এখন আমরা যে কোন দেশের থেকে ইন্টারন্যাশনাল ভাবে পেমেন্ট পেতে । ধন্যবাদ অনলাইন কে এবং অনলাইন পেমেন্ট পধতি কে । কিন্তু এটা সবসময়ই একটা জতিল ব্যাপার । যা সবাই বুঝতে পারে না । কি ভাবে অ্যাকাউন্ট করতে হবে । কোথায় কি করতে হবে । আমাদের বাংলাদেশে এখনও পেপাল আসেনি । তবে আমরা চেষ্টা করে যাচ্ছি পেপাল্ কে বাংলাদেশে নিয়ে আসার জন্য ।আর আমরা অনেকেই পেপাল বাংলাদেশ আসার জন্য বসে নেই । আমরা বিকল্প উপায়ে পেপাল অ্যাকাউন্ট করেছি । তাই যারা বাইরের দেশ থেকে পেপাল অ্যাকাউন্ট করাতে চান তাদের কি ভাবে পেপাল অ্যাকাউন্ট করতে হবে তার নিয়ম ধাপে ধাপে আমি বলে দিছি ।
প্রথমে আপনাকে অ্যাকাউন্ট করার জন্য পেপাল এর ওয়েব সাইটে যেতে হবে এবং সেখানে যে সাইন-আপ লিঙ্ক টি আছে তাতে ক্লিক করতে হবে । পেপাল
পরের পেজ এ আপনাকে আপনার দেশ , ভাষা এবং আপনার অ্যাকাউন্ট এর ধরন সিলেক্ট করতে হবে ।
এখন আপনাকে আপনার অ্যাকাউন্ট এর ইনফরমেশন দিতে হবে । আপনাকে আপনার ইমেইল , নাম , পাসওয়ার্ড , ঠিকানা , শহর , পোস্টাল কোড , মোবাইল নাম্বার ইত্যাদি দিয়ে আপনার তথ্য সম্পূর্ণ করুন ।
তারপর আপনাকে আবার প্রথম পেজে যেতে হবে এবং আপনার লগিন ইনফরমেশন দিয়ে সাইন-ইন করতে হবে ।
পেপাল এর জন্য এটি গুরুত্তপূর্ণ আপনার অ্যাকাউন্ট ভেরিফাই করা । কারন তা নাহলে আপনাকে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে । যেমন অ্যাকাউন্ট বন্ধ করে দেয়া সহ , অ্যাকাউন্ট লিমিটেড করে দেয়া সহ আরও বেশ কিছু ।
তাই আমি আপনাদের বলব আপনার অ্যাকাউন্ট টি ভেরিফাই করে নিন । এক্ষেত্রে আপ্নি আপনার ক্রেডিট কার্ড ব্যাবহার করুন । যা আপনি অনলাইনে কিছু কেনা-কাটার জন্য ব্যাবহার করতে পারবেন এবং আপনার সুভধা হবে ।
আপনি যখন ক্রেডিট কার্ড যোগ করতে যাবেন তখন এই পেজ টি দেখতে পাবেন ।
তারপর এটি -
যখন আপনি আপনার পেপাল এ ক্রেডিট কার্ড যোগ করবেন তখন পেপাল আপনার ক্রেডিট কার্ড থেকে সামান্য কিছু পরিমান টাকা যেমন ১ ডলার এর মত আপনার অ্যাকাউন্ট এ নিয়ে যাবে ।
তারপর আপনার পেপাল অ্যাকাউন্ট ভেরিফাই হয়ে যাবে । তাই আপনার ক্রেডিট কার্ডে কিছু পরিমান টাকা থাকতে হবে ।
সবাই ভাল থাকবেন । আল্লাহ হাফেজ । বাংলাদেশ দল্ কে শুভ কামনা ।
আমি সিনবাদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 58 টি টিউন ও 594 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি ভালবাসি ইন্টারনেট , আমার ল্যাপটপ , আর আমার পরিবারকে ।
ভাই আমার এ্যাকাউন্ট লিমিটেশন হয়ে গেছে রিমুভ করতে পারছি না হেল্প মি