কেমন আছেন সবাই, আশাকরি সবাই ভালোয়াছেন। আজ আমি আপনাদের সাথে ফ্রি ফেছবুক এন্ড্রয়েড সফটায়ার নিয়ে আলোচনা করবো।
বিশ্বের সবচেয়ে জনপ্রিও সামাজিক যোগাযোগ মাধ্যম হলো ফেছবুক। বাংলাদেশে প্রায় সব মোবাইল অপারেটরই এখন ফেছবুক ফ্রিতে চালানোর সুযোগ দিচ্ছে কিন্তু, সমস্যা হলো আপনি ফেছবুক চালাতে পারবেন কিন্তু ছবি দেখতে পারবেননা। ব্যাপারটা আমার কাছে, ভাতের চাল দিয়ে পোলাউ রান্না করার মত ব্যাপার। ফেছবুক চালাবো কিন্তু যদি ফেছই দেখতে না পারলাম, তাহলে ফেছবুক চালিয়ে লাভকি? সেই চিন্তা থেকেই গুগলে চিরুনি সার্চ করে, একটি সফটয়ার পেলাম ফ্রি ফেছবুক চালানোর ছবিসহ। এই রকম সফটয়ার নেটে সার্চ দিলে অনেক পাওয়া যায় কিন্তু ১০০ এর ভিতর ৯৫ টাই কাজকরেনা, আমি যেটাদিয়ে চালাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। কারো উপকার হলেই আমার এই টিউনটি সার্থক। ভালো লাগলে টিউমেন্ট করে যানাবেন। উৎসাহ পেলে এমন আরো সফটয়ার শ্যেয়ার করার চেস্টা করবো। সর্বপরি সবাইকে ধন্যবাদ।
গ্রামিনফোন
রবি
এয়ারটেল
টেলিটক
দিয়ে চেক করা হয়েছে।
[টেকটিউনসে ভিডিও দেখাতে vUne এ গিয়ে আপনার ভিডিওটি আপলোড করে ভিডিও টিউন করুন]
আমি টেকনোলজি গুরু। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
আমি সব সময় টেকটিউনসের সাথে থাকতে চাই।
আমরা যারা বাংলালিংক ইউসার আছি , আমাদের জন্য কিছু শ্যেয়ার করেন আপা।