আস্ সালামু ওয়ালাইকুম,
কেমন আছেন সবাই? আশাকরি ভালোই আছেন। আজ নিয়ে এলাম গুগল অ্যাডসেন্স প্রোগ্রাম পলিসি নিয়ে। আশাকরি আপনাদের কিছুটা উপকার করতে পারব। তো চলুন......
আমরা জানি গুগল অ্যাডসেন্স এ এপ্লাই করতে গেলে কিছু নিয়ম কানুন মেনে চলতে হয়। আবার অ্যাডস আপনার সাইটে দিতে গেলেও কিছু রুলস মেনে দিতে হয়। আজ আমি কিছু এমনি কিছু আলোচনা করব যা আপনারা অনেকেই জানেন আবার যারা নতুন তারা জানেন না। তাই সবাই যাতে জানতে পারে তাই আমার এই প্রচেষ্টা। কথা না বাড়িয়ে চলুন শুরু করি…...
অবৈধ ক্লিক এবং ইমপ্রেশন(ঘুরে আসবেন tech4bd.com)
পাবলিশার্স কৃত্রিম বা ম্যানুয়াল কোনভাবেই তার নিজের এড এ ক্লিক করতে পারবে না এবং তার সাইটের ইম্প্রেশন বৃদ্ধি করতে পারবে না। এটা কঠোরভাবে নিষেধ করেছে গুগল। গুগল বিজ্ঞাপনগুলোতে ক্লিকগুলো অবশ্যই প্রকৃত ব্যবহারকারীর আগ্রহের মাধ্যমে আসতে হবে। বারবার নিজের বিজ্ঞাপনে ক্লিক বা ইম্প্রেশন বৃদ্ধি, অটোমেটেড ক্লিক, ইম্প্রেশন জেনারেটিং টুলস, রোবট অথবা প্রতারনামুলক সফটওয়্যার ব্যবহার করা নিষেধ। এমনকি আপনি যদি চান আপনার সাইটে বিজ্ঞাপন দিয়ে ঠিক আছে কি-না চেক করতে এবং তার জন্য আপনি বিজ্ঞাপনে ক্লিক করে দেখলেন এটাও গুগল কঠোরভাবে নিষেধ করেছে।
ক্লিক দিতে অন্যকে উৎসাহিত করা(ঘুরে আসবেন tech4bd.com)
প্রকাশকেরা তাদের বিজ্ঞাপনগুলোতে ক্লিক করার জন্য অন্যদেরকে উৎসাহিত করতে পারবে না, প্রতারনামুলক পদ্ধতিও ব্যবহার করে উৎসাহিত করতে পারবে না। এর মধ্যে আরো রয়েছে যে, বিজ্ঞাপন দেখার জন্য বা সার্চ করতে বলার জন্য অন্যজনের সাথে লেনদেন করা যাবে না। থার্ড পার্টির সাথে চুক্তিবদ্ধ হওয়া বা এড এর পাশে ছবি দেয়া যাবে না।
ব্যবহারকারী এবং বিজ্ঞাপনদাতাদের জন্য একটি ভাল অভিজ্ঞতা নিশ্চিত করার জন্য, প্রকাশকদের যে বিষয়গুলো লঙ্ঘনীয় সে গুল হচ্ছেঃ
* বিজ্ঞাপন দেখার জন্য বা অনুসন্ধান করার জন্য বা তৃতীয় পক্ষর সাথে লেনদেন করা।
* গুগল বিজ্ঞাপনগুলোতে ক্লিক করতে উতসাহিত করা যেমনঃ এড এ ক্লিক করুন, আমাদের সাপোর্ট করুন, এই লিঙ্কে ভিজিট করুন অথবা এই ধরনের ভাষা ব্যবহার করা।
* তীর চিহ্ন বা চমকপ্রদ গ্রাফিক্সের মাধ্যমে ইউজারদের মনোযোগ আকর্ষণ করা।
* বিজ্ঞাপনের সাথে কোন বিভ্রান্তিকর চিত্র দেয়া।
* কোন ভাসমান বক্স দিয়ে তার মধ্যে বিজ্ঞাপন দেয়া।
* বিজ্ঞাপনকে এমনভাবে সাজানো যাতে টিউনগুলোকে আলাদা করা যায় না।
* গুগল বিজ্ঞাপনের উপরে বিভ্রান্তিকর লেবেল স্থাপন করা। যেমনঃ স্পন্সরড লিঙ্ক বা অ্যাডভারটাইজ, আজকের শীর্ষ অফার, ফেবারিট সাইট।
আশাকরি আপনাদের কিছুটা হলেও উপকারে আসবে। প্লিজ কেউ কপি করবেন না।
বি. দ্র. অনুগ্রহ করে টিউমেন্ট করুন এবং আপনাদের মতামত জানান। আমাদের ফেসবুক পেজে লাইক দিবেন fb.com/techfunbd. আপনাদের মতামত আমাকে আরো এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। আপনাদের ভালো লেগেছে কিনা জানাবেন………
সবাইকে ধন্যবাদ।
আমি মোঃখালেদ মোশাররফ মিথুন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 19 টি টিউন ও 12 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
I like to share tech things with people. I don't know anything so i am student here. Also whatever i know ,want to share with you guys. Best of luck.