সবাইকে শুভেচ্ছা। আমার প্রথম টিউন। ভুল-ত্রুটি ক্ষমা করবেন।
আমি আপনাদের জানাতে চাই একটি স্ক্রীন শেয়ারিং সাইটের কথা। এর মাধ্যমে আপনারা স্ক্রীন (মনিটর) শেয়ার করতে পারবেন অন্যকে অথবা নিজেরা লাইভ আরেকজনের স্ক্রীন দেখতে পারবেন। এজন্য কোন রেজিস্ট্রেশনের প্রয়োজন নাই। যারা অনলাইনে অনেকজনকে ট্রেনিং দিতে চান তাদের কাজে লাগবে এই পদ্ধতি।
নিচের লিংক এ যানঃ
https://join.me/
যদি আপনি আপনার স্ক্রীন শেয়ার করতে চান তবে শেয়ার বাটনে ক্লিক করুন। একটি ছোট সফটওয়্যার ডাউনলোড হবে। ডাউনলোড করুন, তারপর ইন্সটল করুন। এবার রান করুন। একটি নাম্বার জেনারেট হবে। নাম্বারটি আপনার বন্ধু বা যাদেরকে আপনার স্ক্রীন শেয়ার করতে চান তাদের জানিয়ে দিন। তারা জয়েন এর ঘরে নাম্বারটি দিয়ে জয়েন বাটনে ক্লিক করলেই আপনার স্ক্রীন পেয়ে যাবে। দুটি ভার্সন রয়েছেঃ প্রো ও ফ্রি। প্রো ভার্সনে কিছু বেশি ফিচার রয়েছে যার জন্য আপনাকে কিছু খরচ করতে হবে। ফ্রি ভার্সনে নিম্নলিখিত সুবিধা রয়েছেঃ
• screen sharing
• 250 viewers
• share control
• multi-monitor
• chat
• send files
আজ এটুকুই। পড়ার জন্য ধন্যবাদ।
আমি Mask। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 132 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
বাহ দারুন! আমার অনেক কাজে আসবে। আপনাকে ধন্যবাদ।