বিভিন্ন প্রয়েজনে প্রায় সময়ই আমাদের অনেক বড় বড় ওয়েবসাইটের ঠিকানা খুব ছোট জায়গায় সংক্ষিপ্ত আকারে লিখতে হয়। কিছু কিছু ওয়েব সাইট আছে যেখান থেকে ঠিকানাটি ছোট করে লেখা যায় । FoxyURL আপনাকে সেই সুবিধাটিই দেবে। তবে বিশেষ কিছু বৈশিষ্টের জন্য এধরনের অন্যান্য সাইট থেকে এটি একটু আলাদা । FoxyURL http://foxyurl.com/ ওয়েব সাইট থেকে ব্যবহার করা যায়, তবে বিশেষ সুবিধাটি হল এটি মজিলা ফায়ারফক্স ব্রাউজারের অ্যাড-অন হিসাবে ব্যবহার করা যায়। অ্যাড অনটি আপনি https://addons.mozilla.org/en-US/firefox/addon/11516/ ঠিকানা থেকে নামাতে পারবেন। ইনস্টল করার পর টুলবারে নতুন একটি বাটন যুক্ত হয় এবং সেখানে একটি মাত্র ক্লিক করলেই ওপেন করা কোন নির্দিষ্ট ওয়েব সাইটের ঠিকানা সয়ংক্রিয়ভাবে সংক্ষিপ্ত আকারে দেখাবে ।
আমি nasir khan। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 8 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ধন্যবাদ,এ রকম আরও জানালে খুশি হব।