হয়ত কোন জনপ্রিয় ব্রাউজারকে আমরা হারাতে বসেছি

মানুষ তার সৃষ্টিলগ্ন থেকেই পুরাতনকে পিছনে ফেলে নতুনকে স্বাগত জানায়। আর এর পিছনে থাকে জমকালো সৃষ্টিশৈল্প। যেখানে মানুষ নতুন নতুন কিছু সম্পর্কে জানতে পারে, আর এই জানার আগহ থেকেই মানুষের জন্য তৈরি হয় নিত্য নতুন সব আবিষ্কার। আর এইসব আবিষ্কারের ফলে আমাদের দৃষ্টি চলে যায় নতুনের দিকে, ভুলে যাই পুরাতনকে। আর ভুলে যাওয়াটাই স্বাভাবিক, কেননা নতুনত্ব আসার ফলে আমরা নতুন সব প্র্রযুক্তি ব্যবহার করতে পারি নতুবা আমাদের পুরাতন প্রযুক্তি ব্যবহারের একঘেয়েমে লেগে যেত। ১৯৯৬-১৯৯৮ সালের দিকেও বাংলাদেশের সাধারন মানুষের হাতে হাতে মোবাইল থাকবে এটা ছিল স্বপ্নের মত। পৃথিবীর বিজ্ঞান ও প্রযুক্তিতে এসেছে বৈপ্লবিক পরিবর্তন। তাই নতুনকে সবসময়ই স্বাগতম....


পৃথিবীর মধ্যে সবচেয়ে জনপ্রিয় ব্রাউজার ছিল্‌ ইন্টারনেট এক্সপ্লোরার কিন্তু বর্তমানে খুব কমই ইন্টারনেট এই ব্রাউজারটি ব্যবহার করে থাকেন। এর ব্রাউজারটির জনপ্রিয়তা কমে যাবার পিছেন নতুন কিছু ব্রাউজারের উত্থান এবং এর স্পিড এর জন্য দায়ী। পর্যালোচনা করলে দেখা যায় ২০০৯ সালে ইন্টারনেট এক্সপ্লোরাকে পিছনে ফেলেগেছিল মজিলা ফায়ার ফক্স। এই প্রথম ব্রাউজার ইন্টারনেট এক্সপ্লোরারকে পিছনে ফেলল। আর এই পিছিয়ে পরাটাই হয়তবা ইন্টারনেট এক্সপ্লোরারের যুগের সমাপ্তি ঘটাবে। আর অনেকেই মনে করছেন ইন্টারনেট এক্সপ্লোরারের ভরাড়ুবির জন্য সবচেয়ে বেশী দায়ী হচ্ছে গুগল ক্রোম। নিচের তালিকা থেকেই এর জনপ্রিয়তা কিভাবে দিন দিন বেড়ে চলেছে তা দেখা যাবে.....

মজিলা ফায়ারফক্স ব্রাউজারও সস্তিতে নেই কেননা গত ২ বছরের হিসেব পর্যালোচনা করলে যেখা যাবে গুগল ক্রোম এর জনপ্রিয়তা ও ব্যবহারকারীর সংখ্যা বেড়েছে কয়েক গুন। আর এর জনপ্রিয়তা এভাবে বাড়তে থাকলে ভেবে নেয়া যায় হয়ত কয়েক বছরের মধ্যে গুগল ক্রোমই হবে পৃথিবীর সবচেয়ে বেশী ব্যবহৃত এবং জনপ্রিয় ব্রাউজার। এই সকল ধারনা চিন্তা করেই মজিলা একের পর এক নতুন ভার্সন বের করে যাচ্ছে তবে কতদিনই বা টিকে থাকতে পারবে মজিলা গুগলের সথে প্রতিদন্দিতা করে?

Level 0

আমি রাখাল বালক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 202 টি টিউন ও 1117 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

এদেশের ৯৯% মানুষই কোন না কোন ভাবে দূর্নীতির সাথে জড়িত। হয়ত কেউ ঘুষ দেয় অথবা কেউ নেয় দুটোই তো সমান অপরাধ। আর মায়ের পেটে থাকা শিশুটিও দূর্নীতির অর্থে কেনা খাবার খেয়ে বড় হয়ে উঠে। আর আমরা আশা করছি দেশপ্রেমিক এক নেতা। এটা নিম গাছ লাগিয়ে আম আশা করার মত হয়ে...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আপনার দেয়া লিস্টের সাথে তো আপনার নিজের কথাই মিলে না। আপনার লিস্টে ফায়ারফক্সের মোট শেয়ার ৫২% এর উপরে। অন্যদিকে ক্রোমের শেয়ার মাত্র ৮% এর একটু বেশি। এই অবস্থায় কিভাবে ক্রোম মজিলার সাথে টক্কর দিবে?
লিস্টটা আপডেট করে দিন।

    বাবর ভাই আপনি মনে হয় পুরোটা ঠিক মত পরেন নাই কেননা এখন ৮% আছে কিন্তু ৮০% হতে কতক্ষন। আপনি কি কখনই চিন্তা করেছিলেন গুগল কখনই ইয়াহুকে ড়ুবাতে পারে। যদি চিন্তা করেছিলেন তাহলে আমি বলব আপনি খুব বড়মাপের পন্ডিত। গুরু আপনাকে সালাম………………..

    উহু, আমি সেজন্য বলিনি। আমি বলেছি কারণ এই লিস্টটা দেখে এটাকে পুরাই আনব্যালেন্সড মনে হচ্ছে। হয় লিস্টটা অনেক পুরোনো আর নাহয় এটা কোন একটা ওয়েব সাইটের স্ট্যাটিসটিকস। কারণ ক্রোমের শেয়ার অবশ্যই এত কম নয়। এজন্যই লিস্ট আপডেট করার কথা বলেছিলাম।

    বাবর ভাই আমি মজিলা ব্যবহারের জনপ্রিয়তার কথা বলছি

    Level New

    হাসিব ভাইয়ের লিস্ট অনেকটাই ঠিক আছে। তবে উনি সোর্সটা বললে আরো পরিস্কার হতো। বাবর ভাইকে আমি পরিস্কার করে বলছি।
    ২০০৯ এর শুরুতে ইন্টারনেট এক্সপ্লোরারের শেয়ার ছিল ৬৫%, ফায়ারফক্স ২৭% আর ক্রোম ২%। আর ২০১১ এর শুরুতে তা দাড়িয়েছে যথাক্রমে ৪৬%, ৩১% ১৬%।
    সুতরাং এই কথা বলাই যায় আর ১ কি সর্বোচ্চ ২ বছরের মধ্যে ক্রোম এক নাম্বারে চলে আসবেই।
    সূত্রঃ স্ট্যাট কাউন্টার ( গ্লোবাল ডাটা)

    এটা অসম্ভব কিছু না কারণ, উনি লিখার মধ্যে বলেছেন, যে হারে বাড়ছে?

    Level 0

    আর মাত্র এক বা দেড় বছরের মাথায় ক্রোম সকল ব্রাউজারকে পেছনে ফেলে যাবে, যদি না অন্যান্য ব্রাউজারগুলা ঐ মাত্রায় আধুনিকায়ন করতে পারে। আমার মনে হয়না যে ব্যবহারকারী একবার ক্রোমের স্বাদ পেয়েছে সে আবার বস্তাপচা কাছিম মার্কা ব্রাউজার ব্যবহার করবে।

Level 0

“মজিলা একের পর এক নতুন ভার্সন বের করে যাচ্ছে”

কোথায়? ৪বেটা তো সেই কবে থেকেই চলছে, এরপর তো আর নতুন ভার্সন আসে নাই। অন্যদিকে ক্রোম ১০ পর্যন্ত চলে গেছে।
তবে এটা থিক ক্রোম অনেক দ্রুত আগাচ্ছে।

    ভাই মজিলার নতুন ভার্সন না বের হলে আপডেন নেয় কেন বলতে পারেন?

হাসিব ভাইয়ের সাথে আমি একমত।
গত দশ বছরের পরিসংখ্যান পাবেন এখানে।
http://www.w3schools.com/browsers/browsers_stats.asp

    ঠিক ঠিক মজিলার জন্য গুগল ক্রোমই একমাত্র হুমকি

আগে মানুষ নেট ব্যবহার সম্পর্কে ভালোভাবে জানত না। ফলে তারা Microsoft এর সাথে আসা ব্রাউজার IE ব্যবহার করত। বর্তমানে সবাই নিজের পছন্দমতো বা অন্যের পরামর্শে ভাল ব্রাউজার ব্যবহার করে। এ জন্যেই হয়ত IE এর ইউজার বেশি ছিল, যেহেতু সবচে’ বেশি ব্যবহৃত OS Microsoft এর।

ক্রোম এর সরাসরি ডাউনলোড লিংক টা কি কেউ দিতে পারেন? অফলাইন ইনস্টল করতে চাই।

গুগল ক্রোম সত্যি জটিল। কিন্তু ডাউনলোড সিস্টেম এর মত খারাপ জিনিষ জাহান্নামেও আছে কিনা সন্দেহ 🙁

http://www.w3schools.com/browsers/browsers_stats.asp

উপরের সাইটির এই স্ট্যাটিক্স টা দেখলেয় বুঝা যাবে google chrome কিভাবে লাফ দিতেছে । আমি নিজেও google chrome like করি

আসাধারন টিউন ধন্যবাদ।

তথ্যটি দেওয়ার জন্য ধন্যবাদ।

ভাইয়াকে অনেক দিন পরে দেখলাম নাকি আমিই আপনার লেখা মিস করছি বুঝতিছিনা । তবে অনেক দিন পরে দেখে খুব খুশি লাগতেছে ।

আপনার টিউন পেয়ে ভালো লাগলো ।ধন্যবাদ আপনাকে।

ধন্যবাদ তথ্যটি শেয়ার করার জন্য।
আর সকল ব্রাউজারেরই দীর্ঘায়ু কামনা করছি।

মজিলা ইদানিং হ্যং করে…………

Level 0

Save for Webpages, IE is the best Browser.

Level 0

Kon ta Best IE9 Naki Mozilla ? IE 9 Ta dekhte Awesome

আমি personally firefox পছন্দ করি… chrome ভালো তবে এখনো firefox এর মত এত বিশাল add-on এর collection নেই… তবে কিছুদিনের মধ্যেই হয়ে যাবে… আর mozilla 5, 6 দেখে আমার মনে হয় firefox এর দিন শেষ হতে এখনও অনেক দেরি… আগামীতে chrome এবং firefox এর প্রতিদ্বন্দিতা আরো বাড়বে বলে মনে করি…