হাই বন্ধুরা কেমন আছো সবাই, আশা করি সবাই ভালো আছো।
বন্ধুরা আজ আমি নিয়ে এঁচেছি অসাধারন একটি অ্যান্ড্রয়েড অ্যাপ, যা দিয়ে আপনি ১ঘন্টা কাজ করে ১০০ টাকা আয় করতে পারবেন।
আমরা অনেকই অনলাইনে অযথা সময় নষ্ট করি, এখন আপনার হাতে যদি একটা অ্যান্ড্রয়েড মোবাইল থাকে তাহলে আপনি ও আয় করতে পারবেন, আপনার ইন্টারনেট এর খরচা টা ত চলে আসবে তাই না।
চলোন কথা না বলে অ্যাপ টি কাজ যেনে নেই।
অ্যাপ টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন
প্রথমে অ্যাপ টি ডাউনলোড করে ইন্সটল করুন তারপর ওপেন করার পর সাইনাপ করুন, মনে রাখবেন যখন সাইনাপ করার সময় আপনার মোবাইল নাম্বার যখন দিবেন তখন নাম্বার ভেরিফিকেশন কোড চাইবে, যদি ভেরিফিকেশন করার কোড না আসে তাহলে ব্যাক বাটনে ক্লিক করে বের হয়ে যান তারপর আবার অ্যাপ টি ওপেন করুন দেখবেন আপনার সাইনাপ কমপ্লিট হয়ে গেছে। সাইনাপ কমপ্লিট হয়ে গেলে দেখতে পাবেন হোম স্ক্রীনে GO বাটন রয়েছে সেখানে ক্লিক করুন, তারপর দেখতে পাবেন ১২টি লাভ আইকন রয়েছে প্রতিটি লাভ আইকনে ক্লিক করতে হবে, লাভ আইকনে যখন ক্লিক করবেন তখন অ্যাড শো করবে। এভাবে এক এক করে সব গুলা লাভ এ ক্লিক করুন, তারপর শেষ যে লাভ টি রয়েছে সেই লাভ টি তে ক্লিক করার পর যে অ্যাড টি শো করবে সেই অ্যাড টি তে ক্লিক করতে হবে ক্লিক করার পর ৪৫ সেগেন্ট ওয়েট করতে হবে, যদি ওয়েট না করেন তাহলে আপনার ইনকাম হবে না। এভাবে টাস্ক কমপ্লিট করলে আপনার ১টাকা করে যুগ হবে আপানর ওয়াল্টে। যখন ১০০টাকা হবে আপনার অ্যাকাউন্টে তখন তুলতে পারবেন, মজার বিষয় হলো যে নাম্বার নিয়ে আপনি সাইনাপ করবেন সে নাম্বার যদি বিকাশ না হয় তাহলে আপনার টাকা ফেক্সিলোড হয়ে যাবে।
কারো বুঝতে সমস্যা হলে টিউমেন্ট করে জানাবেন।
ত বন্ধুরা সবাই ভালো থেকো আজ এই প্রজন্তই এবার দেখা হবে অন্য কোন টিউনে,
ধন্যবাদ সবাইকে।
আমি Sozib Hasan। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 7 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।