তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (অাইসিটি)সাজেশন- এইচ.এস.সি প্রস্তুতি-২০১৮

তোমরা অনেকেই তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (অাইসিটি) বিষয়টা নিয়ে অনেক ভয় পাও।কিন্তু মনে রেখো এটা ভয়ের কোনো বিষয় না।তোমাদের অাজ কিছু গুরুত্বপুর্ণ টপিকস বলে দেবো যেগুলো পড়লে ইনশাঅাল্লাহ ৯৫% প্রশ্ন কমন অাসবে।ভয়কে কর জয়………

 তথ্য ও যোগাযোগ প্রযুক্তি 

ম অধ্যায়- তথ্য ও যোগাযোগ প্রযুক্তি:  বিশ্বগ্রাম ও বাংলাদেশ প্রেক্ষিতঃ

  • ভিডিও কনফারেন্সিং
  • ই-মেইল
  • বিশ্বগ্রাম
  • ভার্চুয়াল রিয়ালিটি
  • রোবটিক্স
  • কৃত্তিম বুদ্ধিমত্তা
  • ক্রায়োসার্জারি
  • বায়োইনফরমেট্রিক্স
  • বাইয়োমেট্রিক্স
  • জেনেটিক ইঞ্জিনিয়ারিং
  • ন্যানো টেকনোলজি
  • সাইবার ক্রাইম

য় অধ্যায়-কমিউনিকেশন সিস্টেম ও নেটওয়ার্কিংঃ

 

  • ডেটা কমিউনিকেশন
  • সিনক্রোনাস & অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন
  • ট্রান্সমিশন মোড
  • ব্যান্ডউইথ
  • ফাইবার অপটিকেল কেবল
  • ওয়াই-ফাই
  • ওয়াইম্যাক্স
  • বাস,রিং,স্টার টপোলজি
  • ক্লাউড কম্পিউটিং (ধারণা,সুবিধা)
  • মোবাইলের প্রজন্ম

HSC ICT Suggestion 2018(তথ্য ও যোগাযোগ প্রযুক্তি)

 

য় অধ্যায়- সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস ঃ

  • বাইনারি যোগ বিয়োগ
  • ১ এবং ২ এর পরিপূরক
  • কোডিং(বিসিডি,ASCII)
  • বুলিয়ান অ্যালজেব্রা
  • ডি মরগানের সূত্র
  • সরল
  •  সত্যক সারণি
  • মৌলিক গেইট সবগুলো
  • যৌগিক গেইট সবগগুলো
  • যৌগিক গেইট এর সার্বজনীনতা (NAND & NOR)
  • অ্যাডার

র্থ অধ্যায়-ওয়েব ডিজাইন পরিচিতি & HTML

  • HTML
  • Tag, Text formatting
  • হাইপারলিংক
  • টেবিল সংযোজন
  • ডিবাগিং
  • ছবি সংযোজন
  • ডোমেইন নেম,হোম পেজ, WWW,আইপি এড্রেস

HSC ICT Suggestion 2018(তথ্য ও যোগাযোগ প্রযুক্তি)

ম অধ্যায়-প্রোগ্রামিং ভাষা

  • প্রোগ্রামের ভাষা
  • অনুবাদক প্রোগ্রাম(কম্পাইলার & ইন্টারপ্রিটার)
  • সুডোকোড
  • অ্যালগরিদম & ফ্লোচার্ট
  • সি প্রোগ্রামিং(যেকোন একটি প্রোগ্রাম করার কোড থাকবেই)
  • ডেটা টাইপ
  • চলক
  • ধ্রুবক
  • কীওয়ার্ড
  • অ্যারে
HSC ICT Suggestion 2018 (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি)
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

ষ্ঠ অধ্যায়-ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম

  • ডেটাবেজ ম্যানেজমেন্ট
  • কী
  • RDBMS এর বৈশিষ্ট্য
  • ডেটা টাইপ
  • SQL কুয়েরি
  • সর্টিং & ইন্ডেক্সিং
  • ডেটাবেজ রিলেশন
  • ডেটা এনক্রিপশন

বিভিন্ন শিক্ষামূলক টিউন ও এইচ এস সি পরীক্ষার সাজেশন আরও অনন্যা সাজেশন  পেতে

আমার সাইট থেকে ঘুরে আসতে পারেন। admissionwar.com

 

Level 0

আমি মাহফুজুর রহমান মারুফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 10 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস