আসসালামু আলাকুম ! আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়াই ভালো আছি।
আমাদের যাদের youtube চ্যানেল আছে তাদের জন্য আজকের এই টিউন।আমরা সকলেই জানি প্রথম বার কাস্টম url change করতে আমাদের লাগে ৩০ দিন মেয়াদ এর চ্যানেল এবং ১০০ সাবস্ক্রাইব।এই কন্ডিশন যদি পূরন করতে পারি তাহলে youtube আমাদের custom লিংক তৈরি করতে যেন পারি সেই ব্যবস্থা করে দেয়।
এখন আমরা যখন প্রথম বার কাস্টম url চ্যাঞ্জ করি তখন একটা কন্ডিশন টিক মার্ক দিয়ে তারপর conform করি।আর সেই বক্সে লেখা থাকে আপনি একবারেই এই url চ্যাঞ্জ করতে পারবেন আর পারবেন না এই url change করতে আপনি কি agree.তখন আমরা টিক দিয়ে আগ্রি হয়ে নেই।
এখন কথা কথা হল আমরা তো agree হয়ে নিয়েছি যে আমরা আর পরিবর্তন করব না।কিন্তু প্রয়োজন সবকিছু করতে বাধ্য করে।ধরেন আপনার প্রয়োজন হতেই পারেই যে আমি যে নামটা আমার চ্যানেল এর জন্য দিয়েছি এখন সেটা পরিবর্তন করব।তো এক ক্লিক দিলেই চ্যানেল নাম পরিবর্তন হয়ে যায়।রয়ে যায় কাস্টম লিংক আগের টা।যেটা আপনার আগের কাস্টম url ছিল।এখন নতুন নামের সাথে তো আর আগের কাস্টম url মিল খায় না।তখনে আমরা বিপদে পরে যায় বিভিন্ন ফ্যাক্টে।যেমন চ্যানেল র্যাংক কতানো একটা ব্যাপার থাকে তাছাড়া আরো কিছু ব্যাপার আছে।
যদি আপনার প্রবলেম এই টিউন এর মতো হয়ে যায় তাহলে ভয় পাবার কোন কারন নাই।যদিও আপনি আর কোন অপশন পাবেন না আপনার কাস্টম url চ্যাঞ্জ করতে তবুও আপনি একটু ম্যানুয়াল ভাবে করতেই পারেন।সেই পদ্বতি আজকে দেখাবো
কিভাবে দ্বিতীয়বার পরিবর্তন করব Youtube Custom Url
আপনি যদি দ্বিতীয়বার আপনার youtube custom url নাম চ্যাঞ্জ করতে চান তাহলে একটা জিনিষ নজর দিবেন।সেটা হল চ্যানেল icon and channel art নতুন যে নামে লিংক দিবেন সে অনুযায়ী করবেন।তারপত এই ভিডিও অনুযায়ী কাজ করতে থাকবেন তাহলেই আর কোন সমস্যায় পড়বেন না আশ করি
আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ।
নতুন এবং ভালো মানের টিউন পেতে টেকটিউনস এর সাথেই থাকুন,মেতে উঠুন প্রযুক্তির সুরে।
আমি ওমর এফ বাসিত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 49 টি টিউন ও 24 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 6 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।