SEO চেইন টিউন [পর্ব-২]

আসলে কিছু comments পড়ে মনে হল আমাকে seo নিয়ে টিউন আরো গভীর থেকে শুরু করা উচিত ছিল।

আজকে সেটাই করবো।নিচে আপনাদের বোঝার সুবিধার জন্য কিছ সংজ্ঞা দেয়া হল।

PAGE RANK :

page rank হল Google উৎপাদিত একটি মূল্যমান যা ওয়েবে website টি কতটা Important তা

প্রকাশ করে। সাধারনত যখন আপনার websiter link অন্য website এ থাকবে, google এটিকে

১টি ভোট হিসেবে count করে।যতগুলো ভোট বিভিননো website এর page থেকে count হবে ততই

Google এর কাছে আপনার সাইটের গুরুততো বাড়বে।তবে সেই website গুলোর Rank যদি 0 হয়

তাতে আপনার কোন লাভ হবে না।এবং websiter কোন page এ আপনি backlink পেয়েছেন এবং

সেই page টা ঐ websiter কতটা গুরুততোপূন google সেটাও count করে।

Blog Do Follow :

search engine spider সবসময় do follow link count করে।যদি কোন Do follow blog

এ আনার সাইটের link থাকে সেটি Google এর কাছে Backlink হিসেবে গন্য হবে।সাথে আপনি

ভিজিটরও পাবেন।

Blog No Follow :

No follow হল Do follow এর বিপরীত।No follow blog এর link কে search engine

spider backlink হিসেবে গন্য করে না। কিনতু ঐ লিঙ্ক এর সুবিধা হল ওখান থেকে আপনি ভিজিটর পাবেন।

BACKLINKS :

Backlinks হল অন্য website এ থাকা আপনার website এর লিঙ্ক সেটা আপনার বিজ্ঞাপন ও হতে পারে

আবার আপনার যে কোন comments এর মাধ্যমেও দিতে পারেন তবে comments টি যদি website

owner delete করে দেয় তাহলে ওটা আর আপনার backlinks থাকলো না।

Link Building : Link building মানে হল অনবরত ভাবে আপনার backlink বাড়িয়ে যাওয়া।

ধরেন এই মাসে আপনি web directory তে সাবমিট করে, forum posting এবং blog comments

করে ৫০ টি backlink পেয়েছেন, সামনের মাসে আপনি আবার নতুন নতুন directory,foru,blog

এ সাবমিট চালিয়ে যাওয়াটাই link building.

আশাকরি এবার নতুনরা বুঝবেন এবং আমি আলোচনা সামনের দিক চালিয়ে যেতে পারবো।

ধন্যবাদ সবাইকে।

আমার website http://www.outsourcingbd.com

আরেকটা কথা আমি গত টিউনে বেশি একটা comments পেলাম না।তার মানে কি আপনাদের টিউন

ভালো লাগে নি।আপনাদের কাছে অনুরোধ টিউন ভালো না লাগলেও আপনারা comments করে জানান

তাতে আমি আমার ভূল গুলো শুধরাতে পারবো।

Level 2

আমি শারাফাত হোসেন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 20 টি টিউন ও 43 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

ফরেক্স ট্রেডিং এর সাথে যুক্ত আছি সেই ২০১০ থেকে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ sharafat,
SEO-এর বেসিক বিষয়গুলো নিয়ে আলোচনা করায় নতুনেরা অবশ্যই উপকৃত হবে। আশাকরি ধারাবাহিক টিউন পাবো।

    Level 0

    Jewel vi, ame o apnar satha 1 mot.

ভাইয়া আপনার টিউন টি ভালো লাগলো । লিঙ্ক বিল্ডিং নিয়ে আমি ই একটা টিউন করতে চেয়েছিলাম । কিন্তু সময় পাইনা। freelancer market থেকে কয়েকটা লিস্ট কিনেছিলাম । যেমন 30 k do follow high pr blog link, 1000+ directory list ( high pr) , 800+ high pr forum links, সবার সাথে শেয়ার করতে চাচ্ছিলাম । কিন্তু খালি লিস্ট দিয়ে কি দিবে । লিঙ্ক বিল্ডিং কিভাবে করতে হবে, ব্লগ কমেন্ট কিভাবে করতে হবে, ডিরেক্টর ই সাবমিসন কিভাবে করতে হবে, ফোরাম এ সিগনেচার কি, পোস্ট কিভাবে করতে হবে, টাও তো লিখতে হবে। দেখি কি করা যায়। আপনাকে ধন্যবাদ ।

    Level 0

    ঘুম চোর ভাই আপনি আর কেন ফ্রিলান্সিং নিয়ে টিউন করছেন না । আপনার পরবর্তী পোষ্টের অপেক্ষায় আছি । ভাল থাকবেন ।

    Level 0

    ঘুম চোর ভাই , আপনার do follow high pr blog link এগুলা আমাদের মাঝে share করেন ।

    please share
    30 k do follow high pr blog link, 1000+ directory list ( high pr) , 800+ high pr forum links,
    thanks for this.

একটু ভুল বললেন, আগে নো-ফলো লিঙ্ককে সার্চ ইঞ্জিনগুলো ব্যাকলিঙ্ক হিসেবে ধরতো না, কিন্তু এখন গুগল সহ আরো বেশ কিছু সার্চ ইঞ্জিন নো-ফলো লিঙ্ককেও ব্যাকলিঙ্ক হিসেবে গণ্য করছে, গুগলের ওয়েবমাস্টার টুলস ব্যবহার করলেই আপনি বিষয়টি বুঝতে পারবেন, সেখানে আপনার কোন লিঙ্কগুলো গুগল ব্যাকলিঙ্ক হিসেবে ধরেছে সেটাও দেখতে পাবেন…

ধন্যবাদ টিউনের জন্য।
@ঘুম চোর ভাই আপনার কালেকশনে থাকা do follow high pr blog link গুলো নিয়ে ১টা টিউন করার জন্য অনুরোধ করছি।

Level 2

ধন্যবাদ dgআরিফ ভাই।আমার জানার ভুলটা ধরিয়ে দেয়ায় ভালো লাগলো।comments এর জন্য সবাইকে ধন্যবাদ।

Vi ame kecu proshno koracelam But ans plam na. Tar poro thank you.

Level 2

সুজিত ভাই খুব শীষ্রই আপনি উওর পাবেন।

Level 0

প্লিজ কন্টিনেউ করুন. আপনার লেখা সহজ , সাবলীল ,অনেক কিছু স্পষ্ট হছে.
আপনাকে ধন্যবাদ.

কত সহজ!

Level 0

আপনাকে ধন্যবাদ।

keu chaile akhan theke SEO soho aro onek kisur video tutorial collect korte paren.
http://u.bb/6dl

Level 0

আপনারা যারা ফ্রি ডোমেইন পেতে চান যেমন .COM.NET.ETC.IN তারা নিচের লিংকটি ভিজিট করতে পারেন
http://owndomains.in/ref/kayes
বি.দ্র.তারা আপনাকে সম্পুর্ন ফ্রি ডোমেইন দিবে ডোমেইনের বিনিময়ে তারা আপনার কাছে একটা টাকাও নিবেনা ।

চালিয়ে যান ভাইয়া

Level 0

পরের পর্বে যাচ্ছি। অনেক ধন্যবাদ

Level 0

কিছু বিষয় আমার কাছে পরিস্কার ছিলো না। আপনার লেখায় সব পানি পানি হয়ে গেল। আসলে জ্ঞান গর্ভ কথা শুনতে তখনই ভাল লাগবে যখন তার ভিতরগত সাংকেতিক ভাষা গুলোর অর্থ জানা থাকে। ধন্যবাদ।
http://www.kazirhut.com

    @kazirhut: বাজে লিঙ্ক… প্লিজ লিঙ্ক শেয়ার করার আগে একটু চেক করে দেখবেন। ধন্যবাদ।