অস্থায়ী ইমেইল এর মাধ্যমে সুন্দরবনকে কয়েকমিনিটের মধ্যে ভোট করুন

সুন্দরবনকে অনেক দিন থেকে ভোট করে আসছি। আমি ইহাহু এবং জিমেইলে প্রদিতিন একাউন্ট তৈরি করে ভোট করতাম। তবে এতে সময় অনেক বেশি লাগতো। কারন প্রথমে আমাকে ইমেইল একাউন্ট করতে হত। আবার নিউ৭ওয়ান্ডার এ ভোট করতে হত। সব মিলিয়ে একটা ভোট করতে আমার ১৫-২০ মিনিট লাগতো। আজকে নতুন একটা সাইটের সন্ধান পেলাম যেটা দিয়ে কয়েকমিনিটের মধ্যে নতুন ইমেইল ঠিকানা খোলা যায়। যা দিয়ে আমি কম সময়ে অনেক ভোট করতে সক্ষম হয়েছি। আপনিও এটা করতে পারেন। তবে n7w.com এটা সমর্থন করে কিনা তা আমার জানা নেই। তবে এটা দিয়ে আমি সফল ভাবে ভোট দিতে পেরেছি।

প্রথমে http://10minutemail.com এ যান। এখানে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনাকে একটা ইমেইল ঠিকানা দিয়ে দেওয়া হবে।

এবার http://www.new7wonders.com/ এ যান। এবার ভোট ফর নেচার এ ক্লিক করুন।

এখান থেকে সুন্দরবন নির্বান করুন। আপনি ভোট সাতটি নিবার্চন করতে পাবেন। তাই সুন্দরবন ছাড়াও আরো ছয়টি নির্বাচন করুন। তবে সাবধান, সুন্দরবনের সঙ্গে প্রতিদন্ডিতা করে এমন কিছু নির্বাচন করবেন না।

এবার http://www.new7wonders.com এ আপনার তথ্য দিয়ে রেজিস্ট্রশন করুন। এখানে ইমেইল ঠিকানা হিসেবে আপনার অস্থায়ী ইমেইল ঠিকানাটা কপি করে, পেস্ট করুন।

এবার আপনাকে ইমেইল চেক করতে বলবে।

এবার http://10minutemail.com এর পেজটি রিলোড করুন। আপনি ইনবক্সে একটি ইমেইল দেখতে পাবেন। এটা খুলুন এবং কনফারমেশন লিংক এ ক্লিক করুন।


এবার আপনি ও একটা নিশ্চত করন বার্তা পাবেন।

এভাবে আপনি কয়েক মিনিটে অনেক ভোট করতে পারেন।

Level 0

আমি হাবিবুর ফিরোজ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 52 টি টিউন ও 223 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

ইন্টারনেট সম্পর্কে সামান্য কিছু জানি। ইন্টারনেটেই সারাদিন ঘুরি। আমার নিজ্বস্ব সাইট www.bdwebzone.com. কারো প্রয়োজনে আসলে ধন্য মনে করবো। [email protected]


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই আমি সাধারনত মন্তব্য করি না। কিন্তু এই টিউন টি দেখে মন্তব্য না করে পারলাম না। আপনি কি আমাকে দয়া করে বলবেন যে একজন মানুষের কয়বার ভোট দেয়া টা বৈধ? যদি একবার হয় তাহলে আমি বলব আপনি মোটেও সঠিক কাজ করছেন না প্রতিদিন একটা করে ইমেইল খুলে ভোট দিয়ে। আর আপনি আরো বড় খারাপ কাজ টি করেছেন এখানে টিউন করে অন্য মানুষ কে খারাপ কাজ টি করতে উৎসাহী করে। ঠাণ্ডা মাথায় ভেবে দেখুন আপনি যা করছেন তা কতো টুকু সঠিক।

    বুঝতে ভুল করেছেন। এটা জাল ভোট হলে তারা এই সিস্টেম রাখতো না। নাকি আপনার ধারনা তাদের মাথায় এই চিন্তা আসে নাই? 😆

    জনাব তাহলে তো এই ভোট এর মূল্য টা কোথায়????? তাদের মাথায় এই চিন্তা আসলেও কি করতে পারবে তারা ???? আপনি এক ইমেইল থেকে একবার ভোট দিতে পারবেন। এক ইমেইল থেকে তাহলে কেন ১০০ বার দিতে পারছেন না??? অবশ্যই এক জনের উচিত একবার ভোট দেয়া। আপনার মাথায় অনেক বুদ্ধি, সুতরাং ভেবে দেখেন ভালো করে। তারপর নিজেই ঠিক করুন আপনি ১০০ টা ইমেইল আইডি খুলে ১০০ বার ভোট দিবেন কি না। ইমেইল আইডি আপনার একটি পরিচয় বহন করে। এই কারনেই এক ইমেইল থেকে এক বার ভোট দিতে পারবেন।

    হা হা
    কেউ স্বার্থ ছাড়া সুযোগ দেয় না। তাদের কাছে ভোট প্রধান বিষয় নয়।
    এরা খালি বছরের পর বছর দেরি করছে, এর কারণটা কি? কারণটা হল টাকা আয়।
    এই অর্গানাইজেশনের মূল লক্ষ্য হল অ্যাড থেকে টাকা আয় করা। এরা টাকা নিয়ে বিভিন্ন ট্যুর অপারেটরদের অ্যাড দিচ্ছে এদের ওয়েব পেজে।
    তাই ভোট শুধু টাকা ইনকামের একটা উপলক্ষ মাত্র!

    বুঝলাম তাদের মূল উদ্দেশ্য টাকা আয় করা। আমি কিন্তু তাদের উদ্দেশ্য নিয়ে কথা বলতে আসি নাই। আমি শুধু বলতে চেয়েছি যে এক জনের উচিত একটা ভোট দেয়া যদি সে ভোট দিতে চায়। ১০০ টা না। এখন আমার মনে হচ্ছে আপনি আমার মন্তব্য টা বুঝতে পারেন নাই।

    Level 0

    এটাকে জাল বলবেন না। এটা একটা বৈধ পদ্ধতি। আসুন আমরা প্রতিদিন অন্তত ১০ টা ভোট দিয়ে আমাদের সুন্দরবন কে পৃথিবীর সপ্তাশ্চর্যের একটি প্রতিষ্ঠিত করি।

সাবাই ভোট দিলে এমনিতেই হবে। ভোট ছিনতাই করতে হবে না। অন্য দেশেও তো তাদেরটা চায়। তাই বেইমানী করা ঠিক হবে না। বরং যারা ভোট দিচ্ছে না (যেমনঃ আমি) তাদের ভাল করে বুঝিয়ে দিন।

    😀 😀 😀 😆
    একদম ঠিক বলেছেন।

    নতুন পন্ডিত তুমি আমার ছোট বলেই তুমি করেই বলছি,তুমি শুধু ভোট সুন্দরবনকে দিতে পারবেনা,সুন্দরবন ছাড়াও আরোও ৬ টি জায়গা সিলেক্ট করএতে হবে।সুতরাং আমরা সারা বিশ্বের সব সুন্দর জায়গাগুলোকেই ভোট দিচ্ছি।তাই এইটাকে ভোট ছিনতাই বলার কোন কারণ দেখছি না।আশা করি বুঝতে পেরেছো।ভালো থেকো।

মোসলেহ ভাই আপনার মত নিতিবান মানুষ দেখে অবাক হলাম । কারো কি ঠেকা পরছে vote দিবে?? কেন দিবে ?? কারন নিজের দেশকে সবাই বড় করে দেখতে চাই । আরে নিজের দেশকে বড় করার জন্য তো অনেক দেশের মানুষতো যুদ্ধে যায় । সেই খানে মানুষ খুন করে । এখন বলেনতো মানুষ খুন করা বৈধ নাকি অবৈধ?? কথায় কথায় ভুল ধরা উচিত না

    আপনার সাথে আমার চিন্তা মিল না হওয়া টা অস্বাভাবিক না।আমার দেশ কে বড় করার জন্য যদি আপনাকে অবৈধ কাজ করতে হয় তাহলে আমি বলব এই ভাবে দেশ কে আপনি কোন দিন ই বড় করতে পারবেন না। সত্য এবং ন্যায় এর পথে থেকেই দেশ কে বড় করা সম্ভব ইনশাল্লাহ। ২ নম্বরি করে না। আমি কথায় কথায় ভুল ধরছি না। আমার মন্তব্যে উত্তর দেয়ার কারনেই আমি উত্তর দিয়েছি। আপনাকে ও উত্তর দিচ্ছি কারন আপনি আমাকে প্রশ্ন করেছেন। যুদ্ধ আর এই ব্যাপার টা এক না। আমার মনে হয় দেশ কে বড় করার জন্য যুদ্ধ একমাত্র আমেরিকাই করছে। আর এটা নিশ্চয়ই বলার দরকার নেই যে আমেরিকার যুদ্ধ করা আর যুদ্ধে মানুষ খুন করা টা কত টা বৈধ!!!!!!!! একটি ১০ বছরের বাচ্চা ও এই প্রশ্নের উত্তর জানে। আমার জানা মতে আর কেউ কখনও দেশের সম্মান বাড়ানোর জন্য যুদ্ধ করে নাই। আপনি জানলে আমাকে জানাবেন।

    আপনি কথা বুঝেন নাই । আমেরিকা নিজের দেশকে বড় করে নায় । নিজের স্বার্থের জন্য ও অন্য দেশ কে শোষন করার জন্য যুদ্ধ করেছে । নিজের দেশকে বরং ছোট করেছে।আমি যুদ্ধ সম্পর্কে এই জন্য বলছি যুদ্ধ কখনো মহৎ উদ্দেশে হয় । কখনো খারাপ উদ্দেশ্য নিয়ে ।বাংলা দেশীরা মহৎ উদ্দেশে যুদ্ধ করেছিল। কোনটা ন্যায় আর কোনটা অন্যায় এইটা মাথা দিয়ে চিন্তা করতে হবে ।আপাত দৃষ্টি থেকে অন্যায় মনে হলেও আসলে এইটা ন্যায়। মনে কিছু নিয়েন না। আমি মনে করি যান্ত্রিক চিন্তা না করে বিবেক দিয়ে চিন্তা করুন।

আমি রাহুল ভাইয়ের সাথে একমত। এবং এ পদ্ধতিতে সবাইকে ভোট দেয়ার জন্য উদাত্ত আহবান জানাচ্ছি। অনেক ধন্যবাদ টিউনারকে।

Level 0

এখানে তো আমি অবৈধ কিছু দেখছিনা। এটাতো ভোট প্রদানেরই একটা শর্ত।এই নিয়মটাতো কতৃর্‍পক্ষই করেছেন যে একটি ইমেল থেকে একটি ভোট করতে পারবে। তারাতো বলেননি যে একজন মানুষ একটি ভোট করতে পারবে।আর একটা মানুষের একাধিক ইমেল আছে তাতে কোন সন্দেহ নাই।তাছাড়া কেউ যদি ভোট দেওয়ার জন্য ইমেল আইডি খুলে তাদের দেওয়া সুযোগের সৎ ব্যবহার করে ভোট দেয় তাতে তো দোষের কিছু দেখিনা ।এটাতো নৈতিকতা বহির্ভূত ‍কাজের মধ্যে পড়েনা এটা কর্তৃপক্ষের নীতির মধ্যেই পড়ে।এই রকম যদি নিয়ম থেকে থাকে তাহলে মোসলেহ ভাইকে বলব প্লিজ ভোট দানের নিয়মটি প্রকাশ করুন যদি সেখানে লেখা থাকে একজন মানুষ (ইমেল নয়)একটি ভোট করতে পারবে তাহলে আমিও একাধিক ভোট দিবনা।আর যদি না পারেন তাহলে দেশের জন্য ভাল কিছু করতে না পারেন বাম হাত ঢুকাবেন না প্লিজ।

Level 3

@মোসলেহ says:kiকি ভাই লিষ্ট এ বাংলাদেশের নাম দেইখ্যা দিল টা খুব পুড়ে, না? লিষ্ট এ পাকিস্তানের নাম নাই দেইখ্যা?তা হলে আপনার কথাই ঠিক।খালি আমেরিকার যুদ্ধের কথা ক’ন কেন আমাদের মুক্তিযুদ্ধের কথা কি ভুইল্যা গেসেন? নাকী ওটা কোন যুদ্ধই ছিল না, ছিল গন্ডগোল।

kaj hobe bole mone hoy na. tobu email korum

আমি ২টা ভোট দিলাম। হি হি 😀

নিউ৭ওয়ান্ডার এটা কখনোই বলেনি যে, একজন একাধিক ভোট করতে পারবে না। তারা বলেছে একটি্ একটি ইমেইল থেকে একটিই ভোট গ্রহন করা যাবে্। আর আমাদের কাছে দেশ প্রেম বড়। দেশের স্বার্থে কি আমরা এতটুকু করতে পারবো না? এতে কিসের অন্যায়, আর আমরা সবাই এত ভাল, এত নীতিবান হতাম তাহলে বাংলাদেশ এর এই অবস্থা থাকতো না। আমরা কি সবাই ভালো? আমরা এর থেকে কতক খারাপ কাজ করে বেরাচ্ছি সেটা আমাদের দৃষ্টি গোচর হয় না। কলা খেয়ে আমরা কলার ছাল রাস্তায় ফেলে দি, সেটাকে ডাস্টবিনে ফেলার প্রয়োজনিওতা মনে করি না। কি লাভ আমাদের মুখে ভাল কথা বলে। কারন আমরা তা বাস্তবে পরিনত করতে পারি না।

Level 0

Hello Mosleh vi, ami ekjon notun tuner. Tai sudhu bolte chai ekta notun system esheche, etake negative drishti te na dekhe grohon korun. Ar system ta khubi shohoj, Illegal kisur proshnoi ashe na. Jodi Illegal hoito tahole http://www.n7w.com ta onek agei unsupported hishebe dekhato.

অনেক ভাল বুদ্ধি……………