মজিলা ব্রাউজার ব্যবহার করার অনেক সুবিধা । মজিলা ব্রাউজারের তেমনই একটি সুবিধা নিয়ে আজ আমি লিখবো ।
ধরুন আপনি কোন ওয়েবসাইটে ভিজিট করছেন তখন সেই সাইটে প্রদর্শিত কোন লোগো কিংবা ব্যানার এর লিংকের প্রয়োজন পড়লো । তখন স্বভাবত লোগো / ব্যানার কপি করে নিয়ে তারপর কোন ইমেজ আপলোডার দিয়ে আপলোড করে সেই লোগো / ব্যানার এর লিংক পাওয়া যাবে।
এটা অনেক ঝামেলার তার উপর আবার ইন্টারনেট এর স্পিড খারাপ থাকলে তো আর কথাই নেই । সেই যাই হোক এখন আসল বিষয়ে আসি ।
কোন ধরনের ঝামেলা ছাড়াই যেকোন ওয়েব সাইটের ব্যানার কিংবা লোগোর লিংক সংগ্রহ করতে পারবেন ।
ধরুন আমি আইটেক বাংলা য় ভিজিট করলাম । আর এই সাইট টার উপরে বাম দিকে প্রদর্শিত লোগোটার লিংক আমার প্রয়োজন ।
এখন সেই পেজ থাকাকালীন সময়ে মাউসের রাইট বাটন এ ক্লিক করুন । অনেকগুলো অপশন সম্বলিত একটা বক্স আসবে । সেখান থেকে VIEW PAGE INFO তে ক্লিক করুন ।
নিচের চিত্রে খেয়াল করুন ,
VIEW PAGE INFO তে ক্লিক করার পর আরেকটা নতুন উইন্ডো আসবে ।
উপরের চিত্রে খেয়াল করে দেখুন
General Media Feeds Permissions Security
৫টি মেনু আছে ।
এখান থেকে Media তে ক্লিক করুন ।
এবার উপরের চিত্রে খেয়াল করুন ,
এখানে address এর বক্সে দেখবেন অনেকগুলো ইমেজ এর লিংক দেখা যাচ্ছে । লিংক এ ক্লিক করলে Media Preview তে সেই লিংক এর ইমেজ দেখা যাবে । আপনার পয়োজনের ইমেজ এর লিংক কপি করতে চাইলে মাউসের রাইট বাটনে ক্লিক করুন । তারপর Copy করে সেখান থেকে কপি করে এখন আপনার ব্লগে পেস্ট করতে পারবেন ।
কি অনেক সহজ তো তাই না ।
পূর্বে এখানে প্রকাশিত
আমি প্রযুক্তি পাগল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 48 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমার ছোট বেলা থেকে কম্পিউটার শেখার অগ্রহ একটু বেশি ছিল আমি মাদ্রাসা ক্লাস ৭ম থেকে কম্পিউটার শেখার প্রতি অগ্রহ বাড়িয়ে দিই। আমাদের বাড়ি থেকে বাজার ১ কিলমিটার হবে। প্রথমে আমি আমার কাকার বই লাইব্রেরী তে থাকি তার পর লাইব্রেরীর সামনে একটি নতুন কম্পিউটারের দোকান তৈরী হয়। আমি পড়ালেখা প্রায় বাদ...
verey fine . thank you ,
চািলেয় যান ।