আমরা যারা ইন্টারনেট ব্যবহার করি আমাদের প্রতিনিয়ত কিছুনা কিছু্র জন্য অনলাইনে একাউন্ট তৈরি করতে হয়, যেমন ধরুন আপনি যদি Google এর সার্ভিস ব্যবহার করতে চান তাহলে অধিকাংশ সার্ভিস পেতে হলে আপনাকে অবশ্যই গুললের নির্দেশনা অনুযায়ী এক বা একাধিক একাউন্ট খুলতে হবে। আপনি যদি ফেসবুক ব্যবহার করতে চান তাহলে শুধু Facebook.com এ প্রবেশ করলেই কিন্তু আপনি কিছুই করতে পারবেন না সেক্ষেত্রে আপনাকে একটি একাউন্ট তৈরি করেই সকল সুবিধা যেমন বন্ধুদের সাথে কানেক্ট, ম্যাসেজিং, ভিবিন্ন গ্রুপে যুক্ত হওয়া ইত্যাদি সকল সুবিধাগুলো পাবেন।
সকল ধরনের একাউন্ট খুলার সময় অন্য সব তথ্যের পাশাপাশি আপনার একাউন্ট নিরাপত্তার স্বার্থে একটি পাসওয়ার্ড দিতে হয়, ধরুন আপনি একটি Gmail একাউন্ট খুললেন এবং সেটির পাসওয়ার্ড দিলেন 123456 এখন আপনি এই Gmail দিয়েই কিন্তু অনলাইনের সকল একাউন্ট খুলবেন, যেমন Facebook, Twitter, থেকে শুরু করে আরো অনেক কিছু। তার মানে আপনার ইমেইল টা যদি কোন হ্যাকার কোন ভাবে হাতিয়ে নিতে পারে তাহলে আপনার সকল তথ্য পেয়ে যাবে, কারণ ইমেইলের দ্বারাই তো আপনি সকল একাউন্ট তৈরি করবেন।
একটি একাউন্টের মূল জিনিষ হচ্ছে User Name এবং Password. তাই বুঝতেই পারছেন একাউন্ট হ্যাক থেকে বাঁচাতে হলে শক্তিশালী পাসওয়ার্ডের কোন বিকল্প নেই। আমরা অধিকাংশ বাংলাদেশীরাই কোন একাউন্ট অপেন করলে পাসওয়ার্ড দেই খুবই সহজ তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, 123456, 123456789, এর পাশাপাশি আরো এক ধরনের পাসওয়ার্ড ব্যবহার করি আমরা সেটি হচ্ছে নিজের মোবাইলে নাম্বার। আমি এই পর্যন্ত প্রায় অনেকেরই একাউন্ট খুলে দিয়েছি, একাউন্ট খোলার সময় যখন বলি কি পাসওয়ার্ড দিব? উত্তরে বলে, আরে তোমার মন মত একটা দিয়ে দাও, যখন বলি এটা আপনার সব সময় কাজে লাগবে তখন বলে তাইলে আমার মোবাইল নাম্বারটা দিয়ে দাও। এভাবে নিজের নাম্বার দিয়ে পাসওয়ার্ড দেওয়াটা আমার মতে খুব একটা ভাল হবেনা, কারণ আপনার মোবাইল নাম্বার হয়তো হাজার হাজার মানুষ জানে, তাই কে কখন আপনার ক্ষতি করবে সেটি বলা মুশকিল।
সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা বলেছেন এখনো যাঁরা বিভিন্ন অনলাইন অ্যাকাউন্টের পাসওয়ার্ড হিসেবে ইংরেজি 123456 সংখ্যা ব্যবহার করছেন তাঁদের সতর্ক হতে। কারণ চলতি বছরে সবচেয়ে বিপজ্জনক পাসওয়ার্ডের তালিকায় শীর্ষে আছে এটি। অনলাইন নিরাপত্তা বিশেষজ্ঞরা জানিয়েছেন, এ ধরনের পাসওয়ার্ড ব্যবহার করলে তা সহজে হ্যাক করা যায়।
আমি ফয়সাল ফয়সাল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 19 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।