আপনি কি পারবেন অনলাইন আয় করতে ।। চেষ্টা করতে দোষ কি …চেষ্টা করে দেখেন হয়ত পারতেও পারেন ।।অনলাইনে আয় ( পর্ব – ১)

অনলাইনে আয় ( পর্ব – ১)

আমাদের অনেকের অনলাইনে আয় করার ইচ্ছা আছে কিন্তু বিস্তারিত না জানার কারণে আমারা তা করতে পারি না । আর অনেকে চেষ্টা করে ব্যাথ হওয়ার কারণে এখন আর চেষ্টা করি না । তাই আমি আজকে একদম প্রথম থেকে মানে ক , খ , থেকে বা প্রাথমিক পর্যায় থেকে সুরু করব কি ভাবে অনলাইনে আয় বা উপার্জন করা যায় । আর এক্ষেত্রে আমি যতটুকু জানি তার সবটুকুই আপনাদের জানানোর চেষ্টা করব ।

আপনি অনলাইন আয় এর জন্য প্রথমে যে যে অত্যাবশ্যক বিষয় তা হল আপনার একটি অনলাইন  ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে । এক্ষেত্রে আমাদের অনেকের বিভিন্ন অনলাইন ব্যাংক যেমন পেপাল , এলাট-পে , মানিবুকারস , লিবারটি-রিসারব , ইত্যাদি সব গুলোতেই আচ্চন্ত রয়েছে ।

আর তাই প্রথম কাজ হল আপনাকে অনলাইন ব্যাংক অ্যাকাউন্ট করতে হবে । তাই আপনি যা করতে পারেন পেপাল বাংলাদেশে সাপোর্ট করে না আশা করি শিগ্রই সাপোর্ট করবে ।

এজন্য  ভাইয়ের সাথে আন্দোলনে যোগ দিন ।

পেপাল আন্দোলন ১

পেপাল আন্দোলন ২

Alertpay – এটি আমাদের দেশে সাপোর্ট করে এবং এতে অনেক সুবিধা রয়েছে আপনি এতে একটি অ্যাকাউন্ট করে নিন । করার জন্য নিচের ধাপ গুলো একে একে দেখুন ।

প্রথমে এই সাইট এ লগইন করুন – Alertpay

তারপর এই সাইন-আপ বাঁটনে ক্লিক করুন ।

এখন আপনার দেশ এবং অ্যাকাউন্ট টাইপ সিলেক্ট করুন ।

অ্যাকাউন্ট টাইপ সিলেক্ট করার ক্ষেত্রে প্রথমে পারসোনাল স্টারটার সিলেক্ট করুন । কারণ এর কিছু সুভিদা রয়েছে । যেমন প্রথম কিছুদিন ডলার লেনদেন এর ক্ষেত্রে আপনার কোন চার্জ কাটবে না এটা মনে হয় ৪০০৳ পর্যন্ত থাকবে । তারপর অটোম্যাটিক এটা পেরসোনাল প্রো হয়ে যাবে এবং চার্জ প্রযোজ্য হবে । কিন্তু যে কিছুদিন চার্জ ব্যাতিত লেনদেন করা যায় তাই তো লাভ । আর আমরা বাংলাদেশি হিসেবে লাভের কোনও অংশ ছারতে চাই না । alertpay এর আরেকটি মুল সুবিধা হল এটি বাংলাদেশের ব্যাংক সাপোর্ট করে । এজন্য আপনি কিভাবে বাংলদেশ এর ব্যাঙ্ক আপনার অ্যাকাউন্ট যুক্ত করবেন তা এখান থেকে দেখে নিন ।

তারপর এখানে আপনার অ্যাকাউন্ট ইনফর্মেশন দিন ।তারপর নেক্সট ক্লিক করুন .

তারপর আপনার ইমেইল দিন । পাসওয়ার্ড দিন । একটি গোপন নাম্বার দিন । যা আপনার সবসময় যখন লেনদেন করবেন দরকার হবে ।

আর আপনার রিচভারি প্রশ্ন গুলো ঠিক করে দিন ।

আপনি ব্যাতিত কেউ ব্যাবহার করলে ইয়েস দিন । তারপর ওয়ার্ড ভেরিফিকেশান  করুন ।এবং তাদের নিয়ম এর সাথে একাত্ততা করার জন্য তিক চিহ্ন দিন ।  তারপর আপনার ইমেইল চেক করুন alertpay থেকে যে মেইল পাঠান হয়েছে সেখানে যে লিঙ্ক টি আছে তাতে ক্লিক করে আপনার অ্যাকাউন্ট একটিভ করে নিন । তারপর আপনার অ্যাকাউন্ট এ লগইন করুন ।

আর আপনার অ্যাকাউন্ট খুলার জন্য এই পোস্ট টি ও দেখতে পারেন । যে পোস্ট এ আপনার সুবিধা হয় ।সেটা ব্যাভার করুন ।

Alertpay

আরেকটি পোস্ট দেখুন ...সবচেয়ে দরকারি পোস্ট । আমাদের জাকারিয়া ভাই এর ......।

Alertpay

পরের পর্ব গুলতে কি ভাবে মানি-বুকার , সহ অন্ন্যন্য বিষইয়ে আলোচনা হবে ।

সবাই ভালো থাকবেন । আজ এই পোস্ট টি করার কারণ আমি নাকি টেকনোলজি বিষয়ক পোস্ট কম করছি । তাই এটা দিয়ে আবার সুরু করলাম ।

Level New

আমি সিনবাদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 58 টি টিউন ও 594 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি ভালবাসি ইন্টারনেট , আমার ল্যাপটপ , আর আমার পরিবারকে ।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ভাইয়া=> Your Transaction PIN must consist of 4 and 8 numbers. এই লিখাটি দিয়ে কি বুঝাই তাই বুঝতাসিনা।কিন্তু পোস্ট টা খুব ভাল হইসে।ধন্যবাদ।

    এটা দিয়ে বুঝায় যে আপনার গোপন নাম্বার যেটা আপনি ডলার পাঠানোর এবং অন্যান্য কাজে প্রয়োজন হবে তা ৪ – ৮ নাম্বার এর মধ্যে হতে হবে ।

ভয়ঙ্কর মৃত্যু,তোমাকে কি বলে ডাকব বুঝতে পারছি না(তুমি বলছি কারণ আমার ধারণা তুমি আমার বেশ ছোট হবে,আর আমি আমার ছোটদের তখনি আপনি বলি যখন তাদের পড়াই,এখন যেহেতু পড়াচ্ছি না শুধু কমেন্ট করছি তাই আপনি বাদ দিলাম।কোন আপত্তি নাই তো।ভাই তোমাকে ডাকার মত একটা নাম দাও,দ্বিতীয় কথা তুমি চট্টগ্রামে থাকো এইটা জানার পরে মনে হলো তোমার ব্যাপারে আরেকটু বিস্তারিত জানা দরকার।টিউন নিয়ে কিছু বললাম না কারণ আমার ধারণা আমি তোমাকে উৎসাহ না দিলেও তুমি বেশ ভালো করবে।আর যখন দেওয়ার দরকার তখন তো অবশ্যি দিবো।আরেক্টা ব্যাপার এইখানে হয়তো অনেকেই জানে না বাংলা ভাষায় ইন্টারনেট থেকে আয় সংক্রান্ত প্রথম বাংলা ব্লগ আমার করা,কিন্তু মানুষের বাটাপারির নমুনা দেখে বন্ধ করে দিয়েছিলাম।তবে এখন মনে হচ্ছে খুব বড় রকমের ভুল করেছিলাম।আজকে আমি অনেক বড় মাপের আর্নার হতে পারতাম।যাই হোক তোমার টিউনে আজাইরা প্যাচাল ঝারার জন্যে আমি দু:খিত।ভালো থেকো।

    ভাইয়া আপনি ও কি চট্রগ্রাম এ থাকেন । তাহলে আমাকে আপনায়ে ইমেইল এড্রেস তা দেন । আর নাহলে আমার এড্রেস তা নেন । konick_scorpionইয়াহু ডট কম । ভালো থাকবেন । আর আপনার কমেন্ট অনেক ভালো লাগে আমার । আর তুমি করে বলেন কোন সমস্যা নাই । আমি আপনার অনেক ছোটই হব । আর আমি চেষ্টা করে যাব ভালো টিউন উপহার দেওয়ার । ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন সামনে আমার পরীক্ষা ।

vai titale er sathe to lekhar kono mil nei

অনলাইনে টাকা আয়করা আমার কাছে কনেক কঠিন কাজ মনেহয়। কারন১.আমি ইংরেজিতে অনেক দুর্বল। ২.আপনি যা যা বল্লেন আমি তার তুলনায় মাত্র চক স্লেট ধরতে শিখেছি। তবুও এসব জানার আগ্রহ আছে। চালিয়ে যান…

valo hoyese

Level 0

ধন্যবাদ ভাই। কিন্তু আমি কিভাবে ইনকাম করব এবং কি ভাবে টাকা তুলব তা তো বললেন না।

    আগে ইনকাম তো করেন তারপর টাকা তুইলেন !!! ইনকাম করার পর ই তো তাকা তলার প্রশ্ন আসবে । আমি মাত্র সুরু করলাম ।।

অনেক দিন পর একটা মনের মতো টিউন পেলাম। আপনাকে অশেষ ধন্যবাদ।

ধন্যবাদ উপকারি টিউন

Level 0

অসংখ্য ধন্যবাদ । চালিয়ে যান ।

Thanks to you for sharing your idea with us. I’ve need information about how can I deposit dollar in my Alertpay account from Bangladesh? Is it possible or have any suggestion kindly provide me. Gtalk: psutradhar343, 01916100343.

বস্ একাউন্ট ভ্যারিফাই করার সহজ পদ্ধতি নিয়ে যদি একটা পোস্ট দেন, তাহলে আমি সহ অনেকেরই উপকার হবে! ধন্যবাদ!

    ভাইয়া দেখি চেষ্টা করব টিউন করার এটা নিয়ে । আর এটা তো থাকবেই । কারণ আমি যে ক , খ থেকে সুরু করলাম ।। ধন্যবাদ , ভালো থাকবেন ।

Level 0

ভাল লাগলো। একাউন্ট ভ্যারিফাই করার সহজ পদ্ধতি নিয়ে বিস্তারিত লিখবেন,আরও বেশি খুসি হব । আপনাকে এক কোটি ধন্যবাদ …………।।

অনেক ভাল হইছে

প্রথম থেকেই আপনি আমার প্রিয় টিউনারদের তালিকায় ছিলেন 🙂 টাইটেলটা দেখে একটু ঘাবড়ালেও টিউনারের নাম দেখে বুঝতে পারি ভেতরে কিছু আছে নিশ্চই 🙂 আশা করি চালিয়ে যাবেন : )

ভালই হবে ধারাবাহিক ভাবে চালিয়ে গেলে।ধন্যবাদ আপনাকে।পারলে নামটা চেঞ্জ করে সুন্দর একটা নাম দিবেন।

thanx

Level 0

boss কি কি ব্যাংক support kora তার একটা তালিকা দিতেন ? তাহলে ভাল হত মনে হয়৷ ডেবিট কার্ড সাপোর্ট করে কি না বিস্তারিত বল এ খুশি
হতাম৷

vaia onak dhonno bad..alert pay er account kivabe kholte hoi jantam na..akhon jane nila.