খুজেঁ পেলাম একটি নতুন ই-মেইল সেবা। বানিয়েছে ইন্ডিয়ান রা। খুবই সুন্দর, এবং পরিস্কার ইন্টারফেস, যা আপনার ভালো লাগবেই। এখানে আপনার আইডি হবে "আপনার নাম@in.com" যা খুবই আকর্ষর্নীয়। এছাড়াও আছে ১০ জিবি জায়গা, আরও আছে ফাইল হোষ্টিং or Indrive. এছাড়াও আপনি এখান থেকেই Gmail & Yahoomail Check করতে পারবেন যা বাড়তি সুবিধা। আমার ভাল লেগেছে, আশা করি আপনারও ভাল লাগবে। তাহলে ব্যবহার করুন সবচেয়ে সংক্ষিপ্ত ইমেইল পাবেন http://www.in.com এই ঠিকানায়।
অনেকদিন থকেই লিখব ভাবছি এই ই-মেইল সার্ভিসটির কথা। এবার বলেই ফেলি একসাথে। এটি উপরিউক্ত ই-মেইলের সব সুবিধাই দেবে, সাথে দেবে আমার দেখা সবচেয়ে সুন্দর ইন্টারফেস। ই-মেইল+ফাইল স্টোরেজ খুবই ভাল। ঠিকানা: http://www.gmx.com
আমি অলোক মিস্ত্রী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 95 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
এই দুেটা ছাড়াও রয়েছে k.ro, এটাই সম্ভবত সবচাইতে ছোটা ইমেইল ঠিকানা।
আপনার ব্লগ ভিজিট করলাম। ভালো লেগেছে।
শাকিল ভাই “বোকার মত কাজ এরকম ভাবে ভিজিট করতে বললে তাতে ভিজিট আরো কম হয়”— কিভাবে -দয়া করে ব্যাখ্যা করবেন কি?
কিভাবে ভিসিটর বাড়ানো যায় এ বিষয়ে আপনার ১ টা টিউন আশা করছি।
দাদা অলোক আপনাকে অনেক ধন্যবাদ……
এখানে সবাইকে চমকে দেবার কিছু আছে বলে আমি মনে করি না ।
আর এখানে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে Request page does not working….তাই আপনাকে বলতে চাই Next time tune করার আগে সবকিছু দেখেশুনে টিউন করবেন………..।
খারাপ না, ভালই লাগলো…।। আর আপনার ব্লগ এ ভিজিট করলাম, ভালো লাগলো।