সুন্দরবনকে অনেক দিন থেকে ভোট করে আসছি। আমি ইহাহু এবং জিমেইলে প্রদিতিন একাউন্ট তৈরি করে ভোট করতাম। তবে এতে সময় অনেক বেশি লাগতো। কারন প্রথমে আমাকে ইমেইল একাউন্ট করতে হত। আবার নিউ৭ওয়ান্ডার এ ভোট করতে হত। সব মিলিয়ে একটা ভোট করতে আমার ১৫-২০ মিনিট লাগতো। আজকে নতুন একটা সাইটের সন্ধান পেলাম যেটা দিয়ে কয়েকমিনিটের মধ্যে নতুন ইমেইল ঠিকানা খোলা যায়। যা দিয়ে আমি কম সময়ে অনেক ভোট করতে সক্ষম হয়েছি। আপনিও এটা করতে পারেন। তবে n7w.com এটা সমর্থন করে কিনা তা আমার জানা নেই। তবে এটা দিয়ে আমি সফল ভাবে ভোট দিতে পেরেছি।
প্রথমে http://10minutemail.com এ যান। এখানে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনাকে একটা ইমেইল ঠিকানা দিয়ে দেওয়া হবে।
এবার http://www.new7wonders.com/ এ যান। এবার ভোট ফর নেচার এ ক্লিক করুন।
এখান থেকে সুন্দরবন নির্বান করুন। আপনি ভোট সাতটি নিবার্চন করতে পাবেন। তাই সুন্দরবন ছাড়াও আরো ছয়টি নির্বাচন করুন। তবে সাবধান, সুন্দরবনের সঙ্গে প্রতিদন্ডিতা করে এমন কিছু নির্বাচন করবেন না।
এবার http://www.new7wonders.com এ আপনার তথ্য দিয়ে রেজিস্ট্রশন করুন। এখানে ইমেইল ঠিকানা হিসেবে আপনার অস্থায়ী ইমেইল ঠিকানাটা কপি করে, পেস্ট করুন।
এবার আপনাকে ইমেইল চেক করতে বলবে।
এবার http://10minutemail.com এর পেজটি রিলোড করুন। আপনি ইনবক্সে একটি ইমেইল দেখতে পাবেন। এটা খুলুন এবং কনফারমেশন লিংক এ ক্লিক করুন।
এবার আপনি ও একটা নিশ্চত করন বার্তা পাবেন।
এভাবে আপনি কয়েক মিনিটে অনেক ভোট করতে পারেন।
আমি হাবিবুর ফিরোজ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 52 টি টিউন ও 223 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ইন্টারনেট সম্পর্কে সামান্য কিছু জানি। ইন্টারনেটেই সারাদিন ঘুরি। আমার নিজ্বস্ব সাইট www.bdwebzone.com. কারো প্রয়োজনে আসলে ধন্য মনে করবো। [email protected]
ভাই আমি সাধারনত মন্তব্য করি না। কিন্তু এই টিউন টি দেখে মন্তব্য না করে পারলাম না। আপনি কি আমাকে দয়া করে বলবেন যে একজন মানুষের কয়বার ভোট দেয়া টা বৈধ? যদি একবার হয় তাহলে আমি বলব আপনি মোটেও সঠিক কাজ করছেন না প্রতিদিন একটা করে ইমেইল খুলে ভোট দিয়ে। আর আপনি আরো বড় খারাপ কাজ টি করেছেন এখানে টিউন করে অন্য মানুষ কে খারাপ কাজ টি করতে উৎসাহী করে। ঠাণ্ডা মাথায় ভেবে দেখুন আপনি যা করছেন তা কতো টুকু সঠিক।