বিশ্বের সর্ববৃহৎ সার্চ ইঞ্জিন গুগলে প্রতিদিন ৩.৫ বিলিয়ন সার্চ হয়। এই লেখাটি পড়ার সময় ইতিমধ্যে ৬০ লাখ সার্চ হয়ে গেছে।
শুনতে অবাক লাগলেও সত্য। ইন্টারনেট লাইভ স্টেটস এর তথ্য মতে তাই।
বছরে প্রায় ১.২ ট্রিলিয়ন সার্চ হয় পৃথিবী জুড়ে। এই বিপুল সংখ্যক সার্চার কে গুগল কিভাবে সামলায়?
ছোটবেলা থেকেই শুনে আসছি গুগল সব কিছুর উত্তর জানে। গুগলে সার্চ করলে সব পাওয়া যায়। আমরা বড় হয়েছি গুগল ও বড় হয়েছে। সাথে অন্য কোন সার্চ ইঞ্জিন এতটা আগাতে পারেনি। তার আসল কারন হলো গুগলের সার্চ এলগরিদম।
গুগলের সার্চ এলগরিদম অনেক শক্তিশালী। এতটাই শক্তিশালী যে অন্য কোন প্রতিদ্বন্দ্বী দাড়াতে দেয়নি বিগত এক যুগ ধরে।
গুগল সার্চ এলগরিদম বছরে প্রায় ৪০০-৫০০ বার আপডেট নেয় উদ্দেশ্য একটাই, সার্চার কে বেস্ট সার্চ রেজাল্ট দেয়ার জন্যে।
সম্প্রতি গুগল র্যাঙ্ক ব্রেইন নামক নতুন কোডিং চালু করেছে যা অভাবনীয়।
গুগল র্যাংক ব্রেইন নিয়ে অন্য কোনদিন আলোচনা করব। আজ আলোচনা করব গুগল সার্চ ফ্যাক্টরস নিয়ে।
আমরা যারা ওয়েবসাইটে ব্লগ লিখি তারা সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশান নিয়ে ঘাটাঘাটি করি। সার্চ ইঞ্জিন কি পছন্দ করে আর কি অপছন্দ করে তা জানার চেষ্টা করি।
মজ এর হিসেব মতে গুগল ২০০+ ফ্যাক্টর এর উপর ভিত্তি করে ওয়েবসাইট র্যাঙ্ক করায়। তার মধ্যে কিছু কমন ফ্যাক্টর ছাড়া প্রায় সব গুলোই প্রতি মাসে মাসে আপডেট হয়।
গুগল র্যাঙ্কিং গোপন সুত্র পুরোপুরি জানা সম্ভব নয়। আরো বিস্তারিত জানতে ভিজিট করুন গুগল র্যাঙ্কিং ফ্যাক্টর
আমি আমিনুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।