সহজলভ্য ও সুবোধ্য হওয়ায় দিন দিন বৃদ্ধি পাচ্ছে মোবাইলে ইন্টারনেট ব্যবহারকারীদের সংখ্যা । সেইসাথে বাড়ছে মোবাইল উপযোগী ওয়েব সাইট । জনপ্রিয় প্রায় সব সাইটের রয়েছে মোবাইল ভার্সন । অথচ বাংলাদেশের বিভিন্ন পত্র-পত্রিকা, নিউজ সাইট, ব্লগ সাইট ইত্যাদির কোন মোবাইল বান্ধব সাইট নেই । যা আছে তা প্রায় দায়সারা গোছের আর নানান সমস্যায় জর্জরিত । বাংলাদেশের প্রথম টেকব্লগ হিসেবে যাত্রা শুরু করা টেকটিউনস্-এরও নেই কোন মোবাইল সাইট । তাই সকল ওয়েব সাইটের ওয়েব ভার্সনের পাশাপাশি মোবাইল ভার্সন নির্মাণ করা এখন সময়ের দাবি ।
(প্রিয় টিউনারস্ আমার এই টিউনটি কোন মতে মোবাইলের মাধ্যমে দেওয়া)
আমি সংশপ্তক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 25 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আপনি ঠিকই বলেছেন। পিসি-র সামনে কতক্ষনইবা থাকি ! মোবাইল ভার্সন থাকলে সবসময় access করা যেত।