মজিলা ব্রাউজার এর ছোট্ট একটা টিপস (সবার জন্য ভাল)

মজিলা ব্রাউজার ব্যবহার করার অনেক সুবিধা । মজিলা ব্রাউজারের তেমনই একটি সুবিধা নিয়ে আজ আমি লিখবো ।
ধরুন আপনি কোন ওয়েবসাইটে ভিজিট করছেন তখন সেই সাইটে প্রদর্শিত কোন লোগো কিংবা ব্যানার এর লিংকের প্রয়োজন পড়লো । তখন স্বভাবত লোগো / ব্যানার কপি করে নিয়ে তারপর কোন ইমেজ আপলোডার দিয়ে আপলোড করে সেই লোগো / ব্যানার এর লিংক পাওয়া যাবে।

এটা অনেক ঝামেলার তার উপর আবার ইন্টারনেট এর স্পিড খারাপ থাকলে তো আর কথাই নেই । সেই যাই হোক এখন আসল বিষয়ে আসি ।

কোন ধরনের ঝামেলা ছাড়াই যেকোন ওয়েব সাইটের ব্যানার কিংবা লোগোর লিংক সংগ্রহ করতে পারবেন ।

ধরুন আমি আইটেক বাংলা য় ভিজিট করলাম । আর এই সাইট টার উপরে বাম দিকে প্রদর্শিত লোগোটার লিংক আমার প্রয়োজন ।

এখন সেই পেজ থাকাকালীন সময়ে মাউসের রাইট বাটন এ ক্লিক করুন । অনেকগুলো অপশন সম্বলিত একটা বক্স আসবে । সেখান থেকে VIEW PAGE INFO তে ক্লিক করুন ।

নিচের চিত্রে খেয়াল করুন ,
ছবি

VIEW PAGE INFO তে ক্লিক করার পর আরেকটা নতুন উইন্ডো আসবে ।

ছবি

উপরের চিত্রে খেয়াল করে দেখুন
General Media Feeds Permissions Security
৫টি মেনু আছে ।
এখান থেকে Media তে ক্লিক করুন ।

ছবি

এবার উপরের চিত্রে খেয়াল করুন ,
এখানে address এর বক্সে দেখবেন অনেকগুলো ইমেজ এর লিংক দেখা যাচ্ছে । লিংক এ ক্লিক করলে Media Preview তে সেই লিংক এর ইমেজ দেখা যাবে । আপনার পয়োজনের ইমেজ এর লিংক কপি করতে চাইলে মাউসের রাইট বাটনে ক্লিক করুন । তারপর Copy করে সেখান থেকে কপি করে এখন আপনার ব্লগে পেস্ট করতে পারবেন ।

কি অনেক সহজ তো তাই না ।
পূর্বে এখানে প্রকাশিত

Level 0

আমি প্রযুক্তি পাগল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 48 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমার ছোট বেলা থেকে কম্পিউটার শেখার অগ্রহ একটু বেশি ছিল আমি মাদ্রাসা ক্লাস ৭ম থেকে কম্পিউটার শেখার প্রতি অগ্রহ বাড়িয়ে দিই। আমাদের বাড়ি থেকে বাজার ১ কিলমিটার হবে। প্রথমে আমি আমার কাকার বই লাইব্রেরী তে থাকি তার পর লাইব্রেরীর সামনে একটি নতুন কম্পিউটারের দোকান তৈরী হয়। আমি পড়ালেখা প্রায় বাদ...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level New

verey fine . thank you ,
চািলেয় যান ।