অনলাইনে আয় ( পর্ব – ১)
আমাদের অনেকের অনলাইনে আয় করার ইচ্ছা আছে কিন্তু বিস্তারিত না জানার কারণে আমারা তা করতে পারি না । আর অনেকে চেষ্টা করে ব্যাথ হওয়ার কারণে এখন আর চেষ্টা করি না । তাই আমি আজকে একদম প্রথম থেকে মানে ক , খ , থেকে বা প্রাথমিক পর্যায় থেকে সুরু করব কি ভাবে অনলাইনে আয় বা উপার্জন করা যায় । আর এক্ষেত্রে আমি যতটুকু জানি তার সবটুকুই আপনাদের জানানোর চেষ্টা করব ।
আপনি অনলাইন আয় এর জন্য প্রথমে যে যে অত্যাবশ্যক বিষয় তা হল আপনার একটি অনলাইন ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে । এক্ষেত্রে আমাদের অনেকের বিভিন্ন অনলাইন ব্যাংক যেমন পেপাল , এলাট-পে , মানিবুকারস , লিবারটি-রিসারব , ইত্যাদি সব গুলোতেই আচ্চন্ত রয়েছে ।
আর তাই প্রথম কাজ হল আপনাকে অনলাইন ব্যাংক অ্যাকাউন্ট করতে হবে । তাই আপনি যা করতে পারেন পেপাল বাংলাদেশে সাপোর্ট করে না আশা করি শিগ্রই সাপোর্ট করবে ।
এজন্য ভাইয়ের সাথে আন্দোলনে যোগ দিন ।
Alertpay – এটি আমাদের দেশে সাপোর্ট করে এবং এতে অনেক সুবিধা রয়েছে আপনি এতে একটি অ্যাকাউন্ট করে নিন । করার জন্য নিচের ধাপ গুলো একে একে দেখুন ।
প্রথমে এই সাইট এ লগইন করুন – Alertpay
তারপর এই সাইন-আপ বাঁটনে ক্লিক করুন ।
এখন আপনার দেশ এবং অ্যাকাউন্ট টাইপ সিলেক্ট করুন ।
অ্যাকাউন্ট টাইপ সিলেক্ট করার ক্ষেত্রে প্রথমে পারসোনাল স্টারটার সিলেক্ট করুন । কারণ এর কিছু সুভিদা রয়েছে । যেমন প্রথম কিছুদিন ডলার লেনদেন এর ক্ষেত্রে আপনার কোন চার্জ কাটবে না এটা মনে হয় ৪০০৳ পর্যন্ত থাকবে । তারপর অটোম্যাটিক এটা পেরসোনাল প্রো হয়ে যাবে এবং চার্জ প্রযোজ্য হবে । কিন্তু যে কিছুদিন চার্জ ব্যাতিত লেনদেন করা যায় তাই তো লাভ । আর আমরা বাংলাদেশি হিসেবে লাভের কোনও অংশ ছারতে চাই না । alertpay এর আরেকটি মুল সুবিধা হল এটি বাংলাদেশের ব্যাংক সাপোর্ট করে । এজন্য আপনি কিভাবে বাংলদেশ এর ব্যাঙ্ক আপনার অ্যাকাউন্ট যুক্ত করবেন তা এখান থেকে দেখে নিন ।
তারপর এখানে আপনার অ্যাকাউন্ট ইনফর্মেশন দিন ।তারপর নেক্সট ক্লিক করুন .
তারপর আপনার ইমেইল দিন । পাসওয়ার্ড দিন । একটি গোপন নাম্বার দিন । যা আপনার সবসময় যখন লেনদেন করবেন দরকার হবে ।
আর আপনার রিচভারি প্রশ্ন গুলো ঠিক করে দিন ।
আপনি ব্যাতিত কেউ ব্যাবহার করলে ইয়েস দিন । তারপর ওয়ার্ড ভেরিফিকেশান করুন ।এবং তাদের নিয়ম এর সাথে একাত্ততা করার জন্য তিক চিহ্ন দিন । তারপর আপনার ইমেইল চেক করুন alertpay থেকে যে মেইল পাঠান হয়েছে সেখানে যে লিঙ্ক টি আছে তাতে ক্লিক করে আপনার অ্যাকাউন্ট একটিভ করে নিন । তারপর আপনার অ্যাকাউন্ট এ লগইন করুন ।
আর আপনার অ্যাকাউন্ট খুলার জন্য এই পোস্ট টি ও দেখতে পারেন । যে পোস্ট এ আপনার সুবিধা হয় ।সেটা ব্যাভার করুন ।
আরেকটি পোস্ট দেখুন ...সবচেয়ে দরকারি পোস্ট । আমাদের জাকারিয়া ভাই এর ......।
পরের পর্ব গুলতে কি ভাবে মানি-বুকার , সহ অন্ন্যন্য বিষইয়ে আলোচনা হবে ।
সবাই ভালো থাকবেন । আজ এই পোস্ট টি করার কারণ আমি নাকি টেকনোলজি বিষয়ক পোস্ট কম করছি । তাই এটা দিয়ে আবার সুরু করলাম ।
আমি সিনবাদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 58 টি টিউন ও 594 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি ভালবাসি ইন্টারনেট , আমার ল্যাপটপ , আর আমার পরিবারকে ।
ভাইয়া=> Your Transaction PIN must consist of 4 and 8 numbers. এই লিখাটি দিয়ে কি বুঝাই তাই বুঝতাসিনা।কিন্তু পোস্ট টা খুব ভাল হইসে।ধন্যবাদ।