মানুষ তার সৃষ্টিলগ্ন থেকেই পুরাতনকে পিছনে ফেলে নতুনকে স্বাগত জানায়। আর এর পিছনে থাকে জমকালো সৃষ্টিশৈল্প। যেখানে মানুষ নতুন নতুন কিছু সম্পর্কে জানতে পারে, আর এই জানার আগহ থেকেই মানুষের জন্য তৈরি হয় নিত্য নতুন সব আবিষ্কার। আর এইসব আবিষ্কারের ফলে আমাদের দৃষ্টি চলে যায় নতুনের দিকে, ভুলে যাই পুরাতনকে। আর ভুলে যাওয়াটাই স্বাভাবিক, কেননা নতুনত্ব আসার ফলে আমরা নতুন সব প্র্রযুক্তি ব্যবহার করতে পারি নতুবা আমাদের পুরাতন প্রযুক্তি ব্যবহারের একঘেয়েমে লেগে যেত। ১৯৯৬-১৯৯৮ সালের দিকেও বাংলাদেশের সাধারন মানুষের হাতে হাতে মোবাইল থাকবে এটা ছিল স্বপ্নের মত। পৃথিবীর বিজ্ঞান ও প্রযুক্তিতে এসেছে বৈপ্লবিক পরিবর্তন। তাই নতুনকে সবসময়ই স্বাগতম....
পৃথিবীর মধ্যে সবচেয়ে জনপ্রিয় ব্রাউজার ছিল্ ইন্টারনেট এক্সপ্লোরার কিন্তু বর্তমানে খুব কমই ইন্টারনেট এই ব্রাউজারটি ব্যবহার করে থাকেন। এর ব্রাউজারটির জনপ্রিয়তা কমে যাবার পিছেন নতুন কিছু ব্রাউজারের উত্থান এবং এর স্পিড এর জন্য দায়ী। পর্যালোচনা করলে দেখা যায় ২০০৯ সালে ইন্টারনেট এক্সপ্লোরাকে পিছনে ফেলেগেছিল মজিলা ফায়ার ফক্স। এই প্রথম ব্রাউজার ইন্টারনেট এক্সপ্লোরারকে পিছনে ফেলল। আর এই পিছিয়ে পরাটাই হয়তবা ইন্টারনেট এক্সপ্লোরারের যুগের সমাপ্তি ঘটাবে। আর অনেকেই মনে করছেন ইন্টারনেট এক্সপ্লোরারের ভরাড়ুবির জন্য সবচেয়ে বেশী দায়ী হচ্ছে গুগল ক্রোম। নিচের তালিকা থেকেই এর জনপ্রিয়তা কিভাবে দিন দিন বেড়ে চলেছে তা দেখা যাবে.....
মজিলা ফায়ারফক্স ব্রাউজারও সস্তিতে নেই কেননা গত ২ বছরের হিসেব পর্যালোচনা করলে যেখা যাবে গুগল ক্রোম এর জনপ্রিয়তা ও ব্যবহারকারীর সংখ্যা বেড়েছে কয়েক গুন। আর এর জনপ্রিয়তা এভাবে বাড়তে থাকলে ভেবে নেয়া যায় হয়ত কয়েক বছরের মধ্যে গুগল ক্রোমই হবে পৃথিবীর সবচেয়ে বেশী ব্যবহৃত এবং জনপ্রিয় ব্রাউজার। এই সকল ধারনা চিন্তা করেই মজিলা একের পর এক নতুন ভার্সন বের করে যাচ্ছে তবে কতদিনই বা টিকে থাকতে পারবে মজিলা গুগলের সথে প্রতিদন্দিতা করে?
আমি রাখাল বালক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 202 টি টিউন ও 1117 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
এদেশের ৯৯% মানুষই কোন না কোন ভাবে দূর্নীতির সাথে জড়িত। হয়ত কেউ ঘুষ দেয় অথবা কেউ নেয় দুটোই তো সমান অপরাধ। আর মায়ের পেটে থাকা শিশুটিও দূর্নীতির অর্থে কেনা খাবার খেয়ে বড় হয়ে উঠে। আর আমরা আশা করছি দেশপ্রেমিক এক নেতা। এটা নিম গাছ লাগিয়ে আম আশা করার মত হয়ে...
আপনার দেয়া লিস্টের সাথে তো আপনার নিজের কথাই মিলে না। আপনার লিস্টে ফায়ারফক্সের মোট শেয়ার ৫২% এর উপরে। অন্যদিকে ক্রোমের শেয়ার মাত্র ৮% এর একটু বেশি। এই অবস্থায় কিভাবে ক্রোম মজিলার সাথে টক্কর দিবে?
লিস্টটা আপডেট করে দিন।