হাই স্পিড ডাউনলোড সম্পর্কে সঠিক ধারণা রাখুন

(ইন্টারনেট ও ডাউনলোড বিষয়ে কয়েকটি কনফিউজিং পোষ্ট পরার পর, সঠিক তথ্য নিয়ে ব্যবহারকারীদের জন্য টিউন করার প্রয়োজন অনুভব করলাম। আসলে প্রযুক্তির সঠিক ও নির্ভুল জ্ঞান থাকা অনেক জরুরী। আমি প্রশ্নের আকারে ও সহজ ভাষায় বিষয়টগুলো প্রকাশের চেস্ঠা করবো।

আমার ইন্টারনেট স্পিড কি বাড়ানো সম্ভব?

হ্যা অধিকাংশ ক্ষেত্রেই সম্ভব। ধরুন আপনি ২৫৬ কেবিপিএস (Kbps) এর একটি লাইন ব্যবহার করেন, কিন্তু স্পিড পান ১১-১২ KBps । এর অর্থ এটা নয় প্রভাইডার আপনাকে ১১-১২ KBps সরবরাহ করছে তাই আপনি এর বেশি পাবার ক্ষমতা রাখেন না। লাইনটি শেয়ার করে অনেকে ব্যবহার করার জন্য গড়পড়তায় আপনি ১১-১২ কেবিপিএস পাচ্ছেন।

কিন্তু, তাত্বিকভাবে আপনি ০ থেকে-সর্বোচ্চ ২৫৬ kbps পর্যন্ত যেকোনো স্পিড পাবার ক্ষমতা রাখেন। অর্থাৎ ০-৩২ KBps এর আশেপাশে ওঠানামা করবে (1 KBps=8kbps হিসাবে)

কিছু ফ্যাক্টরের আপগ্রেড করার মাধ্যমে আপনি নেটওয়ার্ক প্রদত্ত সর্বোচ্চ স্পিড পেতে পারেন।

ইন্টারনেট স্পিড কিভাবে বাড়ানো সম্ভব?

1. আপনি যদি গ্রামীণফোনের EDGE কানেকশন ব্যবহার করেন তবে দেখবেন, একই সময়ে একই জায়গায়,
একটি NOKIA N 73 ব্যবহার করে ডাউনলোড স্পিড১৫ KBps হলে NOKIA 5800 তে পাবেন ২৫-২৯ KBps, যদিও দুটোই EDGE মডেম। এই তারতম্যের কারণ মডেমের Class এর পার্থক্য। EDGE Class 10 এর টেয়ে EDGE Class 32 এ বেশি স্পিড পাওয়া যাবে, কারণ এটি আলাদা আলাদা চ্যানেলের মাধ্যমে বেশি ডাটা শুষে নেয়। সহজ উদাহরণ দেই,

আপনি একটি ট্যাপ ছেড়ে এক বালতি পানি ভর্তি করতে যদি 10 মিনিট লাগলে, তাহলে 2 টি ট্যাপ ছাড়লে 5-6 মিনিটে বালতিটি ভর্তি হবে। অর্থাৎ লাইন যতবেশি হবে, সময় তত কম লাগবে। একইভাবে, চ্যানেল যত বেশি হবে, স্পিড তত বেশি পাওয়া যাবে। তাই ভালো মডেম আপনাকে ভালো স্পিড দেবে।

2. কেবল সংযেগের ক্ষেত্রে ADSL, ব্রন্ডব্যান্ড বা ডায়াল আপ এর কেবলের প্রধান উপাদান কপার ও অ্যালুমিনিয়াম। সুতরাং পুরোনো কেবলের রেজিস্টেন্স বা রোধ বেশি থাকবে এবং ডাটা প্রবাহ কমে যাবে। নতুন কেবলে পারফরমেন্স ভালো আসবে।

আবার কপার তারের চেয়ে ফাইবার অপটিক (অপটিক্যাল ফাইবার) এর রোধ অনেক কম, তাই কেউ যদি অপটিক্যাল ফাইবার দিয়ে সংযোগ নেয় (অনেক ব্যায়বহুল, তবে গ্রাহক চাইলে BTCL ব্যবস্থা করে দেয়) তবে আরো ভালো পারফরম্যান্স পাওয়া যাবে।

3. আপনার কম্পিউটারের প্রসেসর, RAM ইত্যাদি হার্ডওয়্যারের উপরও স্পিড নির্ভর করবে। ইন্টারনেট সিগন্যাল (ডাটা) গুলোকে কম্পিউটার পাঠের উপযোগী করতে প্রসেসর কাজ করে, আবার HTML ল্যাংগুয়েজে রূপান্তরেও এটি কাজ করে। তাই আপনার পিসি যত আধুনিক হবে, প্রসেসিং তত দ্রুত হবে,  স্পিড ও তত বেশি হবে। এজন্য পেন্টিয়াম 3 মানের পিসিতে নেট ব্যবহার করে যে পারফরমেন্স পাবেন, আধুনিক পিসিতে তার চেয়ে কয়েকগুন বেশি ভালো পারফরমেন্স পাবেন।

4. বিভিন্ন ইন্টারনেটের সংযোগ (EDGE, ADSL, ব্রন্ডব্যান্ড বা ডায়াল আপ) এর জন্য আপনার পিসির একটি নির্দিষ্ট রেজিস্ট্রি কনফিগারেশন দরকার হয়। খারাপ করফিগারেশনের কারণে স্পিড কমে যায়। বিভিন্ন টিউনআপ সফটওয়্যার আপনার সংযোগ ও হার্ডওয়্যার বিবেচনা করে উপযোগী কনফিগারেশন প্রদান করে, ফলে স্পিড বেড়ে যায়। তাই এসব সফটওয়্যার একবারেই অকাজের, এমন বলা যাবে না।

ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার (IDM)  কি সত্যিই ডাউনলোড স্পিড বাড়াতে পারে?

হ্যা, জনপ্রিয় ডাউনলোড ম্যানেজার IDM একটি বিশেষ প্রযুক্তি ব্যবহার করে ডাউনলোড সর্বোচ্চ 10 গুন পর্যন্ত বাড়াতে সক্ষম। বিশেষ প্রযুক্তিটি হচ্ছে, একটি ফাইলকে ভেঙ্গে কয়েক টুকরা করে সেই টুকরো গুলো আলাদা আলাদাভাবে ডাউনলোড করা।

ধরুন, দশজন লোক একটি দরজা দিয়ে বের হবে, তাহলে কিছুটা হলেও সময় বেশি প্রয়োজন।

কিন্তু আপনি যদি 10 টি দরজা বানিয়ে দেন, তাহলে 10 জন লোক একবারেই বেরুতে পারবে। সময় লাগবে কম।

একইভাবে, একটি সার্ভার থেকে আপনি একটি ফাইল নামাতে যে সময় লাগবে, সার্ভারে সেটি 10 টুকরো করে আলাদা আলাদা নামাতে সময় অনেক কম লাগবে।

তবে যেসব সাভার্রে ফাইলকে এভাবে ভাঙ্গা যায়না, সেখানে ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার দিয়ে ডাউনলোড স্পিড বাড়ানোর কোনো সুযোগ থাকেনা।

যেসব সাইটে ডাউনলোড রিজিউম বা পজ করা যায়, সেগুলোর সবগুলোই IDM এর এই প্রযুক্তিটি সমর্থন করে ফলে উচ্চগতিতে ডাউনলোড করা যায়।


----------------------------------------------------------------------------------

তথ্য ও প্রযুক্তির সাথে থাকুন, থাকুন জ্ঞানের সাথে। হ্যাপি নেটওয়ার্কিং।

-- নেট মাস্টার।
Author: Dr. Tanzil

Level 2

আমি নেট মাস্টার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 64 টি টিউন ও 1834 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 9 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

অসাধারন তথ্য। ধন্যবাদ ভাইয়া ডাউনলোড স্পিড সম্পর্কে সঠিক ধারনা দেবার জন্য।

Level 0

আসলে শিখার অনেক কিছু আছে এই টিউন। তাই আজকে অনেক কিসু শিখলাম ।
অনেক অনেক ধন্যবাদ ভাই আপনাকে।

তথ্য ও প্রযুক্তির সাথে আছি, আছি জ্ঞানের সাথে।

তথ্যবহুল টিউন। ধন্যবাদ শেয়ার করার জন্য।

Level New

অনেক অনেক ধন্যবাদ ভাই আপনাকে।

কিন্তু ৩২KB এর লাইনে যে ৪০KB আসে, সেটা?

    বাংলাদেশে কোনো অপারেটর 32 কেবিপিএস দেয় জানা ছিল না। লাইন শুরু হয় 128 কেবিপিএস থেকে। আপনার অপারেটরের নাম কি?

    Level New

    32 KB mane 256kbps….সব কিছু ভেঙ্গে লিখতে হয় নাকি, মাথা খাটান।

    আমি BTCL এর ADSL 256KB/s লাইন ব্যবহার করি। আমিও 40/ up পাই, এর কারন কি ?
    আর এই লাইনে অপটিক্যাল ফাইবার সংযোগ করলে স্পিড কতটুকু বারবে ?
    এবং অপটিক্যাল ফাইবার দাম কেমন ?

    তথ্যবহুল টিউন, ধন্যবাদ।

    প্রিন্সঃ প্রথমে লাইনম্যান ডেকে চেক করিয়ে নেবেন আপনার লাইনে কোনো নয়েস আছে কিনা। লাইনে জোরাতালি থাকলে কেবল বদলে ফেলবেন। আপনি যেই একচেন্জ থেকে সংযোগ নিয়েছেন সেটি পুরোনো কি না, খেয়াল রাখবেন। ADSL এর ক্ষেত্রে একচেন্জ থেকে 1-2 কিমি দূরত্বে থাকলে খুব ভালো স্পিড পাওয়া যায়। অপটিক্যাল ফাইবারের দাম কেমন ধারণা নেই। BTCL এর সাথে যোগাযোগ করে দেখতে পারেন। আপনার বর্তমান স্পিড 256 লাইন বিবেচনায় ভালোই। তবে আমার জানা মতে BTCL এর একটি বাগ রয়েছে। এর 128, 256 বা 512 লাইন শুধু কাগজে কলমে। সবাই মেক্সিমাম স্পিড পায় একচেন্জ যতটুকু দিতে পারে। 256 এর লাইনে অনেককেই 1 মেগা করেও পেতে শুনেছি। তবে 40 এর নিচে নামেনা এটা জানি।

    ЯOBAYETH: এতক্ষণ পর ধরতে পেরেছি 🙂
    kbps দেখে অভ্যস্ত হয়ে গেছি হুট করে KB চোখে পড়েনা।
    আপনার উত্তরটি সম্ভবত উপরের কমেন্টে পাবেন।
    (অপ্রয়োজনীয় বক্তব্যসমূহ বাদ দেয়া হল)

    Level New

    সমস্যা নাই, ভুল তো সবারই হয়

Level 0

Many Many Thanks.
I have learned a little more from U.

Level New

হূম, tHERE IS NO WAY TO increse torrent or download speed. সব আজাইরা টিপস।

    সাতখন্ড মহাভারত পাঠনের পর সিতা পরিচয়..? 🙂
    শুভকামনা রইলো, দ্রুত আপনি কোনো পোস্টের মর্মার্থ অনুধাবন করা শিখতে পারবেন।

জটিল লিখছেন,
adsl আর broadband এর মধ্যে পার্থক্য কি?

ধন্যবাদ

    এই পোস্টে broadband বলতে প্রচলিত ডিস কেবলের মাধ্যমে নেট সংযোগকে বোঝানো হয়েছে।
    টেকনিক্যালি 36 KBps এর উপরের যেকোনো লাইনকে ব্রডব্যান্ড বলে (এদের ফ্রিকুয়েন্সি বেশি থাকে)। ADSL একটি ব্রডব্যান্ড সার্ভিস, একইভাবে EDGE বা 3G ও ব্রডব্যান্ড সার্ভিস।

    আমি কোন কমেন্ট করতে চাই না, ব্রডব্যান্ডঃ http://en.wikipedia.org/wiki/Broadband
    আর ADSL: http://en.wikipedia.org/wiki/Asymmetric_Digital_Subscriber_Line
    সঠিক তথ্যের জন্য একটু দয়া করে পড়ে আসবেন।

    broadband :
    Broadband refers to a connection that has capacity to transmit large amount of data at high speed. Presently a connection having download speeds of 128 kbps or more is classified as broadband. When connected to the Internet such a connection allows surfing or downloading much faster than a dial-up or any other narrowband connections. BTCL offers 2 Mbps minimum download speed for its ADSL Broadband connections.

    reference:http://www.bcube.net.bd/faq.html

    bcube যেটা বলে তাতে 128 kbps মানে 8KBps এর উপরে গেলেই সেটা ব্রডব্যান্ড। সে হিসেবে বাংলাদেশের সব কানেকশনই ব্রডব্যান্ড হয়ে যায়, কারণ 8 কেবি ইজিলি সবখানেই পাওয়া যায়। আমার জানা মতে টেকনিক্যালি, 36 কেবি এর উপরের লাইনকে দেশে ব্রডব্যান্ড বলে বিবেচনা করা হয়।

Level 0

Vijan=>x0til hoise,mbl theke tai english e likhlam,1ta choto qus ache,ans dile khushi hobo,amr mbl holo e66,eitar class/spd kmne bujhbo?nice post er jonno abr tnq

    আপনার সেটের মডেমটি EDGE Class 32 (296 kbps) ও 3G HSDPA, (3.6 Mbps)
    যেকোনো সেটের বিস্তারিত জানতে http://www.gsmarena.com/ ওয়েবসাইটটি ব্যবহার করুন।
    ধন্যবাদ, কমেন্টের জন্য 🙂

EDGE Class 32 এর সস্তা কোন মোবাইলের মডেল নাম বলতে পারবেন যেটা usb charger মানে net চলা কালিন ব্যাটারি charge হবে………..তাহলে উপকৃত হব…………….টিউনটির জন্য অভিনন্দন জানাই

    USB চাজিং সনি এরিকসনের প্রতিটি সেটে থাকে। তবে দামের বিচারে কোনটি কম দামের বলতে পারছিনা।

Level 0

খুব ভাল

thanks

খুব-ই ভালো একটা টিউন করেছেন।অনেক আজাইরা টিউনারের হাত থেকে আমাদেরকে বাচালেন।স্পিড বাড়ানো নিয়ে সে যে কি ক্যাচাল করেছে এই কয়দিন।যাই হোক আমরা যারা এওগুলো জানি তারাও নি:সন্ধেহে অনেক নতুন কিছু শিখেছে,আর যারা একদম নতুন তাদের কথা নাই বা বললাম।আপনাকে অনেক অনেক ধন্যবাদ।ভালো থাকবেন।

খুব ভালো,চালিয়ে যান।

Level 0

বাচাঁলেন ভাই!!!….:)

    Level 0

    ও… আরেকটা কথা, kbps কি kilo bit per second নাকি kilo byte per second? জানালে ভাল লাগবে। ধন্যবাদ।

    Kbps মানে ছোট হাতের b থাকলে Kilo bit/sec,
    KBps মানে বড় হাতের B থাকলে Kilo Byte/sec.

    1 kilobyte = 8 kilobit.

Level 0

এই সামান্য ব্যপার নিয়ে এত লেখালেখির কি আছে তা আমার মাথায় আসে না……..> তারপর ও বলছি চালিয়ে যান নতুনদের জন্য

    ঠিক কোন ব্যাপারটি আপনার কাছে ছোট মনে হল বুঝলাম না।

Ossokho donnobad.kobe ttothobohol tune

সকল কিছুই বুঝলাম । কিন্তু ভাই গ্রামিনের ইন্টারনেট স্পিড বারানো জায় কিভাবে ????

    কয়েকটি কন্ডিশেনে স্পিড বেশী পাবেন।
    EDGE Class 32 modem ব্যবহার করলে, BTS টাওয়ারের কাছে অবস্থান করলে, এমন সময়ে নেট চালালে যখন ইউজার থ্রেসহোল্ড কম থাকে (চাপ কম থাকে)। গড়ে (সর্বোচ্চ) 29 কেবিপিএস পেতে পারবেন। স্পিড 0-40 কেবিপিএস পর্যন্ত ওঠানামা করতে পারে।

Arekta jenes mobile somporke jante hole gsm arena.kento sodho modem somporke janar kono site ace? Janale oupokreto hotam

    gsmarena তে মোবাইল ও মোবাইলের মডেম দুটোরই তথ্য দেয়া থাকে।

এক কথায় বলবো A to Z জানলাম। 😀
জটিল ধন্যবাদ।

এই টিউন পড়ার পরে কারো ডাউনলোড সংক্রান্ত বিষয়ে আর কোনো সন্দেহ থাকার কথা নয়।

অনেক অজানা তথ্য জানতে পেলাম, পুরো টিউন পড়েছি এবং বুঝেছি। গুছিয়ে লেখার জন্য অনেক ধন্যবাদ 😉

Level 0

ধন্যবাদ ভাই, ভাল এতটা কাজ করেছেন এই tune টা করে ।

ভাই, আমাকে একটু help করতে পারবেন ? আমার firefox সুধু hang হয়ে যায় IDM এর কারনে । অনেক কিছুই করলাম, last এ IDM বাদ দিতে হচ্ছে ।
[ আমার latest laptop (i3), firefox 4.0 Beta 10, techtunes a IDM নিয়ে ২ টা ভাল tune হয়েছিল, সেখান থেকে instruction নিয়ে ভালই Use করছিলাম, But ইদানিং Problem দেখা দিচ্ছে । ]

Can U help me ?

    আমি IDM 6.04 এর সাথে Firefox 3.6.13 ব্যবহার করছি। কোনো সমস্যা হচ্ছে না, আগে একই সমস্য্ আমিও বহুবার ফেস করেছি। আপনি এইদুটো ভার্সনের কম্বিনেশন ব্যবহার করে দেখতে পারেন। Beta কিছুকে অ্যাভয়েড করাই ভালো।

    Level 0

    Thanks. Try করবো ।

তথ্যবহুল টিউন,অনেক ধন্যবাদ।

অসাধারন

Level 0

অনেক thanks ভাইয়া এত সুন্দর তথ্যে জানানোর জন্যে ।অনেক অজানা তথ্য জানতে পেরে ভাল লাগছে।

অনেক কিছু জানতে পারলাম,
অনেক ধন্যবাদ কাজের ও তথ্য বহুল টিউনটির জন্য।

Level 0

আমার Prolink 3.75G USB HSUPA Modem
(HSUPA/UMTS/GSM/GPRS/EDGE )
আমি মোবাইলের সিম দিয়ে নেট চালাই। কিন্তু এই মডেমে জিপি/বাংলালিংক বা অন্যান্য মডেমের তুলনায় কম স্পিড পাই।
এমনটি সেট মডেম বানিয়ে ইউস করলেও এর চেয়ে বেশি স্পিড পাই। সমাধান কি?

    আপনি মডেমের ড্রাইভারটি আপডেট করে দেখুন কাজ হয় কি না।

গোল্ডেন A+ টিউন…………………..

মাস্টারের কাছ থেকে এমন সহজ উপস্থাপনই আশা করি।ধন্যবাদ চমৎকার টিউনের জন্য।আমি জিপি মডেম ব্যাবহার করি ২০KB to ৩০ KB স্পীড ডাউনলোডের সময় পাই। জিপি মডেম (CE 0682) দিয়ে কি এর বেশি পাওয়া সম্ভব? ঢাকা ক্যন্টনমেন্ট এলাকা

    জিপির সর্বোচ্চ এভারেজ স্পিড 29 KBps. আপনি যদি 20-30 স্পিড পান, তাহলে বলতে হয় আপনি খুব ভালো স্পিড পাচ্ছেন। ধন্যবাদ কমেন্টের জন্য। 🙂

Level 0

ওয়াও কত তথ্যরে।ধারুন ধারুম সব তথ্য।

Level 0

Internet Dowmload Manager কোথায় থেকে ড়াউনলোড় করব?please help me.

    6.04 ভার্সনটি ক্রাকসহ এখান থেকে ডাউনলোড করুন
    ক্রাকে ট্রোজান খুব বেশি থাকে। এন্টিভাইরাস বেশি ঝামেলা করলেএই টিউন থেকে ফুল ভার্সন করার অন্য উপায়টি জেনে নিন।

অনেক ধন্যবাদ। সংকলন টিউন না করলে আমি এই টিউনটি miss করতাম।
তাই আপনাকে আবারো ধন্যবাদ।

আমার একটা প্রশ্নঃ
আমি এন ৭২ দিয়া মোবাইলে ইউসি ব্রাউজারে ২০KB/s এর উপরে পাই।
কিন্তু পিসিতে আইডিএম পাই ১০KB/s বা এর নিচে এর কারন কী?
উল্লেখ থাকে আমার পিসির কনফিগারেশেন কিন্তু ভাল।

Level 0

onek kichhu shikhte parlam tune theke, oshonkho thnx apnake