরা যাক, আপনি Product ক্যাটাগরিতে থেকে পেজ তৈরি করতে চাচ্ছেন।
সে ক্ষেত্রে Brand or Product অংশে ক্লিক করলে দুটি অপশন আসবে।
প্রথম অংশে ক্যাটাগরি সিলেক্ট করতে বলা হবে। অন্য অংশে পেজের একটি নাম দিতে হবে। এরপর Get Started বাটনে ক্লিক করতে হবে। এরপর চারটি ধাপ আসবে যা পূরণ করতে হবে। চাইলে কিছু ধাপ Skip করা যাবে। তবে পরে তা পূরণ করতে হবে।
প্রোফাইল ছবিও আপলোড করতে হবে। বেসিক ইনফো অংশে কিছু তথ্য দিয়ে অ্যাবাউট অংশে পেজ সম্পর্কে কিছু বর্ণনা দিতে হবে। এবার Continue বাটনে ক্লিক করলে আপনার পেজটি তৈরি হয়ে যাবে। এখন একটি Like বাটন দেখতে পাবেন যাতে ক্লিক করে আপনি প্রথম লাইক দিতে পারেন। এখন কাজ হলো পেজের ওপরের অংশে Build Audience অপশনে গিয়ে Invite Friends অপশন থেকে আপনার বন্ধুদের ইনভাইট করা।
পেজে কোনো পরিবর্তন করতে চাইলে Edit Page বাটনে ক্লিক করে তথ্য পরিবর্তন করা যাবে।
ব্যবসা বাড়াবে ফেসবুক পেইজ কি চমকে গেলেন? এখনই সময় জানার, সাহায্য করবো আমরা ক্লিক করুন এখানে
#এখন “ইমরান” ভাইয়ের অনুপ্রেরনায় তৈরী হয়েছে শতাধীক অনলাইন ব্যবস্যায়ী এবং সাবলম্ভী “ভিজিট করুন ক্লিক এখানে মল্লিক কম্পিউটার্স”
আপনাকে আমরা আপনার ব্যবস্যা প্রচারের ক্ষেত্রে সাহায্য করবো।
আমার সাইটে ভিজিট করুনঃ ক্লিক এখানে
আমরা আপনাকে দিচ্ছি কম খরচে এবং
বিভিন্ন প্যাকেজের আওতায় ফেসবুকে
বিজ্ঞাপণ দেয়ার সুবিধা।
#আমাদের মাধ্যমে ফেইসবুকে
বিজ্ঞাপণ দিন।
আমাদের মাধ্যমে ফেইসবুকে
বিজ্ঞাপণ দিয়ে আপনার প্রতিষ্ঠান এবং
ব্যাবসাহিক পন্য ছড়িয়ে দিন হাজার
হাজার ক্রেতা/দর্শোকের কাছে।
আমরাই একমাত্র দিচ্ছি বিশ্বাস্ততার
সাথে সবার চেয়ে কম খরচে
অধীক Sponsored এর চ্যালেন্স
এবং ভিবিন্ন প্যাকেজের আওতায়
বিস্তারিত:
✆ 01756290095, ✆ 01811290095, ✆ 01976290095
(24X7Available)
Viber, Imo, Fring Whats app
Skype, Nimbuzz ইত্যাদি
01756290095 এই নাম্বারে।
এই নাম্বারটি মোবাইলে সংগ্রহে
রাখতে পারেন যেকোন ধরনের
সুবিধার জন্য। সাধারনত ইন্টানেটের,
ফেইসবুক, যেকোন ধরনের সফট্যওয়ার,
কম্পিউটার, মোবাইল ইত্যাদি সমস্যা
সমাধান নিতে পারবেন।
আমার সাধ্যমত চেষ্টা করবো
আপনারদের সেবা দেওয়ার।
ধন্যবাদ সবাইকে!
[বি:দ্র: চার্জ/নেটওয়ার্ক সমস্যার কারনে ফোনে না পেলে
আবার ট্রাই করুন। ইনবক্স/টিউমেন্ট বক্স তো আছেই। ]
আমি ইমরান হোসেন। Owner, Mollik IT, Barisal। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 12 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।