সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন এবং আপনারা আমার জন্য দুয়া করবেন। আজকে আমি 4g ইন্টারনেটের তিনটি তথ্য আপনাদের সাথে সিয়ার করতে যাচ্ছি।
ভিডিও টি দেখুন তাহলে আরো ক্লিয়ার বুঝতে পারবেন:
১)বর্তমান সিমে কি 4g ইন্টারনেট ব্যবহার করা সম্ভবঃ বর্তমান সিমে আপনি 4g ইন্টারনেট ব্যবহার করতে পারবেন না তার জন্য আপনাকে আপনার সিম কে কাস্টমার কেয়ার থেকে রিপ্লেস করতে হবে তারপর কেবল আপনি ব্যবহার করতে পারবেন।
২)3g অ্যানাবল্ড হ্যান্ডসেট মোবাইলে কি 4g ইন্টারনেটে ব্যবহার করা যাবেঃ আপনি 4g ইন্টারনেট ব্যবহার করতে হলে আপনাকে 4g অ্যানাবল্ড হ্যান্ডসেট ব্যবহার করতে হবে। 3g অ্যানাবল্ড হ্যান্ডসেট মোবাইলে 4g সিম ব্যবহার করতে পারবেন কিন্তু 4g সিমের সকল সুবিধা পাবেন না।
৩) যেকোনো স্হান থেকে কি 4g ইন্টারনেট ব্যবহার করা সম্ভবঃ সম্ভব নয় যেকোনো স্হান থেকে 4g ইন্টারনেট ব্যবহার করা। যেহেতু নতুন তাই যেই স্হান অপারেটরদের অর্থাৎ সিম কম্পানিদের কাভারেজ এর ভিতর হতে হবে তাহলে কেবল পারবেন।
আমি অপু রাহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আম-পাবলিক অন্তত এই তথ্যগুলা সম্পর্কে জানার নূন্যতম যোগ্যতা রাখে।। টিউনটা না করলেও পারতেন। তবে নিরুৎসাহিত করছিনা, আরো তথ্যবহুল ভাবে উপস্থাপনা করলে ভালো হতো এইটাই বলতে চাইলাম আরকি।