কিভাবে ব্রডব্যান্ড কানেকশন অটো কানেক্ট করবেন

টিউন বিভাগ ইন্টারনেট
প্রকাশিত
জোসস করেছেন

সবাইকে শুভেচ্ছা। আশা করি সবাই ভাল আছেন। আজকে অনেকদিন পর আসলাম আপনাদের মাঝে। কাজের চাপে এখন আর সময় দিতে পারি না।

আসলে আমি নিজেই ব্রডব্যান্ড কানেকশন অটো কানেক্ট নিয়ে সমস্যায় পরেছিলাম তাই এইটা নিয়ে ঘাটাঘাটি করে এর সমাধান বের করলাম। যদিও অনেকে জানেন তারপরেও জারা জানেন না তাদের জন্য শেয়ার করলাম।

আমরা যারা  ব্রডব্যান্ড কানেকশন ব্যবহার করি তারা সবাই এ সমস্যায় পড়ে থাকি। বারা বার ব্রডব্যান্ড কানেকশন কানেক্ট করতে হয়। তাই এই ট্রিক্স ব্যবহার করলে আপনি যখন আপনার পিসি অন করবেন তখন অটো ব্রডব্যান্ড কানেকশন কানেক্ট হয়ে যাবে।

যাহোক প্রথমে আপনার পিসি থেকে নোটপ্যাড ওপেন করুন। নিছের মত লিখুন।

rasdial Broadband connection Username password

Broadband connection: এখানে আপনার কানেকশন নাম দিবেন।
Username : এখানে আপনার কানেকশন ইউজার নেম দিবেন।
password : এখানে আপনার কানেকশন পাসওয়ার্ড দিবেন।

এরপর এই নোটপ্যাড .bat ফরম্যাট এ সেভ করুন।

 

এরপর Run কমান্ড ওপেন করুন এবং নিছের লাইন কপি করে পেস্ট করুন।

%programdata%\Microsoft\Windows\Start Menu\Programs\Startup

এরপর দেখবেন একটা ফোল্ডার ওপেন হবে।

এখানে এই .bat ফাইল কপি করে পেস্ট করুন।

এখন থেকে আপনার পিসি যখন অন করবেন অটো ব্রডব্যান্ড কানেকশন কানেক্ট হবে। কেউ যদি না বুঝতে পারেন তাহলে নিছের ভিডিও টি দেখেন তাহলে ভাল করে বুঝতে পারবেন আশা করি।

টিউন টি প্রথম প্রকাশিত হয়েছিল অ্যানটেকটিউনস এ। প্রথম প্রকাশের লিঙ্ক। পারলে আকবর ঘুরে আসবেন।

Level 0

আমি মোঃ আতিকুর রাহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 79 টি টিউন ও 154 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

আমি খুব বেশি কিছু জানি না তবে ব্লগ লেখা আমার শখ। তাই যখন সুযোগ পাই তখন লিখতে বসি। যদি আমার একটি পোস্ট ও আপনাদের একটু হলেও হেল্প করে তাহলে আমার চেষ্টা সার্থক হবে। আমার একটা ব্লগ আছে আশা করি একটু ঘুরে আসবেন এবং লেখা লেখি করবেন। Blog Link: https://anytechtune.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস